পড়ন্ত বিকেলে মুঠোফোনে ধারন কৃত কিছু রেনডম ফটোগ্রাফি।

in hive-120823 •  2 years ago  (edited)

IMG_20230325_212918.jpg

হ্যালো বন্ধুরা,
আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ /আদাব
আশা করি সকলেই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সারা দিনের রোজার ক্লান্তির পর বিকেলে একটু লিখতে বসলাম। বরাবরের মত আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মুঠো ফোনে ধারণকৃত কিছু ফটোগ্রাফি নিয়ে।

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি শেষ বিকেলে ধারণকৃত কিছু ফটোগ্রাফি নিয়ে। সারা দিনের ক্লান্তির পর যখন বিকেলের দিকে একটু হাঁটতে বেরোলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে প্রকৃতিকে নিজের ফোনে ধারণ করে নিলাম এবং সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে শেষ বিকেলে ধারণকৃত ফটোগ্রাফি গুলো।

🔭GcamHero_20230325_165953_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে একটি স্কুল মাঠ আছে সেখানে যাই আড্ডা দেওয়ার জন্য ও সময় কাটানোর জন্য। যেহেতু রমজান মাস সময় একদম কাটতেই চায় না
তাই ভাবলাম স্কুল মাঠে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসলে হয়তো সময়টা ভালো কাটবে।

আড্ডা দিতে দিতে হঠাৎ করেই স্কুলের নতুন বিল্ডিং এর চিলেকোঠায় উঠে যায় সবাই এবং সেখানে বসে গল্প করতেছিলাম আর সবাই মিলে প্রকৃতিকে উপভোগ করতেছিলাম সেই সময়ে এ ছবিটি তোলা হয়েছে।ছবিতে দেখা যাচ্ছে সবুজের সমারোহ যেহেতু ছবিটা উপর থেকে তোলা হয়েছে ছবিটা তোলার সময় মনে হচ্ছিল সবুজের মাঝে হারিয়ে যাই। প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে তা ছবিটি তোলার সময় অনুভব করেছি। পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তের দিকে লাল সূর্যটা অস্ত যেতে শুরু করেছিল দেখে মনে হচ্ছিল এ যেন সবুজের বুকে লাল অপরূপ সৌন্দর্য।

🔭GcamHero_20230325_165936_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

এই ছবিটিও সেই চিলেকোঠার উপর থেকে তোলা হয়েছিল ছবিটিতে দেখা যাচ্ছে শত শত বিঘা জমির মাঝে সবুজের এক সমারোহ। ছবিটি দেখলেই বোঝা যায় সুজলা সুফলা শস্য-শ্যামলা আমাদের দেশটি আসলেই অনেক সুন্দর। হালকা হালকা বাতাসে ধান গাছ গুলো নদীর জোয়ারের মতো ডেউ খাচ্ছিল । প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পেরে অনেক ভাল লাগছিল।

🔭GcamHero_20230325_170054_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

এই ছবিটিও সেই চিলেকোঠার উপর থেকে তোলা এটি ছিলো চিলেকোঠার উপর থেকে তোলা শেষ ছবি। প্রতিটি ছবিতেই দেখতে পাচ্ছি শত শতবিঘা ফসলের জমিতে ধান চাষ করেছে আমাদের দেশের কৃষকরা। তাদের অক্লান্ত পরিশ্রমের পর। এ ফসলের জমি গুলো ফুটে উঠেছে সবুজের সমারোহে। আর ধারণ করেছে অপরূপ সৌন্দর্য।

আমাদের দেশের এই অপরূপ সৌন্দর্য দেখে কবির ভাষা মনে পড়ে গেল
তাই কবির ভাষায় বলতে হচ্ছে।

"ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক – সকল দেশের শেরা ; –
ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে-দেশ, স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
ও সে সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।
"

🔭GcamHero_20230325_175440_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.NIGHT.jpg

🔭GcamHero_20230325_175126_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

এই ছবি দুটো তোলা হয় আড্ডা শেষ করে বাড়ি ফেরার সময়। আড্ডা শেষ করে যখন হেঁটে হেঁটে বাড়ির দিকে ফিরতে ছিলাম তখন দেখলাম পড়ন্ত বিকেল হয়ে গেছে
সূর্য ডুবোডুবু অবস্থা পশ্চিম দিগন্তের দিকে। ইফতারের সময়ও ঘনিয়ে আসতে ছিল দূর আকাশে দেখা যাচ্ছিল লাল সূর্য রক্তিম আকার ধারণ করেছে। আমার সামনে ছিল ভুট্টা খেত ভুট্টা খেত সহ রক্তিম সূর্যটি আমি আমার মোটো ফোনে ধারণ করে নেই এত সুন্দর লাগতেছিল যা বলে বোঝানোর মত না।

🔭GcamHero_20230325_173228_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

তারপর আমি একটু এগিয়ে ভুট্টা ক্ষেতের কাছে যাই সেখানে গিয়ে দেখতে পাই প্রতিটি ভুট্টা গাছে ফলন এসেছে প্রতিটি গাছে দুইটি থেকে তিনটি করে ভুট্টার ছরি ধরেছেএবং প্রতিটি ছরির উপরে সুন্দর ফুল ধরেছে দেখতে খুবই ভালো লাগতেছিল

তারপর আর সেখানে দেরি না করে বাড়ির দিকে রওনা হই যেহেতু রমজান মাস ইফতারের সময়ও হয়ে এসেছিল। তাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে পরিবারের সাথে ইফতার শামিল হয়।

আজকের মত এখানেই শেষ করছি আবারো আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ফটোগ্রাফি পোস্ট নিয়ে। সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ সকলকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

প্রাকৃতিক সৌন্দর্য ভর করে আছে আমাদের বাংলাদেশের গ্রাম্য অঞ্চলে বেশিরভাগে দেখা যায় আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো খুবই মনোযোগ সহকারে উপস্থাপনা করেছেন খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে অসংখ্য ধন্যবাদ।

প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর আমাদের এই বাংলাদেশ সবুজের সমারোহ চারদিকে যেদিকে তাকাই শুধু সবুজে সবুজ।

আপনার পোস্ট পড়ে খুব ইচ্ছে করছিল মাঠ থেকে একবার ঘুরে আসি তাই চিন্তা করলাম বিকেলবেলা একটু যাব মাঠের দিকে।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।