মুঠো ফোনে ধারণকৃত কিছু লিচুর ফটোগ্রাফি।

in hive-120823 •  2 years ago  (edited)

IMG_20230501_113323.jpg

হ্যালো বন্ধুর,

আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ,
হিন্দু ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য আদাব,
এবং অন্যান্য ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য শুভকামনা রইল।

আশা করি সকলেই ভাল আছেন।মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি।

বরাবরের এর মতো আজকেও আপনাদের মাঝে এসেছি নতুন একটি ব্লগ পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের বারির লিছু গাছ থেকে তুলা কিছু লিচুর ফটোগ্রাফি। বছরের এই সময় টা সব ধরনের ফল গাছেই ফল ধরে থাকে আমার বারির পাসে বিভিন্ন ধরনের ফল গাছ দারা পরিপূর্ণ। বেশ কিছু লিচু গাছ আছে।

এই সময় টা তে লিচু ও আম বেশি ধরে থাকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার তুলা কিছু লিচুর ছবি।

IMG_20230501_113407.jpg

IMG_20230501_113241.jpg

বারির পাসে পুকুর পারে বসে ছিলাম হঠাৎই চোখে পরলো লিচু গাছের দিগে। এর আগে কখনো সেরকম ভাবে লিচু গাছের দিগে লক্ষ্য রাখা হয় নি।
আজকে যখন লিচু গাছের দিগে চোখ পরলো দেখতে পারলাম আমাদের লিচু গাছে বেশ অনেক লিচু ধরেছে।লিছু গুলো অনেক ছোটো তেমন বড় হয় নি এখনো। ছবিতে আপনারা লিচুর আকৃতি দেখতে পারতেছেন।

IMG_20230501_113254.jpg

এই সময় লিচুর রঙ সবুজ হয়ে আছে ধিরে ধিরে এগুলো লাল বর্ন ধারন করবে এবং পরিপূর্ণ রুপে খাওয়ার জন্য তৈরি হবে। সেজন্য অবশ্যই বেশ কিছুদিন সময় লাগবে কারণ মাত্র ফুল থেকে ফলে পরিণত হয়েছে।

ছবিতে আপনারা দেখতে পারছেন একটা করে ঝোকায় অনেক গুলো করে লিচু ধরেছে।

JIT_20230501_113458_lmc_8.4.jpg

JIT_20230501_113447_lmc_8.4.jpg

লিচু একটা করে ঝোকায় অনেক গুলো করে ধরে থাকে জাত ভেদে অনেক ধরনের লিচু হয়ে থাকে এবং জাতের ভিন্নতার কারনে লিচু আকার আকৃতি পরিবর্তন হয়ে থাকে।

লিচু আমাদের দেশের একটি জনপ্রিও ফল এই ফল সারা বছর পাওয়া যায় না এটি শুধু নির্দিষ্ট মৌসুমী পাওয়া যায়।অন্য কোন মৌসুমে এ ফল দেখাও যায় না।
এই ফলটি খুবই রসালো হয়ে থাকে এবং দেখতেও লোভনীয় হয়ে থাকে।

আর কিছুদিন পরেই বাজারে লিচুর ভির পরে যাবে সকলেই লিচু কিনার জন্য ভির জমাবে। এবং লিচু ব্যবসায়ীরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের কাছে লিচুগুলো কিনবে এবং বাজারজাত করে বাজারের এবং মানুষের চাহিদা মেটাবে।যেটাকে অর্থনীতির ভাষায় উপযোগ সৃষ্টি করা বলা হয়।

আর বেশি কিছু লিখছি না আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ব্লগ পোস্ট নিয়ে।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি
আর বেশি কিছু লিখছি না।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি

সকলকে ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

বর্তমান সময়ে গ্রীস্মকালীন ফল এই লিচু ফল ৷ লিচু ফল বাজারজাত করনে খুবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ বাড়িতে থাকা লিচু গাছ বলেন আর বাগানে থাকা লিচু গাছ বলেন বিক্রি করে অনেক টাকা বছেরর একবার নিতে পারবেন ৷ কারন লিচু অনেক চাহিদাময় ফল ৷ গ্রাম থেকে এই লিচু বড় বড় শহরে চলে যায় ৷ যার জন্য বাজারজাতকরনে একটু দাম বেশি পাওয়া যায় ৷

যাই হোক ভাই আপনার লিচু গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন ভাই ৷ আপনার জন্য শুভকামনা রইলো ৷

#miwcc

আসলেই আমরা সবাই জানি লিচু আমাদের খুবই প্রিয় একটা ফল। আমরা সবাই লিচু খেতে খুব পছন্দ করি।

বিশেষ করে আমার বড় ছেলে লিচু খেতে খুব পছন্দ করে। তবে ও যেটা করে,,, সেটা হচ্ছে লবণ মরিচ মাখিয়ে তারপর সে লিচু খায়। বিষয়টা দেখে আমি মাঝে মাঝে অবাক হই। কিন্তু তার সাথে খাওয়ার সময়টা যখন আমি থাকি। তখন আমিও খাওয়ার চেষ্টা করে,,, আমি খেয়ে দেখেছি‌, অনেক মজা লাগে।

আপনি আজকে দেখছি লিচুর ফটোগ্রাফি শেয়ার করেছেন,,, এবং তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আসলে আমি আপনার সাথে একটা কথা এড করতে চাই। সেটা হচ্ছে,, আপনি যদি লিচুর উপকারিতা এবং অপকারিতা। আপনার পোস্টে উল্লেখ করতেন। তাহলে কিন্তু খুবই ভালো হতো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট এবং তার সাথে বিস্তারিত আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, সৃষ্টিকর্তার সব সময় আপনাকে ভালো রাখুক। ভালো থাকবেন।

ধন্যবাদ আপু এতো সুন্দর একটি মন্তব্য করার জন্যে।
আপনার ছোট ছেলের অসাধারণ লিচু খাওয়ার রেচিপি আ্যপ্লাই করে দেখবো আমি।
আর পরবর্তী পোস্ট এ আপনার বলা কথা মানে উপকার ও অপকার উল্লেখ করে দিবো আপু

This post has been upvoted through Steemcurator09.

Team Newcomer- Curation Guidelines for APRIL 2023

Curated by - @goodybest

Thank you

ভাই আপনার লিচুর ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে। লিচুগুল এখনো কাঁচা। পাকলে দাওয়াত নিবো কিন্তু। আমাদের কমিউনিটির সবাইকে লিচু খাওয়ার দাওয়াত দিয়েন ভাই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি করার জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্যে।
লিচু পাকলে অবশ্যই দাওয়াত দিবো ভাই।আর আমার পক্ষ থেকে কমিউনিটির সকলের লিচু খাওয়ার দাওয়াত থাকলো

থোকায় থোকায় লিচু ধরেছে এই মৌসুমে। আপনি উপস্থাপন করেছেন প্রত্যেকটি লিচু। যাওয়ার সময় চোখে পড়লো তাই আমাদের সাথে শেয়ার করবেন আমাদেরকে দেখার জন্য।

আমরা দেখে অত্যন্ত খুশি হলাম এই থোকায় থোকায় লিচু ধরেছে। লিচুগুলো সবুজ রং থেকে যখন লাল রং এ প্রত্যাবর্তন করে। এভাবেই খাওয়ার উপযুক্ত হয় এই লিচুগুলো যা আপনি লেখার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

এই লিচু অনেক রসালো হয়ে থাকে। ধন্যবাদ জানাই মৌসুমের ফলগুলো দেখছি সকলেই উপস্থাপন করতেছে। ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন।