...আমার কাটানো কিছু ব্যস্তময় সময়..

in hive-120823 •  last year 

"প্রসঙ্গঃ ভ্রমণ "

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05

রোজঃ রবিবার
০৩ সেপ্টেম্বর ২০২৩ ইং

আশা করি আপনারা সবাই ভাল আছেন । আপনাদের দোয়া ও আমিও ভাল আছি। প্রথমে জানাই Incredible India এর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন।এই কমিউনিটিতে আজকে আমি আপনাদের সামনে আমার প্রথম পোস্ট নিয়ে আসলাম। তাহলে চলুন আমার কাটানো ব্যস্তময় সময়টুকু জেনে নেওয়া যাক।

সকালবেলা ঘুম ভাঙলো এক খালাতো ভাইয়ের ডাকে। কারণ আজকে খালাতো ভাইয়ের কলেজ দেখতে যাব। তার ডাক শুনে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড় ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে চলে গেলাম তার সাথে। তার সাথে একটুখানি হাঁটার পর এই রাস্তার পাশে দেখতে পেলাম একটি ভ্যান ।

IMG_20220409_091156.jpg

লোকেশন

তাই সেটার মধ্যে দুজনের উঠে সেই কলেজের দিকে রওনা দিলাম । তবে কলেজ যাওয়ার পথে আমাদের গ্রামের একটি ছেলেকে দেখতে পেলাম সেও নাকি সেই কলেজে যাবে । তাই তিনজন মিলে প্রায় 20 মিনিট মত পথ পাড়ি দিয়ে কলেজের সামনে এসে পৌছালাম ।

IMG_20220409_092744.jpg

লোকেশন

সেই কলেজটির নাম ছিল পার্বতীপুর সরকারি টেকনিক্যাল কলেজ এন্ড স্কুল । এরপর 3 জন মিলেই কলেজের ভিতরে প্রবেশ করলাম । কলেজ গেট দেখেই বুঝা যাইতেছে না যে কলেজটি অনেক বড়। তবে ভিতরে ঢুকে দেখতে পেলাম কলেজটি দেখতে অনেক বড় । তবে কলেজটির পাশে আরও একটি নতুন ভবন তৈরি করা হইতেছে।

IMG_20220409_092809.jpg

লোকেশন

কলেজটির ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম শহীদ মিনার ।

IMG_20220409_092932.jpg

লোকেশন

তাই শহীদ মিনারের সেখানে তিনজন মিলে চলে গেলাম । সেখানে বসে একটু আড্ডা দিয়ে নিলাম। এরপর আমার সেই খালাতো ভাই চলে গেল স্যারের রুমে । সেখানে গিয়ে সে কাজ করতে থাকলো।

IMG_20220409_092844.jpg

লোকেশন

তার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা একটু চারপাশ ঘুরে দেখলাম। চারপাশে দেখতে দেখতে হঠাৎ করেই সে ফোন দিলে । ফোন দিয়ে বলল তার নাকি কলেজের কাজ শেষ হয়ে গেছে। তাই সে আমাদেরকে কলেজের গেটের বাইরে আসতে বলল। তাঁর কথামতো চলে আসলাম কলেজ গেটের বাইরে। এরপর সেখানে আবারো দেখা হলো।

IMG_20220409_114236.jpg

লোকেশন

সেখান থেকে কিছু রাস্তা হাটার পর আমরা মেইন রোডে চলে আসলাম । সেখানে আসা মাত্রই দেখতে পেলাম আমাদের গ্রামের একটি মানুষ ভ্যান নিয়ে বসে আছে । তাই তার ভ্যান এ বসে বাসায় আসার জন্য রওনা দিলাম । অবশেষে বাসায় পৌছে গেলাম।


আশা করি আমার কাটানো সময়টুকু আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

❤️ সবাইকে ধন্যবাদ ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

@shahin05,
আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম। বলতে পারেন আপনার সম্পূর্ণ লেখাটি আমি উপভোগ করেছি।

#steemexclusive hash tag আপনি ব্যবহার করেছেন। পাশাপাশি, আপনাকে #your country name and #club5050/75/100 use করতে হবে। এবং key hash tag আপনার পোস্ট অনুসারে।

  • Minimum club5050 maintain বাধ্যতামূলক। অনুগ্রহ পূর্বক power up করুন।

  • তাছাড়া শুধু মাত্র, general post এর ক্ষেত্রে ১০% beneficiary set করতে হবে meraindia তে।

আপনাকে অনুরোধ করব, আমাদের কমিউনিটির ডিসকর্ডে যুক্ত হওয়ার জন্য। আশাকরি, অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন।
Discord join link

ওকে ভাইয়া।
সবকিছু জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ

❤️❤️

আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনি খুব সুন্দর একটি দিন কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার কার্যবলী আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি চাইলে কমিউনিটি ডিসকর্ড সার্ভারে জয়েন হতে পারেন। সেখানে দক্ষ মডারেটরগণ আপনাকে অনেক হেল্প করবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

প্রথমেই আপনাকে স্বাগতম জানাই আমাদের কমিউনিটিতে। আশা করি আপনি আমাদের কমিউনিটিতে নিয়মিত যুক্ত থাকবেন।

আপনি খুব সুন্দর ভাবে আপনার একটি দিনের কার্যকলাপ উপস্থাপন করেছেন। আপনার লেখার মানটি খুবই চমৎকার ছিল। আপনার লেখা পড়ে আমার বেশ ভালই লেগেছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ও গোছালোভাবে একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া