গোধূলী সন্ধ্যায় নদীর সৌন্দর্য

in hive-120823 •  last year  (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

হ্যালো বন্ধুরা,, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি। আজকে আমি আপনাদের মাঝে সন্ধ্যা বেলার নদীর অপরূপ সৌন্দর্য শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

received_2405598376289102.jpeg

সন্ধ্যাবেলা

সন্ধ্যা বেলায় নদী এবং সূর্যের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে, তাও যদি হয় নদীর ধারে গ্রামের পরিবেশে। আমি গ্রাম অত্যন্ত ভালবাসি এই গ্রাম আমার স্বপ্ন। আমার অতীতের বেস কিছু স্মৃতি মনে পরে এই নদীর ধারে আসলে।

আমি প্রায় দীর্ঘ দিন পরে বাড়িতে এসেছি। এই বার মনে হয় বাড়িতে বেস কয়েকদিন থাকতে হবে। ইতিপূর্বে বেশ কয়েকদিন পার করে ফেলেছি। আজ বাড়ীতে কয়েকদিন হলো এসেছি কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয় নি।

আমি বাড়িতে এসেছি এই কথা অনেকে বন্ধু বান্ধব জানে ও না কিন্তু বাড়ির পাশে এক বন্ধু ওই বাড়িতেই থাকে। আমার ওই বন্ধু আমাদের গ্রামের হাই স্কুলে ওর জব হয়েছে। স্কুল যেহেতু আমাদের গ্রামেই সেহেতু ও গ্রামেই থাকে।

আমি দীর্ঘদিন হলো বাড়িতে আসার পরে যেহতু বাড়ি থেকে বের হচ্ছিলাম না। ঠিক সেই মূহুর্তে আমার ওই বন্ধু বলল চল আজ বিকেলে নদীর ধারে যাবো। ওর কথাটা আর ফেলতে পারলাম না তাই বিকেলে নদীর দিকে রওনা হইলাম।

গ্রামের বিকেলের পরিবেশ টা আসলে কত সুন্দর হতে পারে তা আমি এই দু'চার লাইন লিখে শেষ করতে পারবো না। বিকেলের রৌদ্রময় সময় একটু কষ্ট হলেও কিন্তু অনেকটা স্বস্তি আছে।

কারণ গ্রামে বিকেলে নদীর ধার, আমার কাছে কোনো পর্যটক কেন্দ্র থেকে ও কম মনে হয় না। গ্রামের মুক্ত হওয়ার যখন আপন শরীর এ প্রবেশ করে তখন আমার থেকে বেসি সুখী মানুষ আর কেউ নেই।

তো যাই হোক আমি ও আমার বন্ধু দু'জন মিলে হাঁটি হাঁটি পা পা করে গ্রামের পথ ধরে চললাম নদীর দিকে। নদীতে নাকি নতুন জোয়ারের পানি নদীতে প্রবেশ করছে। এই বিষয়টি সোনার পরে আমার অনেক ভালো লাগলো।

received_224192350379203.jpeg

অবশেষে আমরা দু'জন নদীতে এসে পৌঁছালাম। তৎক্ষণাৎ সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। প্রথমে আমি ভেবে ছিলাম অনেক গরম মনে হয় লাগবে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা।

নদীর ভিতর হালকা বাতাস। সেই বাতাস গুলো যেন আমার প্রাণে দোলা দিয়ে যাচ্ছে। মন প্রাণটা শীতল হয়ে গেল। নদীতে জোয়ারের পানি ধিরে ধিরে এসে পড়ছে এবং নদীর উপর দিয়ে বয়ে চলেছে হালকা বাতাস।

নদীতে হালকা বাতাসে ঢেউ এবং হালকা স্রোতের কারণে নদীর ঢেউ গুলো কিনারায় এসে পড়ছে। আমি ছোট বেলায় এই নদীতে অনেক সময় পার করে এসেছি।

কখনো সবার সাথে মাছ ধরতে এসেছি, আবার কখনো গোসল করার জন্য নদীতে নেমেছি। আবার কখনো কখনো তো নৌকা বাঁইচ দিয়েছি এই নদীতে। এই নদী নিয়ে স্মৃতির কথা বলে শেষ করতে পারবো না।

