হ্যালো বন্ধুরা,
প্রথমে জানাই আসসালামু আলাইকুম/আদাব।আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ
আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।
#বন্ধুরা আমার ফটোগ্রাফি করতে অনেক ভালই লাগে।আজকে আপনাদের মাঝে আমি কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করব আশা করি আপনাদের ভালই লাগবে।
প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে ভালই লাগে। গাছ গাছালির দৃশ্য পাখিদের কল কল ধ্বনি সুমধুর লাগে।
আমাদের পুকুর পাড়ের আমগাছটা ও সাথে পুকুরের পানি দেখতে ভালই লাগছিল।
বাড়ি রাঙ্গিনায় বরই গাছটা দেখতে অনেক সুন্দর লাগছিল। শীতের মিষ্টি রোদ যেন বড়ই গাছে জল জল করছে দেখতে অনেক ভালই লাগছিল।
বরইগুলো খেতেও অনেক মজা। আমার বড়ই খেতে মজাই লাগে।
আমি বাড়ির পুকুরপাড়ের দিকে গেলাম গিয়ে দেখি বাড়ির হাঁসগুলো খেলা করছিল পুকুরের মধ্যে হাঁস গুলো দেখতে ভালো লাগছিল। হাঁস গুলো দেখতে দেখতে আমি ওদের একটা ছবি তুলে ফেললাম।
তারপর একটু সামনের দিকে গেলাম।সামনে যেতেই চোখে পড়লো ধানক্ষেতের মনোরম দৃশ্য যা আমি মুগ্ধ হয়ে দেখলাম। ধান ক্ষেতের মধ্যে গাছগুলো সুন্দর লাগছিল।
তারপর চোখে পড়ল ধান ক্ষেতে কয়েকজন কৃষক ধানক্ষেতে ধান বীজ রোপন করছে। ধান ক্ষেতের সাথে বাড়িগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল।
তারপর চোখে বলল পুকুর পাড়ের বেড়ার উপর দিয়ে সবুজ গাছপালা ও ভুট্টার ক্ষেতের সবুজ সবুজ গাছগুলো। যা দেখে মনে হয় যেন সবুজে সমারোহ।
পেঁপে গাছটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আমার ভালো লেগে যাওয়ায় আমি একটা ছবি তুললাম।
সন্ধ্যায় পুকুরের পানিতে মনে হয় সূর্যটা ডুবে যাচ্ছিল যা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমি হাঁটতে হাঁটতে দৃশ্যটা উপভোগ করছিলাম।
সন্ধ্যার আকাশটাও কিন্তু দারুন লাগছে। সৌন্দর্যটা দেখার মত ছিল।
সৌন্দর্যের পূজারী সবাই। প্রকৃতির সৌন্দর্য আমাদের সকলেরই ভালই লাগে। আমার সন্ধ্যার আকাশ যেমন ভালো লাগে ঠিক তেমনি রাতের চাঁদের আলো ও অনেক বেশি ভালো লাগে।
বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে অন্য কোনদিন অন্য কিছু ভালোলাগার অভিজ্ঞতা নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার জন্য। আল্লাহাফেজ।
আপনার পোস্ট আপনি গ্রামের কত সুন্দর অনেক ফটোগ্রাফি করছেন।
আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনার পোস্ট পড়ে এবং ফটোগ্রাফি গুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমেন্ট না করে আর থাকতে পারলাম না। এরকম বরই গাছের বরইগুলো এক কথায় অসাধারণ। এখন অনেক বরই নেমেছে। এগুলো আমার পছন্দ হয়না। আপনার দেয়া উঠানো গাছগুলো এখন আর সচরাচর পাওয়া যায় না আমাদের এদিকে। বাট এসব গাছের বরইগুলো অসাধারণ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Curated by - @radjasalman
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit