শেষ ইচ্ছে! Last wish!

in hive-120823 •  yesterday 
1000050376.png

শেষ ইচ্ছে!( Last wish!)

হ্যাঁ! আমি শারীরিক ভাবে
এখনো জীবিত!
অন্তরের অনুভূতিগুলো
সকলই আমার মৃত।

বেঁচে থাকার সংজ্ঞা
আছে কি কারো জানা?
জমা বেদনা সব অন্তরালে,
মুখ খুলতে মানা!

হাসির আড়ালে লুকোনো
রয়েছে মোর মৃত মন;
হারিয়েছি একে একে সকলকে,
যত ছিল স্বজন।

প্রত্যহ নিজ শরীরকে
তিল তিল করে করছি শেষ;
মন যদি নাই বেঁচে থাকে,
এই সিদ্ধান্তই বেশ।

পালিয়ে বেঁচেছে সকলে
একে একে আমার থেকে;
একরাশ স্মৃতি আর,
দগদগে ক্ষত রেখে।

সব শেষ হয়েছে আজকের এই দিনে;
একলা করে হারিয়ে গেছে আমায় না চিনে!

কানে ভাসে আজও তোর কণ্ঠস্বর...
সেই ডাক, সেই মায়া, এখনও অবিনশ্বর!

অশ্রু আজও বাঁধ মানে না;
বোঝালেও কোনো কথা শোনে না!

বিশ্বাস করতে নারাজ
তোর অনুপস্থিতি!
আজও একলা ঘরে, তোকেই
জানাই সকল পরিস্থিতি!

এবার শরীরকে ছুটি দাও
ডেকে নাও তব চরণে প্রভু;
শেষ ইচ্ছে নিবেদিত তব কাছে,
চাইবো না আর কিছু কভু।

সুনীতা দত্ত।

1000050308.jpg
জীবনের সূর্যাস্ত আসন্ন!

মানুষের শারীরিক মৃত্যুকে আমরা পরলোক যাত্রা অথবা পরলোকে যাত্রা আখ্যা দিতে থাকি।
তবে এই মৃত্যুতে একটি মানুষ হয়তো চিরদিনের জন্য বিদায় নিয়ে নিতে পারে, সঙ্গে সমস্ত মায়া, কষ্ট এবং আবেগ মুক্ত হতে সক্ষম হয়!

তবে, যারা শারীরিক ভাবে হয়তো সমাজের চোখে বেঁচে আছেন, তবে অন্তর থেকে মৃত, তাদের কি আখ্যা দেওয়া যায়?

এই পৃথিবীতে বহু মানুষ আছেন, যারা হয়তো আমার কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারবেন;
শরীরের মৃত্যু হয় একবার কিন্তু মানসিক অবস্থানের নিরিখে দাঁড়িয়ে যদি মৃত্যুকে বিচার করা হয়, তাহলে দেখবেন প্রতিনিয়ত আমরা মৃত্যুর সম্মুখীন হচ্ছি, কখনো বিশ্বাসে আঘাত পেয়ে, কখনো আপনজনের কাছে লাঞ্ছিত অপমানিত হয়ে;
আবার কখনও নিজের আকাঙ্খিত স্বপ্নগুলোকে পূর্ণ করতে না পারার অবসাদে।

1000050307.jpg

বেঁচে থাকা আর ভালভাবে বেঁচে থাকার পার্থক্য এই জায়গায়। বেঁচে হয়তো আমরা সকলেই আছি কিন্তু ভালভাবে কতজন বেঁচে আছি সেটাই মূল প্রশ্ন!

ভালভাবে বেঁচে থাকার মানে ব্যাংক ব্যালেন্স অথবা প্রতিপত্তি বোঝায় না, ভালভাবে বেঁচে থাকা মানে যেখানে মানসিক শান্তি আছে, স্বয়ংসম্পূর্ণতার উপস্থিতি বর্তমান, যেখানে সম মর্যাদা আছে, রয়েছে অন্যকে না ঠকানোর প্রবণতা!

