@isha.ish জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং প্রণাম জানাই তোমার বাবাকে।
একজন পিতার সবচাইতে বড় পাওনা হল যদি সন্তান মানুষের মতো মানুষ হয়, আর সেদিক থেকে উনি পিতা হিসেবে স্বার্থক।
আর একজন সন্তানের সবচাইতে বড় পাওয়া তার পাশে থাকা তার মা বাবার অবস্থান।
বাকি পাওয়া না পাওয়ার খেদ চিরদিন মানুষের সঙ্গে ছিল এবং থাকবে।
তোমার বাবার জন্য একজন যোগ্য কন্যার যে ভূমিকা তুমি পালন করেছো সেটা আমার মন ছুঁয়ে গেছে।
চিরদিন পরিবারের প্রতি তোমার দায়বদ্ধতা এবং ভালোবাসা অক্ষুন্ন থাকুক এই কামনা করি।