আমার ঈদ এর দিন

in hive-120823 •  last year 

IMG_20230423_165009.jpg

হ্যালো বন্ধুর,

আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ,
হিন্দু ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য আদাব,
এবং অন্যান্য ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য শুভকামনা রইল।
আশা করি সকলেই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে
এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

প্রতিদিন এর মতো আজকেও আপনাদের নিকট এসেছি নতুন একটি ব্লগ পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ঈদ এর দিন সকাল এবং ঈদ এর নামাজের কিছু অভিজ্ঞতা। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আমার আজকের ব্লগ পোস্টটি।

আর দেরি না করে শুরু করছি আমার আজকের ব্লগ পোস্ট।

৩০ দিন রোজা রাখার পর প্রতিটি মুসলমানদের জন্য ঈদের দিনটি অনেক আনন্দের একটি দিন হয়ে থাকে।সবাই আনন্দের সাথে উপভোগ করে থাকে।পেশাগত কারনে বাহিরে থাকা সকলেই ইদের ছুটিতে বারি আসে পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য।

আমাদের বারি হচ্ছে সীমান্তবর্তী এলাকার একটি ছোট্ট গ্রামে তাই গ্রামের অল্পসংখ্যক কিছু মানুষ ছোট্ট একটি ঈদ-গাহমাঠে ইদের নামাজ আদায় করে থাকি আমারা সকলেই।কিন্তু আমাদের মাঝে ভালোবাসার কোনো কমতি নেই। ছোট্ট গ্রাম হওয়ায় অল্পসংখ্যক কিছু মানুষ সবাই পরিবারের মতোই ঈদ এর আনান্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে থাকে।

ঈদ এর দিন সকাল সকাল ঘুম থেকে ফজরের নামাজ আদায় করি করে সকলের সাথে কিছুটা সময় আড্ডা দিয়ে বারিতে চলে আসি। বারিতে এসে পরিবারের সাথে সেমাই, আর বিভিন্ন পিঠা খেয়ে কিছুটা সময় পর গোসল করে নতুন জামা পরে ঈদ এর নামাজের জন্য রেডি হয়ে নেই।

তারপর বাবা সহ একসাথে নামাজের উদ্দেশে বের হই।ঈদ-গাহমাঠের কাছাকাছি গিয়ে দেখতে পাই সবাই পাঞ্জাবি টুমি পরে মাথে বসে ইমাম সাহেবের খুদবা শুনতেছ সেই সময় দুরবথেকে কিছু ছবি আমি আমার মুঠোফোনে ধারণা করে নেই

JIT_20230422_092732_lmc_8.4.jpg

JIT_20230422_092736_lmc_8.4.jpg
।এবং দেরি নাকরে তারাতারি মাঠে প্রবেশ করে বসে গেলাম। প্রচন্ড রোদ ছিলো এইদের দিন তাই অনেকেই মাঠে ছাতা নিয়েই প্রবেশ করেছেন।
তারপর ভাই-ব্রাদার দের সাথে কিছু ছবি উঠে নেই।

JIT_20230422_094307_lmc_8.4.jpg

JIT_20230422_094324_lmc_8.4.jpg

JIT_20230422_094122_lmc_8.4.jpg

কিছুখন পর শুরু হয় ইদ এর নামাজ।নামাজ শেষ এ ইমাম সাহেব আরবি খুদবা শুরু করে সেই ফাকে কিছু ছবি তুলে নিলাম।

JIT_20230422_092745_lmc_8.4.jpg

খুদবা শেষএ মোনাজাত করে সবাই মুসাফা করে আর একে অপরের সাথে বুকে বুক মিলাতে শুরু করে আর কোশল বিনিময় করে

JIT_20230422_100527_lmc_8.4.jpg

IMG_20230423_164708.jpg

আমিও সকলেই সাথে বুকে বুক মিলিয়ে কোশল বিনিময় করে মাঠ ত্যগ করে বারির দিগে যাই আর পরিবারের সাথে খাওয়া দাওয়া করে কিছুখন রেস্ট করে দুপুরের দিগে বন্ধু দের সাথে আড্ডা দিতে চলে যাই।

ইদ এর দিন বিকের আড্ডা দেওয়ার অভিজ্ঞতা নিয়ে আবারো আপনাদের মাঝে অন্য আরেকটি পোস্ট আলোচনা হবে বন্ধুরা। ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি
আর বেশি কিছু লিখছি না।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি

সকলকে ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

ত্রিশ দিন রোজা রাখার পর আপনাদের আজকে ঈদের উৎসব ভাবতেই অনেক আনন্দ ছড়িয়ে যাচ্ছে চারদিকে ৷ সবাই মিলে একসাথে নামাজ পরতেছেন সবাই একসাথে ঘুরাঘুরি করতেছে ৷ এই আনন্দ টা সবার সাথে ভাগাভাগি করে নিতেছেন খুবই একটি আনন্দের মধ্যে রয়েছেন আপনারা ৷

যাই হোক ভাই আপনাদের এই উৎসব অনেক আনন্দের সাথে উপভোগ করুন এই কামনাই করি ৷

#miwcc