আজকে আমি আমাদের মাঝে এই নদীর স্মৃতির কথা গুলো আপনাদের সবার মাঝে এভাবে শেয়ার করবো তা কখনো ভাবি নি। হঠাৎ করে নদীতে ঘুরতে এসেছি তাই সব বিষয় মনে পড়ে গেল।

নদীতে বেস কিছু সময় পার হয়ে যাচ্ছিল। সূর্য মামা ও তার ধীরে ধীরে তাঁর নিজের আপন শক্তিতে অস্ত যাচ্ছে পশ্চিমের আকাশে। সূর্য অস্ত যাওয়া নদীর পাশ থেকে দেখতে আমার কাছে অনেক চমৎকার লাগছে।

received_921819042264278.jpeg

সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে

সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে আর সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে সন্ধ্যা বেলায় নদীর মাঝে। এরূপ প্রাকৃতিক সৌন্দর্য সবসময় চোখে পড়ে না।

আমাদের এই নদী এক সময় খরস্রোতা নদী ছিল। আমাদের এই নদীর নাম হলো হুরা সাগর। এক সময় এই হুরা সাগরে নানা রকম ইঞ্জিনচালিত নৌযান চলাচল করত।

কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে গিয়েছ। এখন এই নদীতে ধান উৎপাদন করা হয়ে থাকে। একদিকে যেমন কৃষক লাভবান হয়েছে অন্য দিকে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে।

এখন আমাদের দেশের অধিকাংশ নদ-নদী এরূপভাবে ভরাট করা হয়েছে এসব জমি যেন কৃষি জমিতে রূপান্তরিত করা হয়েছে।

এখানে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান কৃষক হলেও প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছেন। এই প্রকৃতি আমাদের উপর একসময় ভয়ংকর আঘাত আনবে।

যাই হোক নদীতে দীর্ঘ সময় আমি এবং আমার বন্ধু অবস্থান করেছিলাম অনেক ভালো সময় পার করলাম।

আমাদের সবার উচিত হবে আমাদের ফ্রি সময়গুলোকে পরিবার, বন্ধু, বান্ধব কে নিয়ে নদ নদী এবং প্রকৃতির মাঝে সময় কাটানো। তাহলে আমাদের সুস্থ দেহ সুন্দর মন গঠনে বিশাল ভূমিকা রাখবে।

প্রিয় বন্ধুরা আমার লেখার বিষয়বস্তু এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

DeviceName
AndroidRedmi 5A
CameraRedmi 8 pixel
LocationBangladesh 🇧🇩
Short by@shahinalam12
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনারা দুই বন্ধু নদীর পাড়ে গিয়ে এই সৌন্দর্য টা উপভোগ করেছেন,,,, আসলে সূর্যাস্ত ডুবে যাওয়ার সময়,,, যে সৌন্দর্য আমরা দেখতে পাই। সেটা আসলে সচরাচর দেখা যায় না।

আপনারা ভেবেছেন হয়তো ওখানে অনেক বেশি গরম হবে। কিন্তু ওখানে গিয়ে আপনারা বুঝতে পারলেন,,,, বিষয়টা সম্পূর্ণ আলাদা।

গোধূলি বিকেল বেলা নদীর পাড়ে সৌন্দর্য টা দেখে বেশ ভালো লাগলো। অসম্ভব সুন্দর একটা দৃশ্য আজকে আপনি আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,,,, ভালো থাকবেন।

আপনার সুন্দর মন্তব্যর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। ভালো ও সুস্থ থাকবেন।

সূর্য যখন অস্ত যায় তখনকার দৃশ্য টা আসলেই অনেক সুন্দর লাগে ৷ তারপর আপনারা দুই বন্ধু সেই বিকেল বেলার দৃশ্য গুলো উপভোগ করেছেন ৷ আর সাধারনত নদীর পাড়ে অনেক ঠান্ডা হয়ে থাকে শীতল হাওয়া বাতাস বয়ে থাকে ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

This post has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines for June 2023
Curated by - @goodybest

Thank you