সত্যি বলতে একটা সময় মনে হতো ভালোবাসার সম্পর্কে বোধহয় ভালোবাসাটাই যথেষ্ট, আর ভালোবাসা থাকার সাথে সাথে সেখানে এমনিতেই সম্মান ও বিশ্বাস থাকে।
@sampabiswas বিষয়টি একটু বিপরীত, যে মানুষগুলো অপরকে সম্মান কিভাবে দিতে হয় জানেন(ছোটো কিংবা বড়), যারা এটা শিখে বড় হয়েছেন যে বিশ্বাস অর্জন করতে প্রচুর সময় লাগে, তবে ভাঙতে এক্ মুহূর্তই যথেষ্ট;
তারাই আসলে ভালোবাসার প্রকৃত অর্থ বোঝেন।
তারা সমানাধিকার দিয়ে নিজেদের ভালোবাসা বুঝিয়ে দেন।
সেখানে ইগো থাকে না, কে কার চাইতে বেশি উপার্জন করছে, পাশাপশি তোমার, আমার এর পরিবর্তে আমাদের শব্দ প্রয়োগ শুনতে পাওয়া যায়।
লুকোচুরির খেলা থাকে না সেই ভালবাসায়, অভিমান থাকবে, অপমান নয়।
ভালবাসা তো একটা অনুভুতি, তাকে মুখে সবসময় না বলেও বাঁচিয়ে রাখা যায় উপরিউক্ত বিষয়গুলো মেনে চলতে পারলে।
আলোচনায় ঘরের মহিলাদের বক্তব্যকে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা, সবটাই ভালোবাসা আর সম্মানের রূপ সম্পর্কের ভিন্নতা অনুযায়ী।