ধনী হতে কে না চায়? আমিও তার ব্যতিক্রম নই। মাঝে মাঝে আমার মনে হয়, ইস! আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি কত কিছুই না করতে পারতাম। মনের সকল ইচ্ছা চাইলেই পূরণ করে ফেলতাম। শুধু মজা আর মজা। পায়ের উপর পা তুলে শুধু খরচ করতাম।
পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির নাম আমরা অনেকেই জানি 'ইলন মাস্ক'। তার সম্পত্তির পরিমাণ আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে চিন্তা করাও অনেক কঠিন হয়ে যাবে। আমরা শুধু দেখি লোকটির কত টাকা। আর ভাবি যে তার ভাগ্য কত ভালো সে কত টাকার মালিক। কিন্তু এই টাকা উপার্জন করতে তার যে পরিমাণ পরিশ্রম, ধৈর্য এবং ত্যাগ স্বীকার করতে হয়েছে সেটি নিয়ে আমরা কেউ মাথা ঘামাই না। তার জীবনী পড়লেই জানা যায় সে কতটা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করেন, তার চিন্তা চেতনা কতটা সুদূরপ্রসারী।বর্তমানে এমন যুগ চলছে যেখানে টাকা মানুষের সামাজিক মর্যাদা বর্ণনা করে। আপনি যদি শিক্ষিত না হন মার্জিত না হন কিন্তু আপনার যদি টাকা থাকে তাহলে দেখবেন সমাজের অনেক মানুষই আপনাকে সমীহ করে চলছে। যেটি মোটেও কোন কাজের কথা নয়। কিন্তু এভাবে চলছে সবকিছু। মানুষ যেন টাকার পুতুল। শুধুমাত্র কিছু বেশি টাকা উপার্জনের জন্য নির্দোষ মানুষের ক্ষতি করতেও তারা দ্বিধাবোধ করে না।
টাকা উপার্জন করা বা ধনী হতে চাওয়ার আকাঙ্ক্ষাটা মোটেও খারাপ কোন জিনিস নয়। আমার মতে সকলেরই উচ্চ আকাঙ্ক্ষা থাকা উচিত। জীবনে কিছু করতে হলে এবং পরিবারের সকলকে ভালো রাখতে হলে আপনার টাকা উপার্জন করা বাধ্যতামূলক। কিন্তু তার জন্য দরকার সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং পরিশ্রম। একটি কথা আমাদের সব সময় মনে রাখা উচিত সফলতার কোন শর্টকাট নেই।
তাই যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয় তাদের নীচে নামতেও বেশী সময় লাগে না। ছোটবেলা থেকে একটি কথা আমাদের প্রায় শেখানো হয়, ''অর্থ অনর্থের মূল''। এই উক্তির সাথে আমি সম্পূর্ণ একমত নই। অর্থ কখনোই অনর্থের মূল না। এটি নির্ভর করে সম্পূর্ণ আপনার ব্যবহারের উপর। আপনি যদি ধনী ব্যক্তি হন। আপনি কিভাবে এই সম্পদটি অর্জন করেছেন এবং কিভাবে এ সম্পদটি আপনি ব্যবহার করতে চান সেটি বলে দেবে আপনার এই অর্জিত অর্থ অনর্থের মূল কিনা।
উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের অন্যতম ধনকুবের রতন টাটা। যিনি সংসার ধর্ম পালন করেননি। তার অর্জিত সম্পদের বেশিরভাগই ব্যয় করেছেন মানুষের কল্যাণে। এর মাধ্যমে বোঝা যায় যে ধনী হলেই মানবতা হারিয়ে ফেলবেন এমন কোন কথা নেই। এমন বড়লোক হওয়া উচিত যেন সম্পদের পাহাড় আপনাকে অন্ধ করে দিতে না পারে।
ধনী হওয়ার ইচ্ছাটাকে নিজের মধ্যে লালন করুন। যেটি আপনাকে মানুষ হিসেবেও উপরের কাতারে নিয়ে যায়। সম্পদ খারাপ জিনিস নয়। সম্পদের উপার্জন এবং ব্যবহারের উপরেই এর ভালো, খারাপ নিহিত।
আসলে ধনী হতে চায় না কেডা প্রত্যেকটা মানুষই চাই যে ধনী হব, কিন্তু ধনী হওয়া অতটা সহজ না আপনি একটা কথা বলেছেন না যারা হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয় তারা নিচে নামতে সময় লাগে না এটা আসলে ঠিক।
আর আপনি যদি পরিশ্রম করে ধনী হন তাহলে আপনাকে জীবনেও কেউ ওখান থেকে টেনে নামাতে পারবে না এটা আমি জানি। যাইহোক আপনাকে পোস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা মুখে যত নীতি কথাই বলি না কেন মনে মনে সবাই ধনি হতে চাই। এই চাওয়ার কোন শেষ নাই। আমাদের যতই টাকা বাড়ে আমাদের চাহিদা আরো বাড়তে থাকে।
তবে তাকে ক্যামেরা কিভাবে কাজে লাগাচ্ছি এটা দেখার বিষয়।
একজন ধনী হয়তো শুধুমাত্র নিজের বিলাস টাকা খরচ করতেছেন, সেখানেই আরেকজন
ধন কুবের হয়তো বা মানুষের কল্যানে তার উপার্জিত অর্থ ব্যয় করতেছেন। এখানে অবশ্যই যে লোকটা মানুষের কল্যাণে তার বা অর্থ ব্যয় করতেছেন সেই সেরা।
আপনার অন্য রকমের একটা লেখা পড়ে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা একদম সঠিক ধনী হতে আমরা সকলেই চাই ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি নিজেও চাই।। আর হ্যাঁ বিশ্বের ধনী সম্পর্কে ইলন মাক্স কে আমি চিনি।। বর্তমান সময়ে মানুষের কোন শিক্ষার প্রয়োজন নেই যদি অত্যাধিক টাকা থাকে তাহলেই সে সবার পরিচিত সবাই তাকেই সম্মান করে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit