হ্যালো বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আশা করছি আজকের দিনটি আপনাদের সকলের অনেক ভালো গিয়েছে।
আজকের দিনটি আমার ও অনেক ভালো গিয়েছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে রীতিমতো বসে পড়লাম পোস্ট লিখতে। দুইদিন আগে ই আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির এডমিন এবং মডারেটররা আমাদের মাঝে নতুন একটি কনটেস্ট উপস্থাপন করে।
তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে কনটেস্ট নিয়ে আসার জন্য। এ যাবত আমাদের মাঝে দুইটি কনটেস্ট তারা উপস্থাপন করেছিল এবং আমি দুটিতেই অংশ নিয়েছিলাম। আজকে তৃতীয় নম্বর কনটেস্টে অংশ নিচ্ছি।
Edited by Canva apps
আপনার দেশের প্রধান খাদ্যের নাম কি? |
---|
আমাদের দেশ বাংলাদেশ। আর আমাদের দেশের মানুষের প্রধান খাদ্য হলো ভাত। ধনী গরিব সবাই ভাত খেয়ে থাকে। আমরা তিন বেলাই ভাত খাই। আমরা অন্যান্য যা কিছুই খাই না কেন ভাত না খেলে যেন খাওয়া অসম্পূর্ণ হয়ে থাকে। মানে এক কথায় ভাত না খেলে পেটই ভরে না।
রেসিপি এবং এই খাদ্যে থাকা পুষ্টিমান আমাদের সাথে শেয়ার করুন? |
---|
ভাত রান্না করতে কম বেশি সবাই পারে। কারণ এর রেসিপি অনেক সহজ।
১।ভাত রান্নার জন্য প্রথমেই চাল নিতে হবে। যার যে চালের ভাত খেতে ভালো লাগে সে সেই চাল নিতে পারে।
২। এরপর চাল ভালোভাবে ধোয়ার জন্য একটি পাত্রে নিতে হবে।
৩। দুই থেকে তিনবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে।যাতে এর মধ্যে কোনো প্রকার অপদ্রব্য না থাকে।
৪। ভালোভাবে ধোয়া শেষে পাতিলের মধ্যে চালগুলো নিংড়ে দিতে হবে।
৫। ভাত রান্না রাইস কুকারেও করা যায় আবার মাটির চুলায়ও করা যায়। যার কাছে যে সুবিধাটি আছে সেটি দিয়েই রান্না করতে পারে।
৬। এরপর পরিমাণ মতো পানি দিতে হবে।
৭। এরপর এর মধ্যে তাপ দিতে হবে।
৮। কিছুক্ষণ পর ফ্যান বের হয়।
৯। পরিমাণ মতো পানি দিলে ফ্যানগুলো ফেলে দিতে হয় না ওখানেই ফুরিয়ে যায়।
১০। আরো কিছুক্ষণ তাপ দেওয়ার পরে ফ্যান সব বসে যায় এবং ভাত রান্না সম্পূর্ন হয়।
ভাত হলো শর্করা জাতীয় খাবার। শর্করা ব্যতীত এর মধ্যে অল্প কিছু আমি পাওয়া যায়। যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ভাতের মধ্যে ৭৯% শর্করা, ৬% স্নেহ, অল্প কিছু আমিষ, ভিটামিন ও খনিজ লবণ থাকে। ভাতের মাড় ফেলে দেওয়া উচিত নয়। এতে ভাতের পুষ্টিগুণ কমে যায়।
কেন আপনার দেশ এই খাদ্যকে প্রধান খাদ্য হিসেবে বেছে নিয়েছে? |
---|
প্রত্যেক দেশেরই কোন না কোন প্রধান খাবার থাকে। আমাদের দেশের মানুষ ভাত বেশি পরিমাণে খায়। ধানের উৎপাদন আমাদের দেশে অনেক বেশি হয়। সেই জন্য ভাতটাকে প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়।
আর এর মধ্যে অনেক বেশি শর্করা থাকে। যা আমাদের শরীরের প্রতিদিনের শর্করার চাহিদার প্রায় সবটুকুই পূরণ করে। এই জন্যও ভাতকে আমাদের দেশের প্রধান খাবার হিসেবে বিবেচনা করা হয়।
আর এটি একটু সহজলভ্য। যেকোনো শ্রেণী পেশার মানুষ চাল কিনে পেট ভরে ভাত খেতে পারে। আর এটি দানাদার জাতীয় খাবার হওয়ায় অনেক সময় ধরে পেটের মধ্যে থাকে। আবার সহজে ও হজম হয়। এই জন্য ও ভাতকে আমাদের দেশের প্রধান খাবার হিসেবে বিবেচনা করা হয়।
আজকের কনটেস্ট পোস্ট এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমি কয়েকজনকে কনটেস্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি @jakaria12 @enamul17 @yoyopk . আশা করছি আপনারা এই কনটেস্টে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন।
Device | Name |
---|---|
Android | Symphony,Z15 |
Camera | 13+2 MP Dual camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @shariful12 |
অনেক সুন্দর একটি রান্নার রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
যেহেতু আমরা বাঙালি তাই ভাত আমাদের প্রিয় খাদ্য। এটাও একদম সঠিক কথা ধনী-গরিব নির্বিশেষে ভাতই আমাদের তিন বেলা খাবার। একই সাথে রেসিপি সহ উপস্থাপন এবং এর পুষ্টি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ তোমাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক শুভকামনা রইলো ভাই আপনার জন্য অনেক সুন্দর একটি রেসিপি এটা রেসিপি বলা ভুল হবে আসলে যেহেতু আপনি ভাত তারপরও রেসিপি বলতে হয়।
অবশ্যই আপনি ঠিক কথাই বলেছেন প্রত্যেকটি দেশের একটা প্রধান খাদ্য থাকে আর আমাদের দেশের ভাত প্রধান খাদ্য খুব সুন্দর ভাবে ভাতের কিছু সারমর্ম আপনি আমাদের মাঝে শেয়ার করলেন সাথে সাথেই ভাত রান্নার পুরো প্রসেসটি আমাদের মাঝে শেয়ার করলেন অনেক ভালই লাগলো ধন্যবাদ আপনাকে কনটেস্ট পার্টিসিপেট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান মন্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট করে খুবই ভালো লাগলো, আপনি খুব সুন্দর একটা ভাত রান্না করার রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। তার সাথে আপনি আরো অনেক কিছু আমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছেন।
আসলে আমাদেরকে বাঙালি জাতিকে ভেতো বাঙালি বলেই সবাই চেনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আমাদের মাঝে এত সুন্দর একটি রান্নার রেসিপি শেয়ার করেছেন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সামনে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেহেতু আমাদের বাংগালীদের প্রধান খাদ্য ভাত। তাই আপনার পোস্ট টিও প্রধানের মধ্যেই ধরা যায়। ভাত সম্পর্কে সত্যিই আপনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। পড়ে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit