গন্ধ এক হলেও রঙের বৈচিত্র্য ফুলেদের পৃথক করে; তেমনি মানুষের স্বভাব পৃথক করে একের থেকে অন্যকে।

in hive-120823 •  2 years ago  (edited)
20221218_002708_0000.png

প্রিয় বন্ধুরা,
এখন ঘড়ির কাঁটায় ভারতীয় সময় অনুযায়ী ১১:১৫ মিনিট। সবে লিখতে বসলাম, আজ কমিউনিটির সাপ্তাহিক কিউরেশন রিপোর্ট পাবলিশ করার ছিল তাছাড়া ব্যক্তিগত কাজের চাপ তো থাকেই, ফলে বেশ রাত হয়ে গেলো লিখতে বসতে।

অনেকেই সহজ কথা সোজা সাপটা বললে তাকে অহংকারী ভাবেন, কিন্তু শালীনতার মোড়কে যদি অশালীন কথা বলা হয় তাহলে সেটা নিয়ে কিন্তু চর্চা হয় না।

আমি এই প্লাটফর্মে কাজ করতে এসেছি, এবং সেই সুবাদে সময় সময় বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হয়, এবং আজকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন দেখে সেটা একসেপ্ট করেই বিপদে পড়ে গেছি।

অদ্ভুত বিষয় হলো, কিছু মানুষের কাছে এত সময় আছে যে তারা সারাদিন গল্পো করবার মানুষ খোঁজে, অথচ এমন মানুষ আছেন যারা নাওয়া খাওয়ার সময় পান না।

আজকের দিনটি আমার অন্যান্য দিনের মতোই ব্যস্ততম দিন ছিল সেটা আগেই জানিয়েছি, তার মাঝে বারংবার আমাকে Discord এ ডিরেক্ট মেসেজ করে বিরক্ত করা হয়েছে।

কমিউনিটির উন্নতির স্বার্থে পোস্ট করেছিলাম মডারেটর এবং ডিটেকটিভ চাই জানিয়ে।

কাজেই আমার ধারণা ছিল বিভিন্ন মানুষ যোগাযোগের চেষ্টা করছেন সেই কারণে, অথচ আজকের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন ছিল।

IMG20221129110811.jpg
(মেকি রং ক্ষণস্থায়ী, কাজেই সততা যে কোনো জায়গায় বজায় রাখা আবশ্যকীয়)
IMG20221129110817.jpg

এই সমাজে একটা বিষয় বিভিন্ন কাজের ক্ষেত্রে খেয়াল করে দেখেছি, এক সংখ্যক মানুষ কেবল ছোটো রাস্তা খোঁজেন উপরে ওঠার জন্য।

তাদের লক্ষ্য এমন একটি মই, যেটি তাদের ৯৮ এর ঘরে পৌঁছে দেবে, কিন্তু তারা ভুলে যান ৯৯ এর ঘরে একটি সাপ বসে আছে।

আজকে আমার লেখায় ভাগ করে নেওয়া সমস্ত ছবি একজায়গায় করে আমাকে পাঠানো হচ্ছিল, মানা করা সত্যেও ব্যক্তিগত প্রশ্ন করা হচ্ছিল।

ব্যক্তিটিকে ব্লক করবার আগে মনে হল লেখার মাধ্যমে একটি বার্তা সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি;

সেটা হলো বিগত আড়াই বছর এই প্লাটফর্মে কাজ করছি এবং দরাজ কণ্ঠে বলতে পারি কাজ ছাড়া কারোর সাথে কোনো রকম কাজ বহির্ভূত কথা নিয়ে গল্পো কখনো করিনি।

IMG20221129110857.jpg
(নিজের কাজকে সন্মান করে এগিয়ে যান, দেখবেন এমনিতেই সকলে আকৃষ্ট হবে, যেমন এই ফুলেরা করে থাকে নিজ গুনে)
IMG20221129110918.jpg

বলতে পারেন সেই সাহস কখনো কাউকে আমি দিনি এখানে, কেউ বানিয়ে বা বাড়িয়ে বললে আলাদা, সেক্ষেত্রে সবটাই প্রমাণ সাপেক্ষ।

আমি কাজের জায়গাতে কাজ করা শ্রেয় বলে মনে করি, সবার মত আমারও ব্যক্তিগত জীবন আছে এবং ব্যক্তিগত মানে ব্যক্তিগত, সেখানে মুষ্টিমেয় মানুষের আসা যাওয়া।

আপনাদেরকে জানিয়ে কাজটা করবার পিছনে আজকে আমার উদ্দেশ্য হলো, এখানে আমি আমার সবটা দিয়ে সবাইকে কাজ শেখাতে রাজি, যতটুকু আমি জানি।

কোনো অসুবিধায় পাশে দাঁড়াতে রাজি, কারোর কোনো রকম সাহায্যের জন্য এগিয়ে যেতেও রাজি কিন্তু এমন কোনো দাবি নিয়ে আসবেন না যেটা প্রত্যাখ্যান করতে আমি বাধ্য হই, আজকে সেই প্রত্যাখ্যানের বিনিময় আমাকে অহংকারী ঘোষণা করা হয়েছে।

যদিও তাতে আমার বিশেষ কিছু যায় আসে না, কারণ আমি চিরকাল নিজের বিবেক এবং পরমেশ্বরের কাছে পরিষ্কার থেকে এসেছি।

তাই যেমন সোজা, সত্য বলতে পছন্দ করি তেমনি শুনতেও ভালোবাসি।

যাইহোক, আজ কিছু মানুষের মানসিকতা দেখে মনে হলো, কাজের জায়গা যেমনই হোক না কেনো কিছু মানুষের নিম্ন মানসিকতা সব জায়গায় উপস্থিত।

আপনারা ভাবতেই পারেন, এই সকল বিষয় নিয়ে লেখার যৌক্তিকতা কি? বা প্রয়োজন কি? তাহলে জানিয়ে রাখি, প্ল্যাটফর্ম যখন ওপেন, বা খোলা, মতামত টাও তো খোলাখুলি জানাতে হবে তাই না?

আজকে আমি হয়তো বিষয়গুলো বুঝি বা ঠেকে শিখেছি তাই লেখার মাধ্যমে সচেতন করছি, কিন্তু এমন অনেকেই আছেন যারা এই ধরনের প্রতারণার স্বীকার হন বা হতে পারেন।

IMG20221129110852.jpg
(বৈচিত্র্য কাজে প্রমাণিত কথায় নয়)
IMG20221129110848.jpg

তাই অবশেষে একটাই কথা বলবো, কাজের জায়গাটা কাজের মতোই রাখুন, কাউকে সস্তা ভাবার কোনো কারণ নেই, আর বিশেষ করে আমি মানুষটা কতটা প্রফেশনাল সেটা আমার সাথে যারা কাজ করেছেন বা যারা অনেকদিন ধরে করছেন তারা ভালো জানেন।

এখানে অনেক মেয়েরা কাজ করতে আসেন, কাজেই শালীনতা এখানে বজায় রাখাটা অত্যন্ত জরুরি।

অবশেষে বলবো সম্মান পেতে হলে সম্মান দিতে শিখতে হয়, ফুলের সৌরভ মৌমাছির আকৃষ্ঠের কারণ হলেও, সে মধু সংগ্রহের সাথে ফুলের বংশ বৃদ্ধিতে সাহায্য করে, কেবলমাত্র নিজের মধু সংগ্রহ তার একমাত্র লক্ষ্য নয়।

তাই কাজের জায়গাকে কলুষিত করবেন না, নিজের স্বার্থে দুটো মিষ্টি কথায় কিছু মানুষ গলে গেলেও দুঃখিত আমি সেই দলে সামিল নই।

তাই আজকের লেখাটা তাদের জন্যে যারা আমাকে সহজলভ্য ভাবছেন, দয়া করে ভুল ধারণা পোষণ করে রাখবেন না নিজের মনে।

ভালো থাকবেন সবাই, আর আপন হোক বা পর সম্মান করা শিখুন, তাহলেই বিনিময় সন্মান পাবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

দিদি তোমার সাথে আমার বেশি দিনের পরিচয় না।কিন্তু তোমায় দেখে একটা জিনিস শিখেছি যে এই প্ল্যাটফর্ম কে কি করে ভালোবেসে কাজ করতে হয়।তোমার প্রত্যেকটা কথা আমাদের অনেক কিছু শিখিয়ে দিলো।

Loading...

এখানে অনেক মেয়েরা কাজ করতে আসেন, কাজেই শালীনতা এখানে বজায় রাখাটা অত্যন্ত জরুরি।

আপনি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরেছেন। এমন কিছু মানুষ রয়েছে যারা শুধু অন্যকে বিরক্তি করে তবে সে জানে না যে আমার কারনে সে বিরক্ত হচ্ছে। এখন দিন দিন মানুষ হিংস্র প্রাণীর মতো আচরণ করে তবে সে জানে না যে আমার আচরণ কতটা বিরক্তিকর। যখন ভেতর থেকে মনুষত্ববোধ এই শব্দটা উঠে যায় তখন আর সে মানুষ থাকে না অমানুষে পরিণত হয়।

আমরা এখানে সবাই পরিবারের মত আনন্দের সহিত লেখালেখি করতে চাই। তাই সবাই সবার সম্মান বজায় রাখি এবং আনন্দের সহিত লেখালেখি করি।

ধন্যবাদ দিদি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরেছেন বাস্তবসম্মত।

আপনি যে চিন্তাধারার মানুষের কথা বলছেন, জীবনের বহুক্ষেত্রে এমন মানুষ চোখে পড়ে। তবে আপনার এইরকম সচেতন মূলক পোস্টের জন্য ধন্যবাদ।

sduttaskitchen আপনার কথা গুলো একদম ঠিক। এবং ফুলের ছবি গুলি খুব সুন্দর হয়েছে।

ধন্যবাদ এত সুন্দর বিষয়ে তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

পোস্টের টাইটেল অনেক কিছু বুঝিয়ে দেয়। সম্পূর্ণ পোস্টটি পড়লাম। আমাদের সমাজের এমন হাজারো মানুষ আছে যারা শর্টকাট পদ্ধতিতে উপরে উঠতে মরিয়া হয়ে থাকেন। আমি বলবো, সঠিক পথ অবলম্বন করে কাজ করলে হয়তো একটু সময় লাগবে কিন্তু এতে অনেক আনন্দ প্রতিটি সেক্টর নিখুঁতভাবে উপলব্ধি করা সম্ভব। যাইহোক, অনেক ধন্যবাদ আমাদের মাঝে প্রেক্ষাপট অনুযায়ী এই সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য।

@sduttaskitchen আপানার তোলা ফুলের ছবি গুলি খুব সুন্দর হয়েছে। আর আপনার লেখা প্রতিটা কথাই সঠিক।

কথায় আছে,
ব্যবহারে বংসের পরিচয়, আসলে ব্যবহার দিয়ে মানুষের সাথে মিশলে মানুষও তার কথা মনে প্রানে মেনে নেন।
এটাই আসল।
আপনার পোস্টটি আমার অনেক কিছু শিখিয়ে দিয়েছে।
ধন্যবাদ