@mdsuhagmia আপনার লেখায় আজকে ডায়রি কম আর আপনার সাদি ভাইয়ের কথা বেশি!
এটা শুধু আপনার নয়, বেশিরভাগ ডায়রি পড়তে আমার এক ঘেয়েমি লাগে কারণ, একটা দিনের বর্ণনায় খুঁজে পাই এক ঘেয়েমি কথা!
একটা দিন থেকে কতখানি কি শিক্ষা বা রসদের জোগান পাওয়া গেল তার উল্লেখ পাওয়া যায় না বললেই চলে, আর ঠিক এই কারণে অন্য ভাষা ভাষীদের লেখা পড়া উচিত।
নিজের লেখা তথা ডায়েরি উপস্থাপন শেখা যায়।
শব্দ সংখ্যা বৃদ্ধির প্রয়াস এই কমিউনিটির বেশিরভাগ মানুষ করেন যেখানে লেখ পড়লেই বোঝা যায় জোর করে কিছু শব্দ ভয়েসে টাইপ করা!
না আছে সেখানে আন্তরিকতা, আর না আছে লেখায় গভীরতা। ঠিক সেই কারণে এখানে কিউরেটর দের সমাগম অনেক কম।
অনেকেই ভাবেন লেখা কেউ পড়েন না, কিন্তু বিষয়টা কিন্তু আদেও সেরকমটা নয়।
ধন্যবাদ দিদি, এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। পরবর্তী লেখার পূর্বে, এই বিষয়গুলো আমি মাথায় রাখবো!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit