জবা ফুলের সৌন্দর্য ও উপকারিতা

in hive-120823 •  2 years ago 
IMG_20230804_160027.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ

সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি

হ্যালো বন্ধুরা

প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অতি পরিচিত একটি ফুল জবা ফুল নিয়ে যা আমরা সবাই
চিনি। একটা কবিতা আছে জবা ফুল নিয়ে তা হল:-

ঝুমকো জবা বনের দুল,
উঠল ফুটে বনের ফুল।
সবুজ পাতা ঘোমটা খোলে,
ঝুমকো জবা হাওয়ায় দোলে।
সেই দুলুনির তালে তালে,
মন উড়ে যায় ডালে ডালে।

এই কবিতাটির উৎস :
এই কবিতাটা আমার অনেক প্রিয়। কবিতাটি পড়ে শৈশবের সৃতি মনে পড়ে গেল। যাই হোক আজকে আপনাদের বলবো জবা ফলের প্রকারভেদ এর ঔষুধির গুনাগুন। যাই হোক এই ফুলে সহজেই দেখা যায় আমাদের এখানে রাস্তার পাশে কবরস্থানে এই ফুল গাছ দেখা যায়। জবা ফুল হল চিরসবুজ পুষ্পধারী গুল্ম। এর আরেক নাম চীনা রোজ। একটি সুন্দর ও আকর্ষণীয় ফুল হল জবা।

IMG_20230804_163144.jpg
IMG_20230804_160029.jpg

জবা ফলের জাত বা প্রকারভেদ:- মালভেসি গোত্রের পুষ্পধারী চিরসবুজ গুলম হল জবা ফুল। এই ফুল সাধারণত বর্ষার শেষে শরৎ এর শুরুতে ফুটে এমনিতেই প্রায় সারা বছরই এর ফুল ফুটে। এটি জাত ভেদে বিভিন্ন রঙের হয়ে থাকে লাল,গোলাপি, সাদা, হলুদ ও আরো হাইব্রিড আছে জাতের জবা ফুল।

IMG_20230804_163157.jpg
IMG_20230804_160029.jpg

এই ফুলের কোনো কালো জাত না থাকায় সংকরায়ন এর মাধ্যমে কালো রঙও আবিষ্কার করা হয়েছে এই ফুল মোট তেরো জাতের জবা ফুল রয়েছে। আমাদের অঞ্চলে তিন রঙের বা জাতের জবা ফুল দেখা যায়। সাধারণত শোভাবর্ধকের জন্য এই ফুল বাড়ির ছাদে গেইটের পাশে উঠানে এই ফুল গাছ লাগানো হয়। নারীরা তাদের চুলের খোঁপায় যখন এই ফুল বাঁধে তখন দেখতে অনেক সুন্দর দেখায়। এই ফুল হিন্দুধর্মালম্বিরা তাদের পুজোতেও ব্যবহার করে থাকেন।

IMG_20230804_171445.jpg
IMG_20230804_163157.jpg
IMG_20230804_163151.jpg

জবা ফুলের ঔষুধি গুনাগুন: এই ফুলের নানা ঔষুধি গুনাগুন রয়েছে। শীতকালে হাতের চামড়া উঠার জন্য আমাদের এখানে এই ফুলের রস ব্যবহার করা হয়। এই ফুল গাছের পাতার রস অতিরিক্ত চুল পড়ার জন্য বেশ কার্যকরী। নিয়মিত ব্যবহারে নতুন চুল গজায়। যাদের অতিরিক্ত মূত্র সমস্যার জন্য এই পাতার রস নিয়মিত খেলে অনেক উপকার পাওয়া যায়।

IMG_20230804_215407_256.jpg
IMG_20230804_171458.jpg

এই গাছের পাতা ও ফুলে রয়েছে এন্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধে খুবই কার্যকরী ভূমিকা রাখে। এই ফুল গাছের কচি পাতার রস ডায়রিয়ার জন্য অনেক উপকারী। এই গাছের পাতা চা উচ্চ রক্তচাপের জন্য বেশ উপকারি। এই পাতার রস নিয়মিত সেবনের ফলে ত্বক মিসৃন হয় যৌবন ধরে রাখা যায়। এই তথ্য গুলো কোনোভাবেই যোগ্য চিকিৎসা হতে পারে না। আরও বিস্তারিত জানতে একজন বিশেষজ্ঞ এর মতামত নেওয়া জরুরি।

IMG_20230804_215403_424.jpg
IMG_20230804_163157.jpg

এই ফুল বর্তমানে বানিজ্যিক ভাবে চাষ করা হচ্ছে। অনেকেই এই ফুলের চাষ করে সাফল্যের ছোঁয়া পাচ্ছে। শৌখিন মানুষেরা এই ফুলের বিভিন্ন জাত তাদের বাড়ির চাদে লাগিয়ে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করছে।

IMG_20230804_163151.jpg

IMG_20230804_155953.jpg

আজ এ পর্যন্ত বন্ধুরা। আমার লেখা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই নিজেকে ভালোবাসুন নিজের পরিবারকে ভালোবাসুন।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

জবা ফুল আমাদের সবার বাড়িতে কম বেশি রয়েছে ৷ এই জবা ফুল দিয়ে বিশেষ করে আমরা যারা সনাতন ধর্মের রয়েছি তারা এই জবা ফুল দিয়ে পূজা অর্চনা করে থাকি ৷ তার সাথে আপনার জবা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে এবং এই জবা ফুলের বেশ কিছু উপকারিতা আমাদের মাঝে তুলে ধরেছেন ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন ৷..

Posted using SteemPro Mobile

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য এবং সাপোর্ট দেওয়ার জন্য।

আপনার পোস্টটি দারুন হ্যেছে।আনেক কিছু জানতে পারলাম

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য।