সুন্দরবন থেকে ফেরার পর থেকেই শরীর খুব একটা ভাল যাচ্ছে না! কারণটা হতে পারে যাতায়াতের ধকল আবার এতদিন পর আবহাওয়া পরিবর্তন!
জানিনা! তবে, গতকাল শরীর এতটাই খারাপ লাগছিল কোন কাজ করিনি ঘরের কিছু না করলেই নয় এমন কিছু কাজ ছাড়া!
আজকে দিনের প্রথমার্ধ অতিবাহিত হয়েছে কমিউনিটির রিপোর্ট এবং ঘরের কাজ দিয়ে সঙ্গে বেশ খানিক বেলায় ফুলকপি আলুর নিরামিষ তরকারি কড়াইশুটি দিয়ে তৈরি করে রেখে, রান্না ঘর পরিষ্কার করে বেলাশেষে স্নান সেরে উঠেছি।
আমি কাজের বিষয়ে সবসময় এটা মেনেই চলি আর সেটা হলো, বর্তমান পরিস্থিতির চাইতে আগত পরিস্থিতি আরো বেশি খারাপ হতে পারে, আর তাই যখনকার কাজ তখন করে ফেলি, পরের দিন অথবা সময়ের জন্য ফেলে না রেখে।
কাজ পড়ে থাকলে আমার কেন জানিনা ঘুমও আসে না! এই যে ঘুরতে গিয়েছিলাম, সেখানেও সময় মতো বুমিং পাঠিয়েছি, যাতে আমার জন্য আর কারোর সমর্থন পেতে সমস্যা না হয়।
কি পরিস্থিতিতে ছিলাম, সেটা আর নাই বা বললাম, শুধু জানি আমাকে কাজটা করতেই হবে।
আজকেও এমনটা ভেবেই একটা তরকারি করে রেখেছি, জানি যদি পরে না পারি কিছু একটা খেতে পারবো।
বিকেলের দিকে মনে হলো, বেশকিছু জিনিস যাবার আগে কেনা হয় নি, হঠাৎ ঘুরতে যাবার কারণে! এদিকে নতুন বছরের প্রথম মাসের ১৩ টা দিন দেখতে দেখতে অতিবাহিত হয়ে গেল!
অনলাইন থেকে তাই বেশকিছু জিনিস অর্ডার করে দিলাম।
- নিচে তার একটি তালিকা সহ ভারতীয় মূল্য তথা স্টিম এর দর উল্লেখ্য:-
দ্রব্য | ভারতীয় মূল্য | স্টিম দর |
---|---|---|
1.ঘী 500g (clarified butter) | Rs.458 | 21.19 steem |
Rs.76 | 3.52 steem | |
Rs.163 | 7.54 | |
Rs.129 | 5.97 steem | |
Rs.50 | 2.31steem | |
Rs.66 | 3.05 steem | |
Rs.71 | 3.29 steem | |
Rs.455 | 21.05 steem | |
Rs.40 | 1.85 steem | |
সর্বমোট খরচ | Rs.1.508 | 69.78 steem |
জিনিসগুলো দিয়ে গেছে সন্ধ্যে নাগাদ। তখন আমি ঠিক করলাম, চা পর্ব সেরে নিয়ে ডালিয়ার খিচুড়ি রেঁধে রাখবো।
কারণ, অনেকসময় রাতের দিকে কাজে বসে গেলে আমার আর রান্না সম্ভব হয় না।
সেইমত সন্ধ্যে ছয়টা নাগাদ জোগাড় শুরু করে দিয়েছিলাম।
এই প্রথম মাল্টিগ্রেইন ডালিয়া কিনলাম, খেলে পার্থক্য বুঝতে পারবো। সাধারণ ডালিয়া হলো ভাঙা গম, আর এটাতে দেখলাম রয়েছে গম, ভুট্টা, ওট, বার্লি এবং বজরা সম্মিলিত ভাবে রয়েছে।
আজকে ডালিয়ার খিচুড়ির সাথে ফুলকপি, আলু এবং মটর শুটি দিয়ে তরকারি করে রেখেছি, তাই একটা ওমলেট আর একটু বিন্স ভাজা সহযোগে নৈশ ভোজন করবো ঠিক করেছিলাম।
সেই মতই সব কেনা কাটা তাছাড়া কিছু জিনিস শেষ হয়ে গেছিল।
এরপর খানিক মন্তব্য সেরে ফোনালাপ সেরে কোমর বেঁধে নেমে পড়লাম রান্না করতে, জোগাড় আগেই করা ছিল।
আজকের নৈশ্যভোজন! |
---|
আসলে আমি এক নাগাড়ে আর সকলের মতো রান্না করতে পারি না, মাঝে মধ্যে ফোন এসে, আর বেশিরভাগ সময় সময় কিছু কাজ সম্পাদন হেতু রান্নায় ছেদ পড়ে!
তবে, এটাকেই বোধহয় বলে ম্যানেজমেন্ট অথবা বাংলায় ব্যবস্থাপনা।
একটা মানুষ চাইলে সব পারে, যদি তার ইচ্ছেশক্তিতে জোর থাকে।
আমি এই একটা বিশ্বাসকে জীবনে পাথেয় করে প্রতিদিন নিজেকে যারা উদ্বুদ্ধ করেন, তারা বোধহয় সমাধানে অধিক নজর দিয়ে থাকেন, সমস্যা ব্যক্ত করবার চাইতে।
যদিও খিচুড়ি তে ব্যবহৃত সরঞ্জামের ছবি তুলেছি কিন্তু ঐ প্রতিটি পদের ছবি তুলিনি কারণ এই খিচুড়ি বহুবার আগেও তৈরি করেছি,
কাজেই, সে ছবি আগেই রাখা আছে।
বিদায় নেবার আগে আজকের বার্তা হিসেবে লিখে রেখে যাই, সময়ের মূল্য দিতে আমাদের সকলের শেখা উচিত, বিশেষ করে এখনও যারা সময় বিভিন্ন ভাবে অপচয় করে যাচ্ছেন!
প্রতিদিন আমাদের যেটা মনে রাখা উচিত সেটা হল, সময় একবার হারিয়ে গেলে ফিরে আসে না, কাজেই সেটাকে অপচয় না করে নিজের ভিতরের সবটুকু নির্যাস দিয়ে নিজেকে অনন্য করে গড়ে তুলুন।
জীবনের প্রতি নালিশ তারাই বেশি করেন, যারা সময়ের মূল্য দিতে জানেন না। ভেবে দেখবেন কথাটা আপনার জন্য সত্যি কিনা, একটি দিনশেষে যখন ঘুমাতে যাবেন।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর বিষয়বস্তু নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি বেশিরভাগ সময়, অনলাইন থেকে বাজারে জিনিস অর্ডার করে থাকেন। আপনার পোস্টটি পড়ে আরো অনেক কিছু জানতে পারলাম, আপনি কি-কি আজকে বাজার করেছেন!
আপনার উপরের এই কথাগুলোর মাঝে! অনেক অনুপ্রেরণার কথা লুকিয়ে ছিল।
যা একটি মানুষের ভবিষ্যতের জন্য খুবই মূল্যবান বিষয়। পৃথিবীর মানুষগুলো যেভাবে দিন বা দিন উন্নত হচ্ছে, যদি নিজেকে সবার সাথে তাল মিলিয়ে উন্নত না করা যায়,তাহলে সত্যিই এই সুন্দর জীবনটা অন্ধকার হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন দিদি, আমি নিজেকে প্রতিদিন কিছু না কিছু উন্নত করার চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Curated by : @karianaporras
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much @karianaporras mam for supporting me.💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@mdsuhagmia বিষয়বস্ত খুব যে অসাধারণ সেটা আমি মানি না, তবে দৈনন্দিন এই সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে থাকে অসাধারণ শিক্ষা, বার্তা, যেটা আমরা অনেকেই খোঁজার চেষ্টা করি না, তাই একঘেঁয়ে হয়ে ওঠে রোজকার কাজ, জীবন আর সঙ্গে লেখায় তার উপস্থাপন।
ভালবাসা এবং আগ্রহ না থাকলে কোন কিছুই রপ্ত সম্ভব নয়, তাই চেষ্টা করি প্রতিনিয়ত শেখার।
আমি নেহাত সাধারণ একজন শিক্ষার্থী।
প্রতিনিয়ত শেখার প্রয়াস করে চলেছি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহু আগেই তাঁর লেখায় বলে গিয়েছিলেন
কাজেই, প্রতিনিয়ত শিক্ষা নামক রতন খুঁজে বেড়াচ্ছি সেটা জীবনের হোক অথবা পুঁথিগত!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর একটি মূল্যবান উত্তর দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Curated by : @karianaporras
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@karianaporras my dear friend, appreciated your encouraging support!😍💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো! আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং সময়ের মূল্য দেওয়ার যে চিন্তাভাবনা, তা সত্যিই প্রশংসনীয়। আপনি যেভাবে প্রতিদিনের কাজগুলি সুচিন্তিতভাবে সামলান এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করেন, তা অনেকের জন্য প্রেরণাদায়ক। খিচুড়ি তৈরি এবং অন্যান্য রান্নার সময় আপনার সময় ব্যবস্থাপনা খুবই সন্তোষজনক।
আপনার বিশ্বাসটি যে, একটা মানুষ চাইলে সব পারে, যদি তার ইচ্ছাশক্তিতে জোর থাকে, তা সত্যিই শক্তিশালী। আমি পুরোপুরি একমত যে, সময়ের মূল্য দেওয়া আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান এনে দিতে পারে। আশা করি, আপনি আরও অনেক সুন্দর কাজের উদাহরণ দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ আপনার এই সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@samima1 আসলে আমরা প্রত্যেকেই ব্যক্তি হিসেবে পৃথক এবং আমাদের বেড়ে ওঠার পরিবেশ তথা শিক্ষাও ভিন্ন।
তাই হয়তো আমাদের কাজের ধরনে তার প্রভাব সুস্পষ্ট।
আমি শুধু ভাবী না, আর লাভ লোকসানের হিসেব কষে কাজ কোনোদিন করিনি।
পড়াশুনা থেকে চাকরি এবং এখানেও যতদিন কাজ করছি সবটাই আন্তরিকতা সহ শেখার আগ্রহ নিয়ে।
দায়িত্ববোধ থেকে যেগুলো করবার সেটাও করে চলেছি, সেটা ব্যক্তি জীবন হোক অথবা কর্ম জীবন।
কি পেলাম? অন্যেরা অনেক পাচ্ছে, আমি পাচ্ছি না! এগুলো নিয়ে কোনোদিন ভাবিনি, বরঞ্চ আমার কোথায় নিজেকে উন্নত করবার প্রয়োজন সেটাই মূল লক্ষ্য হিসেবে দেখে থাকি।
আপনি নতুন, কথাগুলো হয়তো বুঝতে অথবা মানতে অসুবিধা হতে পারে, কিন্তু যারা আমার সাথে সুদীর্ঘ্য পথ পাড়ি দিয়েছেন তারা জানেন, আমার কথাগুলোর মধ্যের সত্যতা।
ভালো থাকবেন! নমস্কার!🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit