@samima1 লেখা পড়ার অভ্যেস থাকলেও আজকে আমি আপনার লেখা এখনও সেভাবে পড়ে উঠতে পারিনি, শারীরিক সমস্যা তথা সময়ের অভাবে, এরজন্য দুঃখিত।
কাশি হবার পিছনে ধুলোবালি যেমন একটা কারণ, ঠিক তেমনি আবহাওয়া পরিবর্তন ও এর জন্য দায়ী।
বাইরে বেরোলে চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করতে, আমার নিজেরও প্রচণ্ড এলার্জি ধুলোতে, তবে আমি যেখানে থাকি সেখানে ধুলোর উৎপাত বেশ কম বলে বাঁচোয়া।
আপনার কেনা প্যান্টের ছাপা আমার বেশ পছন্দ হয়েছে। বরের পকেট ভালই খসেছে! যাক মাঝেমধ্যে ঘরের বন্ধ চার দেয়ালের বাইরে বেরোতে পারলে মন ভালো থাকে।
যেহেতু, আপনি নতুন তাই পাওনার জন্য লেখা উন্নত করবার কয়েকটি টিপস্ দিচ্ছি।
এই যে জিনিষগুলো কিনেছেন, প্রতিটি জিনিসের যদি আপনি ছবির পাশে আপনার দেশের দ্রব্য মূল্য বাংলাদেশী টাকায় উল্লেখ করতেন আপনার লেখা আরো বেশি উন্নত হতো।
পাশাপশি, স্টীম এর দাম দেখা এবং সেটাও সংযুক্ত করতে পারলে আরো ভালো। এই বিষয়গুলি একটি দেশ সম্পর্কে বিদেশিদের একটি ধারণা দিতে সহায়ক।
এইরকম একাগ্রতার সঙ্গে কাজ করে যান, সময়ের সাথে নিজেকে উন্নত করুন এই আশা রাখি।
দিদি আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার সুন্দর একটি কমেন্ট করার জন্য আমার এই পোস্টে। আর আপনি বলেছেন ধুলাবালি শুধু না কাশির জন্য আবহাওয়ারও একটা কারণ হতে পারে এটা আসলেই সত্য, বর্তমানে আবহাওয়ার পরিবর্তন সেই সাথে একটু ধুলার ভিতরে যাওয়া এই দুইটা কারণ মিলিয়েই হয়তো আমার এই কাশি খুব একটা বেশি হয়ে গিয়েছে।
জি দিদি আমি আসলে এখানে তো নতুন আপনারা সবাই জানেন। তবে চেষ্টা করে যাচ্ছি ভালো মানের লেখা দেয়ার জন্য।
আমি চাই সব সময় আপনারা সবাই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন আমি সেই ভুলগুলো ধরার পরে সেগুলো দেখে নিজেকে শোধরানোর চেষ্টা করব।
পরবর্তী পোস্টগুলোতে আপনার এই টিপস আমি অবশ্যই কাজে লাগাবো।
পরিশেষে অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই দিদি আপনি হাজারো ব্যস্ততার মাঝে আমার পোস্টটি পড়েছেন এবং দেখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit