আরে একদম! ঐ ব্যক্তির নাম প্রসূন! সাংঘাতিক সেন্স অফ হিউমার! পুরোটা যাত্রায় এক কথায় মাতিয়ে রেখেছিলেন।
আমি তো সব ভিডিও দিতেই পারিনি শরীর ভাল ছিল না এতদিন বাদে বাইরে বেরোলে যা হয়।
তার উপরে আমি বেশি সঙ্গী নিয়ে ঘুরে অভ্যস্ত নই, নতুন মানুষ নতুন পরিবেশ সব নিয়ে অনেক ছবি ভিডিও দেওয়া বাকি আছে।
যদি দিতে পারি পরে, হয়তো বুঝবি কিছু মানুষ কিভাবে জমিয়ে রাখতে পারে একসাথে অনেক মানুষকে।