মরিয়ম ফুল এক আশ্চর্যজনক ফুল।

in hive-120823 •  last year 

IMG_20231220_094146.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম।

সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
IMG_20231220_094252.jpg
IMG_20231220_094137.jpg

মরু অঞলের ফুল হল "মরিয়ম ফুল"। মরিয়ম ফুল আরব দেশের দুস্তর মরুভূমি বা সাহারা মরুভূমিতে জন্মে আমি এই প্রথম মরিয়ম ফুল দেখলাম। আমার এক আত্মীয় গত কয়েকদিন আগে সৌদি আরব থেকে আসার সময় তিনটি মরিয়ম ফুল নিয়ে আসে। সেই সময় আমার আত্মীয় থেকে আমি একটি চেয়ে নি এবং কয়েকটি ছবি তুলে নি। আজ আমি এই মরিয়ম ফুলের কয়েকটি ছবি ও এর কাজ কি তা নিয়ে আলোচনা করবো।

IMG_20231225_200159.jpg
IMG_20231225_171801.jpg

মরিয়ম ফুল মরুভূমির উত্তপ্ত রোদে শুকিয়ে একদম পাথরের মত শক্ত হয়ে যায় যখন বৃষ্টির স্পর্শ পায় তখন যেন এই ফুল আবার জীবন ফিরে পায়। আমি নিজে পানির মধ্যে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং আমি নিজেও দেখেছি শুকনো অবস্থায় একটু ছোট ছিল ভিজিয়ে রাখাতে এটি আগের থেকেও অনেক বড় হয়েছে এই ফুলের রঙ ধূসর সাদা। এই ফুল অনেক দূর্লভ সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। এই ফুল মরুভূমিতে পাওয়া যায়।

IMG_20231225_200127.jpg

এই ফুলের ব্যবহার বহুকাল আগ থেকেই হয়ে আসছে। প্রসব কালীন ব্যথা লাগব হয় বলে এই ফুলের অনেক দাম যেহেতু সব জায়গায় এই ফুল জন্মে না তাই সে ক্ষেত্রে এই ফুল বেশ চড়া দামে বিক্রি করা হয়। যদিও সৌদি আরবে বিভিন্ন মার্কেটে কিনতে পাওয়া যায়। বাংলাদেশে এই ফুল অনলাইনে বিক্রয় হয়ে থাকে। এই ফুল মূলত গর্ভকালীন প্রসব ব্যথা লাগব করতেই ব্যবহৃত হয়। যদিও এটি একটি ভ্রান্ত বিশ্বাস এর কোন সত্যতা নেই।

IMG_20231220_094154.jpg

মরিয়ম ফুলে রয়েছে প্রচুর পরিমানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাসিয়াম, দস্তা ও লোহা। বিশেষ করে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম মানব দেহের পেশি সংকোচন নিয়ন্ত্রণ করতে পারে। তবে এই ফুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই ফুল নিয়ে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে বলা হয়ে থাকে এই ফুল পানিতে ভিজিয়ে রেখে সেই পানি খেলে নরমাল ডেলিভারি হয়ে থাকে বা এই পানি খেলে নাকি প্রসব ব্যথা লাগাব হয়ে থাকে যদিও এর কোন ভিত্তি নেই।

সত্যি কথা বলতে এই ফুল শুকনো দেখেছি তাই এর আসল সৌন্দর্য কি রকম তা জানি না। তবে গুগলে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম এই ফুল শুকনো অবস্থায় সবথেকে বেশি দেখা যায় শুধু বৃষ্টি হলে এই ফুল তার জীবন ফিরে পায় তখন তার সতেজতা ফিরে আসে দেখতে সুন্দর দেখায় ।বৃষ্টি হলে এই ফুল যখন সতেজতা ফিরে পায় তখন এর বংশবিস্তারের সময় হয়ে উঠে। যাই হোক এই আমি প্রথম দেখলাম সেই আত্মীয়র সুবাদে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

