@tanay123 আমার কাছে মুল ভালো লাগার বিষয়টি হলো আপনি কমিউনিটির নিয়মাবলী এখনও পর্যন্ত নিষ্ঠার সাথে পালন করে চলেছেন।
এটা অনেকেই বেশিদিন ধরে রাখতে পারে না, সময়ের সাথে দৈনন্দিন জীবনের কিছু কাজ যেমন আমরা অবহেলা করি অনেক সময়, ঠিক তেমনি ধৈর্য্য হারিয়ে ফেলতে দেখেছি এই প্ল্যাটফর্মে অনেককেই!
তবে, যদি নিজের মধ্যে থাকা এই একাগ্রতাকে আপনি বাঁচিয়ে রাখতে পারেন, এবং ভবিষ্যতেও একই ভাবে নিজের সবটা উগরে দিয়ে এখানে ধৈর্য্যের সাথে কাজ করে যান, তার ফল কিন্তু আপনি নিজেই চাক্ষুষ করতে পারবেন।
আমি নিজে কখনোই ভেঙ্গে পড়িনি এটা বললে মিথ্যে বলা হবে, তবে হাল ছাড়িনি কখনোই।
বেশিরভাগ কেউ পিছন থেকে ধাক্কা দিয়ে ইচ্ছে করে ফেলে দিয়ে নিজে এগিয়ে গেছে, অযথা আক্রমণের শিকার হয়েছি, ইচ্ছে করে ক্ষমতার অপপ্রয়োগ করেছে, এরকম নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, এই প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে।
সকলের মতই আপনার শুরুটা প্রশংসার দাবিদার, তবে আমি কি তো শেষে বিশ্বাসী।
ওই যে, কথায় আছে, যার শেষ ভালো, তার সব ভালো!
আমরা কেউ ভুলের উর্ধ্বে নই, তবে পার্থক্য হলো, কেউ ভুল ধরিয়ে দিলে তাকে বাঁকা দৃষ্টিতে না দেখে, নিজের ভুলকে শুধরে নেওয়া।
যারা সেটা পারে, তারাই শেষে জয়ী হয়, বাকিদের মত আপনার কাছ থেকেও সেই আশা রাখি, তবে ওই যে বললাম, শেষটা সব প্রশ্নের উত্তর বহন করে।
ভালোভাবে কাজ করে যান, নিজের সবটা দিয়ে, পাথেয় করে রাখুন ধৈর্য্য, সততা আর কাজের প্রতি একাগ্রতা তথা নিষ্ঠাকে।
সত্যি, আপনাকে মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই কারন আপনি আমাকে কমিউনিটিতে কাজ করার সুযোগ দিয়েছিলেন। তারপর থেকে সকল বিষয়ে আমাকে দিকনির্দেশনা দিয়েছেন এবং সব সময় সততা আঁকড়ে ধরে কাজ করার পরামর্শ দিয়েছেন।
আমিও এটাই বিশ্বাস করি যে সততার মাধ্যমে নিজের কাজ করা উচিত। পরবর্তীতেও কমিউনিটির প্রতিটা নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবো।
সত্যিই তাই, ভুল করলে সেটা শুধরে নেওয়ার মানসিকতা থাকতে হবে না হলে সেই ভুল বারবারই করে যেতে হবে। আমিও আপনার সকল পরামর্শ মেনে চলবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আেনার মূল্যবান সময় দিয়ে মতামত প্রদানের জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit