মুঠোফোনে ধারণকৃত কিছু রেনডম ফটোগ্রাফি

in hive-120823 •  2 years ago 

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। যারা ফুল পছন্দ করেন এবং ফুলের ফটোগ্রাফি ভালোবাসেন। আজ আমি আপনাদের জন্য আমার মুঠো ফোনে ধারণকৃত কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।

IMG_20230325_154347.jpg

ফুলকে কেনা ভালোবাসে।ফুলের সৌন্দর্য মানুষকে ভালবাসতে বাধ্য করে। ফুল মানুষকে ভালোবাসতে শেখায়।

IMG_20230325_112751.jpg

IMG_20230324_122154.jpg

এই ফুলটি জংলী টগর নামে পরিচিত। এটি কে আবার কাঠ মালতি নামেও চেনা হয়।

এই ফুলের রং সাদা হয়ে থাকে এবং গাছের আকৃতি মাঝারি ধরনের হয়ে থাকে এবং গাছটি অনেক ডালপালা আবৃত হয়। তাই এটি দেখতে অনেক সুন্দর হয়ে থাকে।

এই ফুলের গাছটি আমরা অনেক আগে থেকেই বাড়ির আঙিনা সাজানোর জন্য ব্যবহার করে থাকি। এই গাছটি ছোট ছোট পাখির বাসস্থান হিসেবে ব্যবহার হয়। এছাড়াও এই গাছটি বাগানের বড় বড় বৃক্ষের নিচে ব্যবহার হয়ে থাকে।
এই গাছে একসাথে অসংখ্য ফুল ধরার কারণে বাড়ির সৌন্দর্যকে অনেক গুণে বৃদ্ধি করে থাকে।

IMG_20230324_121827.jpg

IMG_20230325_103147.jpg

এটি দাতুরা ফুল নামে পরিচিত

প্রথম ছবিতে দেখতে পারতেছেন এ ফুলটি সম্পূর্ণরূপে ফোটেনি কলি অবস্থাতেই আছে
এই ফুল কলি অবস্থাতে একটু লম্বা আকৃতির হয়ে থাকে এবং দেখতেও অনেক সুন্দর হয়ে থাকে। কলি অবস্থাতে তোলা ছবিটি এক দিন আগের।

দ্বিতীয় ছবিটিতে যে ফুলটি দেখতে পারতেছেন সেটি ফুটন্ত একটি দাতুরা ফুল। ফুটন্ত অবস্থায় ফুলটিকে দেখতে অনেক সুন্দর। এই ফুলটি দেখতে সাদা ও বড় আকৃতির হয়ে থাকে। এইট ফুল সাধারণত বাড়ির আঙ্গিনায় দেখা যায় না ।এটি একটি ঔষধি গুণসম্পন্ন ফুল তাই এই ফুল বাগানে দেখতে পাওয়া যায় এবং বাড়ির আশেপাশে জঙ্গলেও এ ফুল হয়ে থাকে।

IMG_20230324_122016.jpg

এই ফুলটিকে আমরা সাধারণত ঘাসফুল হিসেবে চিনি।এই ফুলগুলো সাধারণত গ্রামের রাস্তার ধারে হয়ে থাকে।এই ফুলগুলো সাদা এবং হলুদ রঙের হয়ে থাকে। ফুলগুলো অনেক ছোট ছোট এবং পরিমাণে অনেক বেশি ধরে তাই এই ফুল ফুটন্ত অবস্থায় ফুলের গাছ টিকে অনেক সুন্দর লাগে। গ্রামের রাস্তায় বসন্তকালে এ ফুলের অনেক গাছ দেখা যায়।

IMG_20230324_122444.jpg

এই ফুল টি গ্রামের রাস্তার দুই পাশে দেখা যায়। এই ফুল সাধারণত বর্ষাকালের আগমনের জন্যই ফুটে থাকে সামনে যেহেতু বর্ষাকাল তাই এ সময় রাস্তায় বেরোলে এ ধরনের অনেক ফুল দেখা যায়। এই ফুলগুলো রাস্তার দুই ধার দিয়ে ফুটে থাকে এবং রাস্তার সৌন্দর্যকে বৃদ্ধি করে।

IMG_20230324_122524.jpg

এই ফুল টি সাধারণত বাড়ীর আঙ্গিনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাগানো হয়ে থাকে। এই গাছে ছোট ছোট লাল রঙ্গের ফুল ধরে থাকে। এই ফুলের গাছটি তেমন বড় হয় ন। ফুলের গাছে প্রচুর সবুজপাতা হয়ে থাকে এবং অসংখ্য ছোট ছোট লাল রঙের ফুল ধরে। দেখতে অনেক সুন্দর লাগে।

আজকের মত এখানেই শেষ করছি আবারও আপনাদের মাঝে হাজির হব নতুন কোন ফটোগ্রাফি নিয়ে।
সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ সকলকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বর্ষার মৌসুমে বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখা যায় আপনার বাড়ির আঙিনায় সুন্দর ফুলের গাছ লাগিয়ে, সুন্দর একটি পরিবেশ তৈরী করেছেন। আপনার প্রত্যেকটি ফুলের ছবি অসাধারণ হয়েছে সব ফুলে সম্পর্কে, সাজিয়েছেন ধন্যবাদ সুন্দর পোষ্টে উপহার দেওয়ার জন্য।

ভাই আসলে আপনার ফটোগ্রাফি স্কিন টা অনেক ভালো আপনি এই বিষয় নিয়ে ভাবলে আমার মনে হয় আপনি একটা ভালো কিছু করতে পারবেন আপনি আজকে এখানে বেশ কয়েকটি ফুলের রেনডোর ছবি দিয়েছেন এই ফুল গুলো দেখতে এতটা সুন্দর লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মত নয়।

অনেক ভালো লাগলো আপনার সুন্দর পোস্টটি আর এই সুন্দর সুন্দর ফুলের ছবিগুলো দেখে

আসলেই তো আপনি আপনার মুঠোফোন দিয়ে,অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। যে ফুলগুলোর মধ্যে কিছু ভুল আমি চিনি আবার কিছু ফুল আমি চিনি না।

যাইহোক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট ফুলের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভাল থাকবেন। এভাবেই কমিউনিটির সাথে যুক্ত থাকবেন। আপনার অ্যাক্টিভিটি বাড়াবেন।

Loading...