@roy.saikat স্বাগত জানাই আপনাকে এই সুন্দর প্ল্যাটফর্মে।
আশাকরি নিজের সবটা দিয়ে শেখার আগ্রহ যেমন অব্যাহত থাকবে, তেমনি আপনার পথচলা হবে সুদীর্ঘ।
তনয় আপনাকে নিশ্চই সাহায্য করবেন এখানে কোন কোন কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে সে বিষয়ে, তবুও যদি সমস্যায় পড়েন, discord জেনারেল এ কাউকে মেনসন দিয়ে সহযোগিতা পেয়ে যাবেন।
তবে শুরুতেই জেনে রাখুন কাজকে যদি সম্মান না করেন, কাজও কিন্তু আপনাকে সম্মান করবে না!
কাজেই, প্রথমেই বলে রাখি, আপনার সারা বছরের পড়াশুনার উপরে যেমন বার্ষিক ফলাফল নির্ধারিত, ঠিক তেমনি কাজের জায়গায় আপনার পরিশ্রম দিয়ে সেই অনুযায়ী যোগ্য ফল পেতে নিজেকেই পরিশ্রম করতে হবে।
আজকে প্রথম দিন, তাই কথাগুলো বলে যাচ্ছি লিখিত রূপে, আগামীতে আমার অবশ্যই আপনার সততা, নিষ্ঠা, একাগ্রতা এবং পরিশ্রমের দিকে নজর থাকবে।
শুরুর আগ্রহে যাতে ভাটা না পড়ে, সেটাই কাম্য। আপনার এই প্ল্যাটফর্মে পথচলা সুগম হোক এই কামনা করি। তবে প্রতিকূলতার কাছে হার মানবে না কখনোই যদি নিজে সৎ থাকেন।
আপনাকে যে ডেলিগেশন দিয়েছি, সেটা আপনার প্রতিদিন শুধু পোস্ট নয়, আপনি অন্যের লেখায় মন্তব্য এবং সমর্থন দিতে সাহায্য করবে, কাজেই নিজের লেখার পাশাপশি অন্যের লেখা পড়া, এবং সেই লেখায় সমর্থনের সাথে নিজের মতামত কমেন্টে করে আসবেন।
তনয় আপনাকে শিখিয়ে দেবে, এই বিষয়গুলো।
ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit