হ্যালো বন্ধুর,
আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ /আদাব
আশা করি সকলেই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সারা দিনের ক্লান্তি নিয়ে ইফতারের পর একটু লিখতে বসলাম। আজকের দিনটি মোটামুটি রৌদ্রোজ্জ্বল দিন ছিলো এবং চরা দিন ছিলো তাই প্রতিদিনের চাইতে আজকে ক্লান্তি টা একটু বেশিই আজকে ।
বরাবরের মত আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মুঠো ফোনে ধারণকৃত কিছু ফটোগ্রাফি নিয়ে।আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিকেল বেলা বিলের ধারে বসে কাটানো কিছু মুহূর্তের অনুভুতি।
প্রতিদিনের মতো আজকেও বিকেলে সময় কাটানোর জন্য বের হই।বের হওয়ার পর হাটতে থাকি বিলের দিগে বিলটি আমার বারি থেকে খুব কাছেই।তাই ভাবলাম আজকের বিকেল টা সেখানেই কাটবো। বিলটি আমাদের এলাকার সবার পরিচিত জায়গা। কম বেশি সবাই সেই বিল থেকে মাছ ধরে। সকলেই বিলটিকে সর্বজয়া বিল নামেই চিনে। এটি অনেক পুরাতন বিল।
এই ছবিটি তোলা হয়েছিলো যখন আমি বিলের ধারে আসি তখনি। ছবিতে দেখতে পারতেছেন ছোট্ট একটি সাকো যেটি পার হলেই পৌঁছে যাবো কাঙ্খিত সেই বিলের ধারে।তারপর হটতে হাটতে সাকো পার হয়ে বিলের ধারে পৌছাই। এবং বিলের আশেপাশের পরিবেশ এর সৌন্দর্য উপভোগ করতে থাকি।কি সুন্দর বাতাস বইছিলো,বিলের আশেপাশে ছোট ছোট সবুজ ঘাস গুলো দেখতে খুবি চমৎকার লাগছিল।
এই ছবিটি তোলা হয় বিলের পাড় দিয়ে হাটার সময়। ছবিতে দেখা যাচ্ছে বিলের পারের দুই পাশ দিয়ে সুন্দর সবুজ ঘাস এবং মাঝখানে হাটার রাস্তা পরেছে। বিলের পাড় পর্যাপ্ত
মোটা থাকার কারণে মানুষজন খুব সহজেই বিলের পাড় হাটা হাটির এর জন্য ব্যবহার করে থাকে।
হাঁটতে হাঁটতে অল্প একটু এগোতেই বিলের অপরপ্রান্তে লক্ষ করলাম কেউ একজন নৌকাতে উঠে মাছ ধরতেছে ।দেখে খুবই ভালো লাগলো অনেকদিন পর নৌকাতে উঠে মাছ ধরা দেখলাম।
এই যে ছবিটা দেখতে পারছেন ছবিতে দেখা যাচ্ছে বিলের ঠিক মাঝখানে ছোট্ট একটি ঘর এই ঘরটি মূলত রাতের বেলায় বিলের মাছ পাহারা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।বিলের যে পাহারাদার আছে তিনি ওই ঘরের মধ্যেই রাত্রিযাপন করে এবং মাছ পাহারা দেয়।
এই ছবিটি তোলা হয়েছে বিলের একদম শেষ প্রান্ত থেকে। যেখান থেকে সম্পন্ন বিলের সৌন্দর্য উপভোগ করা যাচ্ছিল। হালকা হালকা বাতাস বইছিল এবং সেই বাতাসে ধাক্কা পানিতে লেগে ছোট ছোট ঢেউ আসছিল এবং বিলের পাড়ে ধাক্কা লাগছিল
এবং অসাধারণ এক শব্দের সৃষ্টি করতে ছিল শুনতে বেশ ভালই লাগছিল।
এই ছবিটি বিলের বিপরীত প্রান্তের ফসলের জমির। বিলের পার থেকে বিপরীত প্রান্তের
ফসলের জমিগুলো দেখতেও খুবই চমৎকার লাগতেছিল।
সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন
আজকের লেখালেখি এখানেই শেষ করছি।
আবারও আপনাদের সাথে দেখা হবে
নতুন কোনো লেখা নিয়ে, নতুন কোন ফটোগ্রাফি নিয়ে।
ধন্যবাদ সকলকে
পুরাতন এই সর্বজয়া বিলে বিকেল বেলায় কিছু সময় কাটিয়েছেন তার এই মুহূর্তগুলো আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
দেখতে পেলাম এই সাঁকো বেশ ভালই। কাঠের এবং প্রশস্ত ও মোটা থাকায় নিশ্চিন্তে সাঁকো পার হওয়া যায়। এখানে যারা মাছ চাষ করে অবশ্যই রাত্রে পাহারা দিতে হয় কেননা অঘটন ঘটতে পারে।
এই সময় হালকা করে বাতাসের কারণে ছোট্ট ছোট্ট ঢেউ উঠে থাকে যা আপনি তুলে ধরেছেন এবং ছবিতেও বেশ ভালো বোঝা যাচ্ছে। পরিশেষে আপনার বিকেল বেলায় এই পুড়নো সর্বজয়া বিলে কিছু মুহূর্ত কাটিয়েছেন তারই ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন বেশ ভালোই লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামের প্রকৃতি বরাবরই সুন্দর। ধন্যবাদ আপনাকে, এমন সুন্দর সুন্দর আলোকচিত্র আমাদের সাথে ভাগ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপনি যে বিলে দৃশ্যগুলো আমাদের সাথে শেয়ার করেছেন অসম্ভব সুন্দর, এবং সে বিল সম্পর্কেও আমি কিছু কথা জানতে পেরেছি আপনার পোস্ট থেকে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের গ্রামে এই রকম সুন্দর পরিবেশ রয়েছে খাল বিল নদী নালা পুকুর চারপাশে রয়েছে। গাছ পালা সবুজ মাঠ ধানের জমি আরো কত কিছু। আপনার গ্রামের বিলের পাশে দিয়ে কত দৃশ্য দেখা যাচ্ছে সেই সাথে হাটা চলা ফেরা করার জন্য সুন্দর ব্যাবস্থা রয়েছে। ছবির মাধ্যমে আমি মুগ্ধ হয়েছি আপনার গ্রামকে দেখে। এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit