তিস্তা নদী ভ্রমণের কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করছি।
আমরা দুজনে মিলে কয়েকদিন ধরে চিন্তা করছিলাম কোথাও বেড়াতে যাব । এর মধ্যে আমার ননদ ও তার হাজব্যান্ড ও তার দুই মেয়ে আমাদের বাড়িতে চলে আসে।
তারপর একদিন প্ল্যান করলাম যে তিস্তা নদী নৌকা ভ্রমণে যাব। দুই এক দিন পর আমরা চলে গেলাম তিস্তা নদী নৌকা ভ্রমনে।
আমি আমার হাসবেন্ড রেডি হলাম তারপর আমার ননদের বাচ্চাদেরকে রেডি করলাম। আমার ননদ ও তার তার হাজব্যান্ড রেডি হচ্ছিল আর আমরা সবাই তাদের জন্য আমাদের বাড়ির উঠানে অপেক্ষা করছিলাম। আপু দুলাভাই ঘর থেকে বের হয়ে আসলে আমরা গেটের কাছে ছবি তুলি।
তারপর আমরা যাত্রা শুরু করলাম। সবাই মিলে একটা গাড়িতে উঠলাম অনেক মজা করতে করতে আমরা চলতে লাগলাম। সবাই মিলনে আনন্দ করতে লাগলাম । রাস্তায় যেতে যেতে অনেক কিছু চোখে পড়ল । রাস্তার দুপাশের গাছপালাগুলো যেন অনেক সুন্দর লাগছে। অনেক গল্প করলাম । তারপর আমরা
নদীর পারে পৌছালাম।
আমরা সবাই নৌকার জন্য অপেক্ষা করছিলাম। তারপর একটা নৌকা ভাড়া করলাম । আমরা কয়জন ও সাথে আরও লোকজন উঠেছিল। সবাই মিলে অনেক আনন্দ করছিলাম ।
নৌকায় উঠে আমরা নদীর অনেক দৃশ্য উপভোগ করলাম । ননদের বাচ্চারা নৌকাতে একটু একটু ভয় পাচ্ছিল আবার আনন্দ করছিল। নাচ গান কবিতা আবৃত্তি সব মিলে সব মিলে অনেক মজা করলাম ।
আমরা সবাই নৌকার মধ্যে আইসক্রিম বাদাম খেলাম আর একটু একটু করে প্রকৃতি দেখছিলাম । ওই পারে নেমে নদীর রাস্তা ধারে আমরা দুজন হাঁটছিলাম আর গল্প করছিলাম।
আমরা সবাই নদীর ধারে হাঁটছিলাম তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল । অনেক আনন্দ মজা করলাম তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আবার নৌকা করে ফেরার সময় সন্ধ্যাবেলার সূর্য ডোবার সৌন্দর্য অনেক সুন্দর লাগছিল।
নদীর স্রোত গুলো অনেক ভালো লাগছিল। পানিগুলো হাত দিয়ে ছুঁচে ছিলাম মনে অনেক তৃপ্তি লাগছিল ।
অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আসার পথে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর বাড়িতে চলে গেলাম।
ঠিক আছে বন্ধুগণ । আজ এই পর্যন্তই, আবার অন্য কোন দিন আবার অন্য কিছু অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।
অনেক সুন্দর সময় অতিবাহিত করেছে আন্টি। তোমাদের সবাইকে দেখে সত্যি খুবই ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর করে পুরো পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর মুহুর্ত উপভোগ করেছেন আপনার। এবং প্রথম প্রথম এমন লেখা উপহার দিবেন ভাবতেই পারিনি। যাক ভালোই লাগলো আপনার পোস্ট পড়ে, এমন সদস্যকে সব জায়গায় মুল্য দিবে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। গুড বায়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Curated by - @yousafharoonkhan
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit