মুঠোফোনে ধারণকৃত কিছু রেনডম ফটোগ্রাফি

in hive-120823 •  last year 

IMG_20230402_131214.jpg

হ্যালো বন্ধুর,

আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ /আদাব
আশা করি সকলেই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সারা দিনের ক্লান্তি নিয়ে ইফতারের পর একটু লিখতে বসলাম। আজকের দিনটি মোটামুটি শান্ত সৃষ্ট আবহাওয়ার দিন ছিলো এবং নাতিশীতোষ্ণ দিন ছিলো তাই প্রতিদিনের চাইতে আজকে ক্লান্তি টা একটু কম।

দিন ভালো থাকার কারণে আজকে মন,মেজাজ অ খুবি ফুরফুরে। তাই খুব ভালো মনমানুষিকতা নিয়েই ইফতার শেষ করে লিখতে বসেছি।

প্রতিদিনের মতো আজকেও আপনাদের নিকট এসেছি মুঠো ফোনে ধারন কৃত কিছু রেন্ডম ফটোগ্রাফি নিয়ে।আজকে আওনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিছু পরিচিত ফুলের গাছ ও ফুলের ফটোগ্রাফি নিয়ে।ফুল গুলো আসলে সকলেরি পিরিচিত ফুল।আমারা এইসব ফুলের গাছ আমাদের বারির আশে পাশে লাগিয়ে রাখি বারির সৌন্দর্য বৃদ্ধির জন্য।
আশা করি আমরা মুঠো ফোনে ধারন কৃত ফুলের গাছ ও ফুলের ছবি গুলো আপনাদের সকলেরই ভালো লাগবে।
ছবি গুলো আপনাদের সকলেরই কেমন লেগেছে তা সবাই মন্তব্য করে জানাতে ভুলবেন না।

IMG_20230402_125907.jpg

এই ফুলটিকে আমারা রিক্ত জবা নামেই চিনি। এই ফুলটি লাল বরনের হয়ে থাকে তবে এই একই ফুলের আরো ভিন্ন ভিন্ন জাতও আছে। জাত ভেদে ফুলের রঙ এবং আকার আকৃতি পরিবর্তন হয়ে থাকে। ছবিতে যে জাতের ফুলটি দেখতে পাচ্ছেন সেটি টক টকে লাল রঙের হয়ে থাকে এবং ফুলের মাত্র পাচ ছয়টির মতো পাপরি হয়ে থাকে।আর এর মাঝ বরাবর একটি পরাগ রেনু থাকে সেটি পরাগায়নের সাহায্য করে। এই ফুলের কোনো গ্রান নেই।আর এটি বরষা কালে বেশি ফুটে।

IMG_20230402_125429.jpg

একই ফুলের ঝরে যাওয়ার রুপ হলো এটি।ফুলটি ফোটার বেশ কিছুদিন পর ফুলটি আস্তে ঠিক এই ভাবেই চুপসে যেতে থাকে এবং নিস্তেজ হয়ে যায়। দেখলেই বোঝা যায় যেনো তার আয়ুষ্কাল শেষ হয়ে যাচ্ছে। এবং একটা সময় পর ফুলটি পচে যায়।

IMG_20230402_125453.jpg

এটি হচ্ছে রক্ত জবা ফুলের গাছ। গাছটি আকারে বড় হয়ে থাকে এবং এর ডালপালাগুলো মোটামুটি ধরনের শক্ত হয়ে থাকে। এই গাছে একসাথে অনেক ফুল ধরে
অনেক ফল ধরা অবস্থায় গাছ থেকে দেখতে খুবই সুন্দর লাগে।

🔭GcamHero_20230401_105008_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

এ ফলটি ছবি তোলা হয়েছিল আমার বাড়ির আঙ্গিনা থাকে। অনেক আগেই আমার বাড়ির আঙিনাতে এই ফুলের গাছটি লাগিয়ে ছিলাম। এই ফুল গাছের আকার আকৃতি
লতার মতো হয়ে থাকে এবং অন্য গাছ বেয়ে উঠে আর প্রচুর ফুল ধরে থাকে এই ফুলগুলো বারির আঙ্গিনার সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। এ ফলটির নাম আমার সঠিক মনে পড়তেছে না তবে ফুলগুলো দেখতে অনেক সুন্দর। ফুলের নামটি যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।

IMG_20230402_125626.jpg

এই ফুলের ছবিটিও আমার বাড়ির আঙ্গিনা থেকে তোলা এ গাছটি অল্প কিছুদিন হয় লাগিয়েছি এইবারই প্রথমেই গাছে ফুল ধরল। এটিকে আমরা হাসনাহেনা নামে চিনি
এই ফুলের কাছে ছোট ছোট অনেকগুলি ফুল ধরে থাকে
এবং এই ফুলগুলো প্রচুর সুগন্ধ ছড়ায় সন্ধ্যার দিকে এই ফুলের গাছের আশেপাশে থাকলে আমরা অসাধারণ এক সুগন্ধি অনুভব করতে পারি।

IMG_20230329_155247.jpg

আপনাদেরকে আগেই বলেছিলাম রক্ত জবা ফুলের বিভিন্ন জাত আছে জাত ভেদে ফুলের রং ও আকার আকৃতি পরিবর্তন হয়ে থাকে। এটি হচ্ছে রক্ত জবা ফুলের অন্য আরেকটি জাত এই ফুলের রং লালি হয়ে থাকে কিন্তু আকার-আকৃতি আগে ফুলের তুলনায় ভিন্ন রক্ত জবা ফুল এই জাত সারাবছর সমানভাবে ফুল ধরে ধরে থাকে।

আজ আর লিখছি না, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

ধন্যবাদ সাবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আপনার মত ফোন থেকে ধারণ করা কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যার মধ্যে আমি দেখা চোখে একটি ফুলের নাম জানি সেটি হল জবা ফুলের।

আর বাকি যে ফুলগুলো আসলে নাম না জানলেও ফুলগুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর দেখাচ্ছে আসলে ফুল দেখতে সব সময় সুন্দর লাগে কিন্তু আপনার ফটোগ্রাফিতে খুবই সুন্দর দেখাচ্ছে।

যাইহোক এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ‌

#miwcc

Loading...

যেকোনো ফুলই অনেক সুন্দর হয়ে থাকে। আপনি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাড়ির আশেপাশে ফুলের গাছ লাগিয়েছেন। এটা অনেক ভালো একটি বিষয়।

আপনি আপনার পোস্টে জবা ফুলের কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

#miwcc

আমাদের আশেপাশে একটু লক্ষ্য করলেই এই রক্ত জবা ফুল দেখা যায়। বিশেষ করে বসন্তকালে প্রত্যেকটা গাছেই ফুলের সমারোহ চোখে পড়ে।

আপনি দেখছি ইফতারের পরে লিখতে বসে। বেশ সুন্দর একটা টপিক আমাদের সাথে তুলে ধরেছেন।

আপনার মুঠোফোনে ধারণকৃত কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। যে ফটোগ্রাফির ফুল গুলো আমাদের খুব চেনা। তারপরেও আপনার পোষ্টের মধ্যে নতুন করে ফুল গুলো দেখতে পেয়ে, বেশ ভালো লাগলো।

একদমই ঠিক বলেছেন রক্ত জবা ফুলের অনেকগুলো জাত রয়েছে। আর এই জাত এবং প্রকারভেদে, এই ফুলের আকৃতি একেক রকম হয়ে থাকে।

অসংখ্য ধন্যবাদ, আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

ফুলকে প্রকৃতির অলংকার ও বলা হয়ে থাকে। ফুল আছে বলেই আমাদের আশে পাশের পরিবেশ এত সুন্দর দেখায়। আমরা সকলেই এজন্য বাড়িতে ফুল গাছ লাগাই।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে জবা ফুল সহ অন্যান্য ফুলের বৰ্ণনা দেওয়ার জন্য। জবা ফুল সারা বছর আমরা গাছে দেখতে পাই। ফুল আসলে গাছেই দেখতে ভালো লাগে।

#miwcc