@rubina203 সুন্দরবনে বসে বসেই আপনার লেখা পড়ে ফেলেছিলাম, তবে মন্তব্যের সুযোগ পাই নি, তারজন্য দুঃখিত।
আপনার ইচ্ছের বেশকিছু বিষয় নিয়ে যেমন আমি সহমত পোষণ করি তেমনি আপনার ইচ্ছের মধ্যে কাউকে বিশ্বাস করবেন না, এই বিষয়টিতে আমি সহমত পোষণ করি না!
কারণ কি জানেন?
বিশ্বাস করা একটা মানুষের ধর্ম আর বিশ্বাসভঙ্গ অন্য মানুষের কর্ম!
আমিও অনেক বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছি, তবে বিশ্বাস এখনও করে যাই কারণ আমি উপরিউক্ত কথাগুলো মানি।
অন্তরালে বসে একজন সবকিছু পর্যবেক্ষণ করে চলেছেন, তাই যার যেটা প্রাপ্য সে পেতে যাবে সময়মতো। নিজেকে তারজন্য বদলে ফেলা মনে হয়না উচিত।
আসলে কি দিদি জানেন আমি যতই বলি যে আমি বিশ্বাস করবো না। তার পরেও বিশ্বাস করি জানিনা সেটা কেন? আপনি ঠিকই বলেছেন উপরে একজন বসে সব কিছুই দেখছেন। তার বিচার অবশ্যই হবে। ইনশাল্লাহ আর চেষ্টা করে যাচ্ছি নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit