@samima1 আসলে আমরা প্রত্যেকেই ব্যক্তি হিসেবে পৃথক এবং আমাদের বেড়ে ওঠার পরিবেশ তথা শিক্ষাও ভিন্ন।
তাই হয়তো আমাদের কাজের ধরনে তার প্রভাব সুস্পষ্ট।
আমি শুধু ভাবী না, আর লাভ লোকসানের হিসেব কষে কাজ কোনোদিন করিনি।
পড়াশুনা থেকে চাকরি এবং এখানেও যতদিন কাজ করছি সবটাই আন্তরিকতা সহ শেখার আগ্রহ নিয়ে।
দায়িত্ববোধ থেকে যেগুলো করবার সেটাও করে চলেছি, সেটা ব্যক্তি জীবন হোক অথবা কর্ম জীবন।
কি পেলাম? অন্যেরা অনেক পাচ্ছে, আমি পাচ্ছি না! এগুলো নিয়ে কোনোদিন ভাবিনি, বরঞ্চ আমার কোথায় নিজেকে উন্নত করবার প্রয়োজন সেটাই মূল লক্ষ্য হিসেবে দেখে থাকি।
আপনি নতুন, কথাগুলো হয়তো বুঝতে অথবা মানতে অসুবিধা হতে পারে, কিন্তু যারা আমার সাথে সুদীর্ঘ্য পথ পাড়ি দিয়েছেন তারা জানেন, আমার কথাগুলোর মধ্যের সত্যতা।
ভালো থাকবেন! নমস্কার!🙏