বাগান করা আপনার শখ এটি আমি আপনার আগের পোস্টগুলো পড়ে জেনেছি। তাই নয়নতারা গাছে তিনটির জায়গায় পাঁচটি ফুল দেখার পর আপনি যে কতটা খুশি হয়েছেন তা উপলব্ধি করতে পারছি। শার্ট আয়রন করা আমার কাছেও খুব বিরক্তিকর একটা কাজ মনে হয়। তাই যতটা পারি আমি দোকান থেকে করানোর চেষ্টা করি। আর ঠিক বলেছেন ভাই, মানুষ যে কতটা বহুরূপী হতে পারে। দাঁড়ি, টুপির লেবাস ধরে কত বড় বড় অপরাধ করে যাচ্ছে। এজন্যই বলা হয়, Don't judge a book by it's cover. যাহোক ধন্যবাদ আপনাকে আপনার দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
RE: Betterlife with steem|| A Day in my life||09 th June
You are viewing a single comment's thread from:
Betterlife with steem|| A Day in my life||09 th June
বাগান আসলে আমাকে মানসিক একটা প্রশান্তি দেয়, এই কারণে ই গাছের পরতি আলাদা একটা টান আছে। আর আমার গাছ গুলোতে যখন এমন ফুল ফোটে তখন অনেক বেশি খুশি লাগে।
আসলে মানুষ লেবাস ধরে অন্য মানুষকে বোকা বানায়, ভুলে যায় একদিন তাকে মরতে হবে। মরণের কথা স্মরণ করে না বলে মানুষ এগুলো করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit