আমার লেখা অনু কবিতা - হিসেব (poetry:-calculate)steemCreated with Sketch.

in hive-120823 •  2 years ago 
20230716_013614_0000.png

সবাইকে আনন্দ দেওয়া মানুষগুলোর ভিতরে সবচেয়ে বেশি বেদনা লুকোনো থাকে।
আসলে সেই মানুষগুলো ভালো থাকার ভান করে বাঁচে, আবার কেউ কেউ সেই হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জল।

কারণ কাঁদলেও চোখ ভেজে, আবার খুব হাসলেও; কাজেই সেই নোনতা রঙ বিহীন জলের আসল রহস্য কেবলমাত্র সেই মানুষটি জানেন।

সময়ের সাথে অনেক স্মৃতি ম্লান হয়ে যায় বলেই কথিত আছে, তবে ব্যাতিক্রম মানুষ ও আছে এই পৃথিবীতে।

আজকে একটু আগেই সম্পার সাথে কথা বলতে গিয়ে জানালাম একদম লিখতে ইচ্ছে করছে না আজকে!
কিন্তু পরের মুহূর্তেই মনে হলো এখন এটাই আমার একমাত্র বেঁচে থাকার রসদ আর আমার অবলম্বন!

কাজেই ঘড়ির কাঁটা যতই রাত একটা বেজে দশ মিনিট দেখাক না কেনো;
কিছু মনের কথা ভাগ করে তবেই বৈদ্যুতিক আলোকে ছুটি দেবো আজকে মত সিদ্ধান্ত নিলাম।

সবার জীবনের কিছু না কিছু গল্পো থাকে, আমার ও আছে এবং অনেকক্ষেত্রে তাদের মধ্যে বেশকিছু আপনাদের মাঝে তুলেও ধরেছি।
নাহ্! সহানুভূতির জন্য নয়, বরঞ্চ অনুপ্রেরণা দেবার জন্য।

জানেন, আমি এই জীবনে দেখেছি মা, বাবার ভুল কর্মফল সন্তানকে পেতে!
সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এক মহিলা অকথ্য ভাষায় গালাগাল করছিলেন এক মহিলার পালিয়ে যাওয়া স্বামীকে আর সাথে তাদের সন্তানের মৃত্যু কামনা করছিলেন।

প্রতিবাদে সেই সন্তানের মা জানতে চেয়েছিলেন সেই সন্তানের কি দোষ? শোনেননি মহিলা সেই মায়ের কথা, অভিশাপ দিয়েই চলেছিলেন।

একদিন সত্যি সেই সন্তান অকালে এই পৃথিবী ছেড়ে চলে যায়। সেইদিন বুঝেছিলাম মানুষের মুখেই জয়, আর মানুষের মুখেই ক্ষয়।

তাই আমাদের বোধহয় হিসেব করে কিছু কথা, আর হিসেব করে কিছু কাজ করার প্রয়োজন আছে।

মানুষের মনে কখনো জেনেশুনে কষ্ট দিতে নেই।
জীবনের সব পথ দিয়ে হেঁটে আজ বুঝেছি ঈশ্বরকে খুঁজতে কোনো ধর্মস্থানে যেতে হয় না, তিনি অন্তরেই বিরাজ করেন।

IMG_20230716_014819.png

আজকের এই অনুকবিতার নাম দিলাম

"হিসেব."

এখন অনেক হিসেব করে চলি!
হিসেব করে হাঁটি,
আর হিসেব করেই বলি।

ছেলেমানুষী হারিয়ে গেছে
শৈশবের আগেই!
একরাতেই বেড়ে উঠলাম
ঘুম থেকে জেগেই।

দুষ্টুমির সাথে করে আড়ি
কষ্টের সাথে ভাব..
বাস্তব শিক্ষা শুরু হলো;
তার সাথে মায়ের অভাব।

একে একে জীবন থেকে
সবাই গেলো চলে!
যাবার আগে নিল না বিদায়
গেলো না একটিবারও বলে।

একা রাতে ভাসে কেবল
হারিয়ে যাওয়া মুখ;
হারিয়ে যাওয়া শৈশব
আর আমার সব সুখ।

IMG20230715185708.jpg
IMG20230715185715.jpg

সবসময় নিজের কর্মের দায় হিসেবে শাস্তির বিধান হয় এমনটি নয়, সম্পর্কে জড়িয়ে পড়লে;
অন্যের কর্মের জন্য অনেকসময় শাস্তি পেতে হয়।

তাই জীবনে এখন বড্ডো হিসেব করে চলি আর পারতপক্ষে এখন মানুষ বুঝে মনের কথা বলি।

জীবনের অঙ্কের হিসেব এখানেই মিলিয়ে দেন সৃষ্টিকর্তা। তাই, আর যেখানেই হোক না কেনো কারোর মনে কখনোই আঘাত হানা উচিত নয়।

পৃথিবীর মতো জীবনচক্রটাও গোলাকার, যা কিছু দেবো অন্যেকে, সুদ সমেত ফিরিয়ে দেবে জীবন।
ভালো থাকার চাইতেও ভালো রাখার প্রচেষ্টা সর্বাগ্রে শেখা উচিত।

আজ অনেক রাত হয়েছে, তাই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন এই আশা নিয়ে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

"সময়টা খুব কঠিন হলেও মেনে নিতে হয়,,, একাকীত্ব টা কে জড়িয়ে ধরে বেঁচে থাকতে হয়!" এটাই হয়তো বা আমাদের জীবন আসলে জেনে শুনে কারো মনে আঘাত দিতে নেই! সৃষ্টিকর্তা তো বলেই দিয়েছেন,,, "তুমি যতটুকু দেবে তার চাইতে অধিক ফিরে পাবে।"

আসলে একাকীত্বটা মানুষের জীবনে খুব খারাপ একটা বিষয়! হয়তো বা মানুষ ভাবে যে একা থাকলে কেউ আমাকে কষ্ট দেবে না! কিন্তু মাঝে মাঝে প্রিয় মানুষের অভাব হঠাৎ করেই মনের অজান্তে চোখের কোনে জল চলে আসে! যেমনটা আজকে আপনার কবিতা পড়ে আমি বুঝতে পারলাম।

বাবা মা চিরকালের পৃথিবীতে বেঁচে থাকে না! এখন আপনার নেই,, কিছুদিন পর হয়তোবা আমারও থাকবে না! কিছুদিন পর হয়তোবা আপনি আমি সবাইকেই এ পৃথিবী ছেড়ে পরপারে চলে যেতে হবে! এটাই তো সৃষ্টিকর্তা নিয়ম মেনে নিতে হবে।

আপনার কবিতা পড়তে গিয়ে,, মনের অজান্তে চোখের কোন জল চলে আসলো,, কথাগুলোর মানে বুঝতে গিয়ে মনে হচ্ছিল,,, এই পৃথিবীতে একা একজন মানুষ কতটা অসহায়!

ভালো থাকার চাইতেও ভালো রাখার প্রচেষ্টা সর্বাগ্রে শেখা উচিত।

এই কথাটা যদি সবাই একটু মেনে চলত! তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকতো! ভালো থাকবেন আপনি,, আপনার সুস্থতা কামনা করছি সৃষ্টিকর্তার কাছে! আপনার একাকীত্বটা গুছিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার,,, তৌফিক দান করুক আপনাকে।

¡Congratulations!

This comment has been supported through the account Steemcurator06. for containing good quality content.

Curated by : @adeljose

দুষ্টুমির সাথে করে আড়ি
কষ্টের সাথে ভাব..
বাস্তব শিক্ষা শুরু হলো;
তার সাথে মায়ের অভাব।

কিছু অভাব হয়না পুরন
বাস্তব শিক্ষায় জানা,
যাবার সময় যায়না বলে
অন্তরে দেয় হানা।

হারিয়ে যাওয়া স্মৃতি গুলো
শুধুই ইতিহাস,
তারপরেও বাড়িয়ে তোলে
বেঁচে থাকার আশ।

অল্প কথায় অনেক কিছু
সাজিয়ে দিছেন ভাব,
হিসাব খাতা পূর্ণতা পাক
ঘুচে যাক অভাব।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...

¡Congratulations!

This post has been supported through the account Steemcurator06. for containing good quality content.

Curated by : @adeljose

Thank you my dear friend @adeljosefor this encouraging support 😊