মানুষকে বোকা বানানো গেলেও বোধহয় অলক্ষে থাকা সর্বশক্তমানকে বোকা বানানো সম্ভব নয়।

অন্যের সম্পদ আত্মস্বাদ করে সুখী হওয়া যায় না।
যারা সেটা করা নিজেদের চতুর ভাবেন, আসলেই তারা বোকা, কারণ পাপ এর ঘড়া ভরে গেলে পরিণত ভোগ করতেই হবে।

আজকে আমি কথাগুলো লিখছি, কারণ আমার বেশিরভাগ লেখায় থাকে জীবনের শিক্ষা।
না হারালে আসলে কেউ পাওয়ার মূল্য দেয় না, কথাটা আগেও উল্লেখিত।
তেমনি আমি সেই সর্বহারাদের দলে বলেই বোধহয়, অনৈতিক পথ অবলম্বন করা মানুষগুলোর জন্য দুশ্চিন্তায় কথাগুলো লিখে ফেলি, যেনো তাদের কোন ক্ষতি না হয়।

মানুষের অভিশাপ বড় ভয়ঙ্কর, আমার জীবনের সবচাইতে মূল্যবান সম্পর্ক আজকের দিনে আমি হারিয়েছি, এবং সেটাও বিনাদোষে শুধু অন্য মানুষের কর্ম দোষে অভিশাপ কুড়িয়ে।

আমি চাইনা কোন মানুষ অযথা নিজের দুষ্কর্মের শাস্তির উত্তরসূরী করে যাক সেই মানুষদের, যাদের কোন দোষ নেই।

শুধুমাত্র অন্যের কর্মফলস্বরূপ শাস্তি পেতে হয়েছে। যে চলে যায় তার মৃত্যু হয় একবার, কিন্তু পিছনে বেঁচে থাকা মানুষগুলোর মৃত্যু হয় প্রতিদিন।

1000010907.gif

1000010906.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

মৃত্যু শারীরিক হলেও, হৃদয়ের মৃত্যু অনেক সময় বেশি যন্ত্রনাদায়ক হয়! এই সব মৃত্যু অনেক সময় আমরা আমাদের অনুভূতি এবং স্বপ্নগুলো হারিয়ে ফেলি।
এই পোস্টের মাধ্যমে এমন এক গভীর সত্য প্রকাশ করেছেন, যা অনেকের মনে লুকানো থাকে। জীবনের সঠিক মূল্য বোঝাতে এই ধরনের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটি জীবনের এক সত্যি বাস্তবতা-আমরা হয়তো বেঁচে আছি, কিন্তু কি কারণে, কিভাবে বেঁচে আছি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার লেখা এই সব বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। বেঁচে থাকা আর জীবনযাপন করার মাঝে যে বিশাল ফারাক, সেটি আপনি চমৎকারভাবে প্রকাশ করেছেন।

এমন ধরনের লেখা পড়লে জীবনের কঠিন বাস্তবতাগুলোর সাথে মানিয়ে চলার শক্তি পেতে সাহায্য পাওয়া যায়। এটা শুধু একটি কবিতা নয়, আমি মনে করি, এটি একটি জীবনের গল্প, যেখানে একে-একে সব কিছু হারিয়ে যাওয়ার কষ্ট এবং আবেগ,ভালোবাসায় , ফুটিয়ে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি, এত সুন্দর একটি পোস্ট আমাদের কেউ উপহার দেওয়ার জন্য। আপনার জন্য সব সময় শুভকামনা রইল দিদি!

TEAM 6

Congratulations!

Your comment has been supported by THE PROFESSIONAL TEAM. We support quality posts, Original quality comments anywhere, and any tags


1000048570.png

Thank you @sduttaskitchen mam for supporting me 🙏💕

TEAM 5 :
Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

Application for community curator for February 2025 (8.5 x 3 cm)_20250130_064622_0000.png

Curated By @memamun

Loading...

শরীরের মৃত্যু হয় একবার কিন্তু মানসিক অবস্থানের নিরিখে দাঁড়িয়ে যদি মৃত্যুকে বিচার করা হয়, তাহলে দেখবেন প্রতিনিয়ত আমরা মৃত্যুর সম্মুখীন হচ্ছি, কখনো বিশ্বাসে আঘাত পেয়ে, কখনো আপনজনের কাছে লাঞ্ছিত অপমানিত হয়ে;
আবার কখনও নিজের আকাঙ্খিত স্বপ্নগুলোকে পূর্ণ করতে না পারার অবসাদে।

শরীরের মৃত্যু মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু যারা বিভিন্ন জায়গা থেকে মৃত্যুবরণ করে জীবন্ত লাশ হয়ে পৃথিবীতে বসবাস করে। তাদের মৃত্যুর যন্ত্রণা অনেকটাই ভয়ঙ্কর। প্রতিনিয়ত যেমন আমরা নিজের মনের কাছে মৃত্যুবরণ করছি। ঠিক তেমনি নিজের আপন মানুষগুলোর কাছে অপমানিত হয়ে লাঞ্চিত হয়ে, প্রতিনিয়ত নিজেদেরকে একটু একটু করে শেষ করে দিচ্ছি।

অন্যের সম্পদ আত্মস্বাদ করে সুখী হওয়া যায় না।
যারা সেটা করা নিজেদের চতুর ভাবেন, আসলেই তারা বোকা, কারণ পাপ এর ঘড়া ভরে গেলে পরিণত ভোগ করতেই হবে।

আমাদের সমাজে এমন অনেক মানুষকেই দেখেছি, যারা কিনা অন্যের সম্পত্তি ভোগ করে নিজেদেরকে অনেক বেশি চালাক মনে করে। আসলে আপনি ঠিকই বলেছেন তারা একেবারেই বোকা। তারা হয়তো বা ভুলে যাচ্ছে তাদের পাপের ঘড়া কিভাবে পূর্ণ হচ্ছে। যেদিন নিজেদের পাপ পুণ্য হয়ে যাবে সেদিন কিন্তু তার প্রায়শ্চিত্ত অবশ্যই করতে হবে। কেউ এই পৃথিবীতে করে আবার কেউ বা পরকালে।

শেষ ইচ্ছা আপনার লেখার টাইটেলটা দেখার পর সত্যিই অনেক ভালো লাগলো। সে সাথে আপনার কবিতা এবং আপনার মনের অনুভূতি সত্যিই অসাধারণ। পৃথিবীতে সবাই বেঁচে থাকার চেষ্টা করে, তবে বেঁচে থাকা আর ভালোভাবে বেঁচে থাকার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। অসংখ্য ধন্যবাদ চমৎকার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

মানুষ তো তখনই মারা যায় যখন তার অন্তর শত কষ্ট আর বেদনায় থাকে। যদিও সেই মৃত্যু হয় অন্তরের যেটা বাইরের দেহ দেখে বোঝার উপায় থাকে না। নিজের হারানো স্বজনদের ব্যাথা সব সময় যেন মেরে ফেলে আমাদের। কুরে কুরে,, ধীকে ধীকে আমরা কষ্টে দিন পার করি, যারা মৃত্যুর চেয়ে বেশি কষ্ট দায়ক।

আসলে পৃথিবীর নিয়মটায় এমন৷ চলে যাওয়া মানুষগুলোর স্মৃতি যেন বারং বার আমাদেরকে ডেকে ডেকে কষ্টটাকে বাড়িয়ে দেয়।

মানুষের অভিশাপ বড় ভয়ঙ্কর, আমার জীবনের সবচাইতে মূল্যবান সম্পর্ক আজকের দিনে আমি হারিয়েছি, এবং সেটাও বিনাদোষে শুধু অন্য মানুষের কর্ম দোষে অভিশাপ কুড়িয়ে।

এটা বাস্তব। মানুষের দেওয়া অভিশাপ লেগে যায়। হয়ত এমনটাও হতে পারে অজান্তেই আমরা অন্যদেরকে অভিশাপ দিয়ে থাকি যা হয়ত কখনও ভাবিও না। কিন্তু সেটা ব্যক্তির জন্য ঠিকই অভিশাপ নিয়ে আসে। কষ্টের সাগরে ডুবিয়ে দেয়। এজন্য কাউকে গালি দেওয়া, অভিশাপ দেওয়ার আগে একটু চিন্তা করা উচিত।

যদিও দিদি, আপনার কবিতার ভাবঅর্থ বোঝা হয়ত, আমার কর্ম নয়৷ তবুও বলু, শত বেদনা নিয়ে লিখেছেন উক্তিগুলো। আপনার জীবনের এই কষ্টগুলো কমে যাক, হারিয়ে যাক,ফিরে আসুক সোনালী দিন সেই প্রার্থনা করি৷ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জেনে রাখবনে, সৃষ্টিকর্তাকে কাউকে সব সময় কষ্টে রাখেন না৷ হয় খুব তারাতারিই সুখের দেখা মিলবে। কারণ দুঃখের পরেই সুখ লুকিয়ে থাকে।