আল্লাহ হাফেজ।

I am Bangladeshi. My mother's language is Bengali. I can't write well in English. That's why I prefer to write in Bengali. Hope you will love my writing. Today in my post I have discussed about the Maryam flower is an amazing flower.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মরিয়ম আমি দেখেছিলাম আমার বয়স যখন ১২ বছর। তখন আমার কাকা সৌদি আরব থেকে এই ফুল নিয়ে এসেছিল। এই ফুলের নাকি অনেক উপকারিতা রয়েছে। বিশেষ করে গর্ভধারিণী যারা থাকে বা আমাদের মত মায়েরা রয়েছে। তাদের জন্য এই ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজকে আপনি এই ফুলের বিষয়ে অনেক কিছু আমাদের সাথে আলোচনা করেছেন। এবং এই ফুলের উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন।ধন্যবাদ আপনাকে অজানা তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

বিশেষ করে গর্ভবতী মায়েদের উপকার হয় এই ভ্রান্ত ধারনা নিয়ে এই ফুল অনেক চড়া দামে বিক্রি হয়। আমিও এক সৌদি প্রবাসী ভাইয়ের কারনে এই ফুল দেখতে পেলাম। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামতের জন্য।

গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কোন ভ্রান্ত ধারণা নয়। কেননা আমি আমার চাচাতো ভাইয়ের বউয়ের ক্ষেত্রে এই জিনিসটা বেশ ভালোভাবেই টের পেয়েছি। এটা হচ্ছে মদিনার একটা ফুল। যেটা অনেক আগে থেকেই মানুষ ব্যবহার করে আসছে। বর্তমানে ও এটা ব্যবহার করে। তবে এর দাম এত বেশি সেটা আমার জানা ছিল না বা চওড়া দামে বিক্রি করা হয় সেটাও আমি জানতাম না। ধন্যবাদ বিষয়টা অবগত করার জন্য।

এই ফুল দেখার সৌভাগ্য আমার এখনো হয়নি। তবে ইন্টারনেটের মাধ্যমে সব সময় জেনেছি এর সম্পর্কে। অনেকেই ভ্রান্ত ধারণার উপরে বিশ্বাস করে এটিকে গর্ভধারণ ও প্রসব কালীন ব্যথা দূর করার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। তবে সত্যতা আমারও জানা নেই। আপনার পোষ্টের মাধ্যমে এ ফুল থেকে আরেকবার ভালোভাবে দেখার সুযোগ হলো। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

এই ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে ইন্টারনেটে অনেক চড়া দামে এক একটি ফুল বিক্রয় হয়। যদিও এইসব ধারণার কোন ভিত্তি আছে কিনা তা জানা নেই। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে সুন্দর একটা মতামতের জন্য।

আসলে আমি মরিয়ম ফুল নাম শুনেছি কখনো দেখার সুযোগ পাইনি। আপনার প্লাটফর্মে ঢুকে মরিয়ম ফুলটা দেখার পেয়ে খুব ভালো লাগছে এই মরিয়ম ফুলটা অনেক গুন আছে। এই মরিয়ম ফুলটি গর্ভধারণ ও প্রসব কালীন ব্যথা দূর করার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। তবে সততা ক্ষেত্রে আমার তেমন একটা জানা নেই আপনার পোস্টটি পড়ে যেটুকু বুঝতে পারলাম। খুব ভালো লাগলো আপনার পোস্টে মরিয়ম ফুলটি দেখে এবং এর কিছু গুনগুন সম্পর্কেও জেনে। থ্যাঙ্ক ইউ

মূলত বলা হয়ে থাকে এই ফুলের বিশেষত্ব এটাই প্রসবকালীন ব্যাথা লাগাব করার জন্য তবে এর কোন ভিত্তি আছে কিনা তা জানা নেই। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে সুন্দর একটা মতামতের জন্য।

আমি যেটা আগেও শুনেছি বা আপনার পোস্টের মাধ্যমে জানতে পেরেছি। মরিয়ম ফুল মহিলাদের প্রসরকালীর ব্যাথার সময় এই ফুলটা বেশি দরকার হয়। থ্যাংক ইউ আপনার পোষ্টের মাধ্যমে কিছু কথা শুনে আমি এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারলাম।

আপনি মরিয়ম ফুল সম্পর্কে আমাদের মাঝে আলোচনা করেছেন খুব গুরুত্ব। আমি এই ফুল সম্পর্কে অনেক আগেই জানতাম আমার সৌভাগ্য হয়েছে দেখার নিজের হাতে ভিজিয়ে পানি পান করে খেয়েছিলাম। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর রহমতে নরমাল ডেলিভারি করার জন্য এই ফুলের পানি খাওয়ানো হয়। আমি নিজেও খেয়েছি। মরিয়ম ফুল আমার এক কাছের একজন মানুষ আমাকে এনে দিয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপনার পরবর্তী পোষ্টের জন্য অপেক্ষায় থাকলাম ।

এই ফুল মূলত খাওয়া হয় গর্ভ ধারনের জন্য গর্ভাশয় শক্তিশালী করার জন্য যদিও এর কোন ভিত্তি আছে কিনা জানা নাই। তবে এর অন্যান্য উপকার রয়েছে। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে আপনার মূল্যবান মতামতের জন্য

হ্যাঁ গর্ভধারণ করার জন্য।মরিয়ম ফুলের পানি খাওয়ানো হয় কিন্তু এটা সহি হাদিস এখনো বর্ণনা করা হয়নি। আমিমানুষের মুখে শুনছি । অবশ্যই এর অনেক উপাদান আছে। অসংখ্য ধন্যবাদ

আপনি আজ এমন একটা ফুলের বর্ননা করেছেন যা আমি আমার অনেক বন্ধুর মুখে শুনেছি। এছাড়া সোসাল মিডিয়ায় কখনো কখনো এটা সুফল সম্পর্কে জেনেছি।
আজ আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানলাম।
ধন্যবাদ আপনাকে এড সুন্দর তথ্যমূলক পোস্ট শেয়ার করার জন্য।

এই ফুল বেশিরভাগ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেচা কিনা হয়ে থাকে একটি ভ্রানৃত ধারণার উপর ভিত্তি করে। আমিও আগে কখন এই ফুল দেখি নি একজনের সাহায্যে এই ফুল দেখা। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে অনেক কিছুই হয়।ভ্রান্ত ধারণা কিনা জানি না,তবে এটার অনেক চাহিদা এটুকু বুঝতে পারি।
আমার মন্তব্যে পুনরায় মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

আমি কখনো এই মরিয়ম দেখিনি কিন্তু এর নাম অনেক শুনেছি।। আজকে আপনার কষ্টের মাধ্যমে এই ফুল দেখে অনেক বেশি আশ্চর্য হয়েছি।। সেই সাথেই ফুল সম্পর্কে আরো অনেক তথ্য পেলাম যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।।

এই ফুল অনেক আশ্চর্য জনক একটি ফুল মরুভূমির তীব্র রোদে শুকিয়ে কংকাল হয়ে যায় তবে বৃষ্টির ছোঁয়া পেলে একদম সতেজ হয়ে উঠে যা সত্যি আশ্চর্যজনক। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে আপনার মূল্যআান মতামতের জন্য।

আমার এই ভুল সম্পর্কে এত বিস্তারিত জানা ছিল না ভাই।। এমনি অনেক নাম শুনতাম কখনো দেখার ভাগ্য হয়নি।। ধন্যবাদ এত সুন্দর একটি আনকমন ফুলের ফটোগ্রাফি করার জন্য।।

Loading...

মরিয়ম ফুল পবিত্র ফুল। এই ফুলের নাম কোরানের আয়াতে এসেছে। ফুলের নাম শুনলেঅ বাস্তবে দেখার সুযোগ হয় নি এখনো।

আপনার পোস্টের মাধ্যমে এই ফুল সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরে ভালো লাগছে।

ধন্যবাদ

এই ফুল নিয়ে অনেক ইতিহাস রয়েছে হযরত ইসা (আঃ) টর মায়ের নামে এই ফুলের নাম দেওয়া হয়েছে। কারন এর পিছনে অনেক আলৌকিক ঘটনা ঘটেছে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।

ভাই আমিও আমার জীবনে আজ প্রথম মরিয়ম ফুল দেখলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে। আমি মরিয়ম ফুলের নাম শুনেছি। দাদির কাছে শুনেছিলাম যে এই ফুলের বিশেষ কিছু গুণ রয়েছে। তার মধ্যে একটি আপনি বলেই দিয়েছেন। তবে এটি যে একটি ভ্রান্ত ধারণা তা বলার অপেক্ষা রাখে না।

ভাই ধন্যবাদ এমন একটি লিখার জন্য। এছাড়া আপনি মরিয়ম ফুল সম্পর্কে আমাদের বেশ কিছু অজানা তথ্য দিয়েছেন। আমি নতুন কিছু জানলাম আপনার লিখাটি পড়ে। ভালো থাকবেন ভাই। শুভকামনা রইল।

মরিয়ম ফুল আমাদের দেশের না হওয়ায় এই ফুল সচারাচর দেখা যায় না শুধু কিনতে আা প্রবাসীদের কল্যানে দেখা মিলে। এটি একটি ভ্রান্ত ধারণা এর কোন ভিত্তি নেই। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে সুন্দর একটা মতামতের জন্য।

মরিয়ম ফুল ছবি ছাড়া আমারও দেখা হয় নাই কখনো।এই ফুলের গুনাহের এর কথা আগে অনেক জায়গায় পরেছি।
কিন্তু বাস্তবে দেখা হয়নি।ধন্যবাদ এই ফুল নিয়ে এত সুন্দর করে লেখার জন্য।
বারান্দার গাছগুলোর প্রতি ভালোবাসা রাইল।শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

এই ফুল মরু অঞ্চলের হওয়ায় আমাদের এখানে কিনা ছাড়া দেখা যায় না। তবে এর গুনাগুন বেশি না কিন্তু গুজব বেশি এই ফুল নিয়ে যার কারনে এই ফুলের চড়া দাম রয়েছে। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে আপনার মূল্যআান মতামতের জন্য।

আমি মরিয়ম ফুলের কথা এই প্রথমবার শুনলাম আর এই ফুলটাকে এই প্রথমবার দেখলাম আপনার সৌজন্যে। খুবই দুর্লভ এবং আশ্চর্যজনক এই ফুল যা শুধু মরুভূমিতেই পাওয়া যায়। মরুভূমিতে জন্মায় বলেই এই ফুল শুকনো থাকলেও এর মধ্যে প্রাণ সুপ্ত অবস্থায় থাকে। জল পেলে তাই ফুলগুলো আবার সজীব হয়ে ওঠে।

আপনার মতো আমিও প্রথমবার দেখেছি এই ফুল তবে এর গুনাগুন ও ফুল সম্পর্কে অনেক আগ থেকেই জানতাম। পানি পেলে এই ফুল সতেজ হয়ে উঠে আমি নিজে পরিক্ষা করে দেখেছি। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট আপনার মূল্যবান মতামতের জন্য

আমি মরিয়ম ফুলের বিষয় অনেক কিছু শুনেছি এবং ইন্টারনেট এর মাধ্যমে দেখতে ও পেয়েছি।আর এই ফুল টার বিশেষ একটি গুন হলো এটা ঔষধি কাজ করে। ব্যথা খুব সহজে কমিয়ে ফেলে। আমাদের সাথে এতো উপকারী একটি ফুল নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

পবিত্র এই মরিয়ম ফুলটি। আমার বাসায় রয়েছে। এবং এর আশ্চর্যজনক ফল আমি নিজে পেয়েছি আমার পরিবারের অন্যান্য সদস্যরা পেয়েছে। আমার মাকে দেখতাম এই ফুলের পানি ভিজিয়ে দিত প্রসব ব্যাথা
লাগানোর জন্য। দূর দুরান্ত হতে মানুষ আসত এই ফুলের পানি নেওয়ার জন্য। অনেক উপকারী একটি ফুল। অলৌকিক গুণসম্পন্ন একটি ফুল।