আমার প্রথম রমজান

in hive-120823 •  2 years ago  (edited)

আসসালামুয়ালাইকুম ওয়া রহমতউল্লাহ। সবাইকে রমজান মোবারক এর শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং রমজানের প্রথম দিনটি অনেক ভালো কেটেছে। আমারও প্রথম রমজান টি অনেক ভালো কেটেছে।

রাতের বেলায় এলার্মের শব্দে ঘুম ভাঙ্গে তারপর পরিবারের সাথে সেহরি শেষ করি।
সবাই একসাথে সেহরি শেষ করার পর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি।

তারপর সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করি। আজকের ছিল শুক্রবার জুম্মার দিন তাই তাড়াতাড়ি আযান হয়ে যায় আজান হওয়ার সাথে সাথে গোসল করে মসজিদের উদ্দেশ্যে বের হই।

🔭GcamHero_20230324_130513_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

মসজিদের দিকে হাঁটতে শুরু করলাম এমন সময় এক ছোট ভাইয়ের সাথে দেখা তারপর দুইজন একসাথে মসজিদ পর্যন্ত যাই মসজিদে যাওয়ার পর দেখতে পাই দু-একজন করে মুসল্লী মসজিদে প্রবেশ করতেছে।

IMG_20230324_130938.jpg

IMG_20230324_130955.jpg

তারপর মসজিদের ভেতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে দেখতে পাই। ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তারপর ইমাম সাহেব তার খুতবা শুরু করে দিলেন। খুতবার বিষয় ছিল রমজান মাসের ফজিলত। তিনি রমজান মাস সম্পর্কে সকল কিছু বিস্তারিতভাবে মুসল্লীদেরকে বোঝালেন। খুতবা শেষে শুরু হলো জুম্মার নামাজ। জুম্মার নামাজ শেষ করে সকলেই একসাথে মসজিদ থেকে বের হলাম।

IMG_20230324_131455.jpg

IMG_20230324_131452.jpg

মসজিদ থেকে বের হওয়ার পর সবাই যার যার মতো বাড়ির দিকে যাচ্ছিল। আমিও আমার বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। এমন সময় দুইটি ছোট ভাই এসে বলল ভাইয়া চলেন একসাথে গল্প করতে করতে বাড়ির দিকে যাওয়া যাক। সে সময় ছোট ভাইদের সাথে ক্যামেরাবন্দি হয়ে গেলাম।

🔭GcamHero_20230324_134632_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

ছোট ভাইদের সাথে গল্প করতে করতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর বাড়িতে ভালো লাগতেছিলনা তাই বাজারের দিক রওনা দিলাম
আমার বাড়ি থেকে বাজারের দূরত্ব বেশি না 10 মিনিটের রাস্তা।

বাজারে এসে হঠাৎ করেই আমার একটা বন্ধুর সাথে দেখা। তারপর দুজনে গল্প করতে করতে গ্রামের রাস্তায় মনোরম একটি পরিবেশে হাঁটতে শুরু করলাম। আশেপাশের পরিবেশ টা খুবই ছিল। হালকা বাতাস, মিটিমিটি রোদ এবং চারিদিকে সবুজের সমারোহে হাঁটতে বেশ আনন্দ উপভোগ করতেছিলাম।
অনেকক্ষণ হাটার এত সুন্দর প্রকৃতি দুই বন্ধুকে ক্যামেরাবন্দি হতে বাধ্য করল।

IMG-20230324-WA0007.jpg

হাঁটতে হাঁটতে আমরা একটি বিলের ধারে চলে আসলাম সেখানে প্রকৃতি এত সুন্দর ছিল যে সেই সময়কার প্রাকৃতিক পরিবেশের কিছু দৃশ্য আমার ফোনে ধারণ করে নিলাম

🔭GcamHero_20230324_150015_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

🔭GcamHero_20230324_150007_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

বিকেলের ঘুরাঘুরি শেষ করে বারির দিগে রওনা হই এবং ৫.৩০ এর দিগে বাড়ি ফিরি।
আর ইফতার রেডি করতে শুরু করি ইফতার রেডি করতে করতে মাগরিবের আযান হয়ে যায় এবং পরিবারের সবাই মিলে এক সাথে ইফতার শেষ করি।

আমার প্রথম রোজার দিনটি খুবি ভালো কাটলো। আমারা একে অপরের সাথে দিনটি খুব সুন্দরভাবে উপভোগ করি।আবহাওয়া থান্ডা থাকায় সারা দিন রোজা নিয়ে কাটানো সহজ ছিলো।সত্যিই দিনটি অনেক আনন্দে ছিলো।আশা করি আজকের ব্লগ পোস্ট আপনাদের সবার ভালোলাগবে।আপনাদের সকলের জন্য শুভ কামনা রইলো। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রমজান মাসে প্রত্যেকটি মুসলমানের কর্তব্য পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে রোজা পালন করা। বছর শুরুতে অনেক সুন্দর একটি দিন দিয়ে শুরু রমজান মাসের প্রথম রোজা। শুরু হয়েছে শুক্রবার সৃষ্টিকর্তা আমাদের অনেক ভালো একটি দিন শুরুতে এরকম রমজানের মাস অনেক ভালভাবে আমরা যেন রোজা পালন করতে পারি আপনার জন্যও শুভ কামনা রইল অনেক সুন্দর হয়েছে আপনার পোস্ট।

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। নামাজ ও রোজা নিয়ে আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য

তোমার প্রথম রমজানে কাটানো দিনটি পড়ে বেশ ভালো লাগলো। পরিবারের সঙ্গে সেহরি করা, তারপর আবার জুম্মার নামাজ আদায় করা, বিকেলে বন্ধুর সাথে ঘোরা এবং মাগরিবের সময় পরিবারের সাথে ইফতারে সামিল হওয়া। সব মিলিয়ে খুবই সুন্দর দিন পার করেছো। আর এই সুন্দর দিনের মতো প্রতিটি দিন হোক তোমার সুন্দর থেকে সুন্দরতর। আর হ্যাঁ রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার এবং আপনার পরিবারের জন্য রইল পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। নতুন হিসেবে আমাকে সাপোর্ট করার জন্য আপনাকে আবারো ধন্যবাদ।

আপনি আপনার পোষ্টের মাধ্যমে প্রথম রোজায় কি কি করেছেন সবকিছু আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তার সাথে সারাদিনের কর্মকাণ্ডের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ পোস্টটি করার জন্য এবং মূল্যবান একটি মন্তব্য করার জন্য। আপনার ও আপনার পরিবারের জন্য রইল পবিত্র মাহে রমজানুল মোবারকের শুভেচ্ছা।

রমজান মাস সিয়াম সাধনার মাস, এই মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মুসলমান এর উচিত এই মাসে ৩০ টা রোজা রাখা এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়া।

আপনার প্রথম দিনের রোজা রাখার যে কথাগুলো আমাদের সাথে তুলে ধরেছেন। সেগুলো পড়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আর অবশ্যই চেষ্টা করব 30 টি রোজা রাখার এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার। পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে।
আপনার জন্য শুভকামনা রইল আপু

Loading...