মানুষ স্বভাবতই প্রশংসা প্রিয়। প্রশংসা পেতে কে না চায়। তাই যে কাজ করলে সে প্রশংসা পাবে বা শান্তি পাবে সে কাজের দিকেই মানুষ বেশী ঝুঁকে পড়বে এটাই স্বাভাবিক। একারণে ছোট বয়স থেকেই বাবা-মায়েদের উচিত সন্তানদের প্রতিটি ভালো কাজে উৎসাহিত করা।
শিশুরা অণুকরণপ্রিয়। আপনি যতই বলেন যে এটা ভালো কাজ এটা করবা আর এটা খারাপ কাজ এটা করবা না। তারা কখনোই সেটি শুনবে না। আপনি নিজে যদি ভালো হোন। আপনার দেখাদেখি সেও ভালো কাজের প্রতি উৎসাহিত হবে। কাউকে সাহায্য করলে বা কারো সাথে খাবার শেয়ার করে খেলে শিশুদের প্রশংসা করুন। যেনো ভবিষ্যতে আবার সে এমন করে। এছাড়া মাঝে মাঝে ভালো কোন কাজ করলে ছোট খাটো গিফটেরও ব্যবস্থা করতে পারেন। এতে সে আরও আগ্রহী হয়ে উঠবে।
শুধু শিশুদের নয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও এটি খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটি অফিসের বস।আপনার আন্ডারে কয়েকশো কর্মী কাজ করে। এদের মধ্যে যে ভালো কাজ করে তাকে অবশ্যই অনুপ্রেরণা দিতে হবে। তার কাজকে সবার সামনে তুলে ধরতে হবে যাতে বাকীরা তার মতন হওয়ার স্বপ্ন দেখে। এতে করে যেমন ঐ ব্যক্তির কাজের গতি আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি বাকীরাও কাজের প্রতি মনোযোগী হবে।
অন্যদিকে, আপনি যদি ভালো কাজে প্রশংসা না করেন।সমস্ত কৃতিত্ব নিজে নেওয়ার চেষ্টা করেন। আবার ভুল হলে তাকেই বকাবকি করেন। তাহলে কিন্তু সেই ব্যক্তির কাজ করার স্পৃহা হারিয়ে যাবে। ম্যানেজমেন্টের দায়িত্বে থাকলে আপনি আপনার কর্মী বাহিনী কীভাবে পরিচালনা করবেন তার সম্পূর্ণ দ্বায়ভার আপনাকেই নিতে হবে।
এছাড়াও আমাদের পরিবেশে অসংখ্য সৎ মানুষ রয়েছে। যারা বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায়। তাদেরকেও এসকল কাজে উৎসাহিত করতে হবে। ভালো কাজের মূল্যায়ন যে টাকা দিয়ে করতে হয় বিষয়টা এমন নয়। আপনার একটি 'ধন্যবাদ' বলা টাও অনেক সময় মূল্যায়নের কাজ করতে পারে। একটি অনুপ্রেরণামূলক কথা মানুষের মনে অনেকটাই ইতিবাচক প্রভাব ফেলে।
আমাদের চারপাশ অসৎ কাজে পরিপূর্ণ। ইচ্ছায়-অনিচ্ছায় মানুষ জড়িয়ে পড়ছে নানা অনৈতিক কর্ম-কান্ডে। এর মধ্যে গুটি কয়েক ভালো কাজ যারা করে থাকেন, তাদের সাধুবাদ জানানো উচিত। প্রতিটি ভালো কাজের মূল্যায়নের মাধ্যমেই হতে পারে আরেকটি ভালো কাজের সূত্রপাত।
আসলে আপনার কথার সাথে আমি সহমত যদি কেউ ভালো কাজ করে সে ভালো কাজকে যদি আমরা সবার সামনে নিয়ে আসে তাহলে তার মনের ভিতর আসলেই খুশি কাজ করবে।
আজকে আমি ভালো কাজ করেছি বলে সে আমার সবার সামনে তুলে ধরেছে, এবং এই ভালো কাজ দেখে আরো মানুষেরা চেষ্টা করবেন নিজেকে ভালো করে কাজ করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আজকের পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।। এটা একদম সঠিক প্রশংসা শুনতে আমাদের সকলেরই অনেক ভালো লাগে।। তাই আমাদের উচিত ভাল কাজের প্রশংসা করা আর আমরা ভালো কাজ করলে আমাদের দেখা থেকে অনেকেই ভালো কাজ করবে শুধু প্রাপ্তবয়স্ক না শিশুরাও যেমনটা আপনি বলেছেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো মন্দ নিয়েই আমাদের জীবন। অনেকে নিজের স্বার্থ হাসিল করার জন্য খারাপ কাজ করে। আবার অনেকে সকলের জন্য ভালো কিছু করার চেষ্টা করে। আমাদের সকলের উচিত যারা ভালো কাজ করে তাদের উৎসাহিত করা। তাহলে তারা আরও ভালো কাজ করতে পারবে। অনুপ্রেরণা কারনে অনেকে ভালো কাজ করে এমন উদাহরণ বহু আছে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit