আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনই সারাদিনের কার্যলিপি শেয়ার করি। আজকে আমার সাপ্তাহিক ছুটির দিন। তাই ভাবতেছি আজকে অন্য কিছু শেয়ার করি। পরিস্থিতি এমন একটি শব্দ, যার মাঝে প্রতিটি মানুষ জড়িত আছে। তাহলে বন্ধুরা শুরু করা যাক:
আমরা প্রত্যেকেই 'পরিস্থিতি' কথাটার সঙ্গে পরিচিত। কারণ এই শব্দটির সঙ্গে আমাদের প্রত্যেকের জীবন কাহিনী জড়িয়ে আছে। সর্ব প্রথম কথা হচ্ছে মানুষ অভ্যাসের দাস। আর প্রতিটি মানুষকে সমাজে চলাফেরা করতে হলে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে হয়।
কিন্তু বিভিন্ন কাজ করার ক্ষেত্রে পরিস্থিতি কখন পরিবর্তন হয়ে যায়, সেই ব্যাখ্যা কেউ দিতে পারে না। মানুষের জীবনে সময় এবং পরিস্থিতি হচ্ছে সবথেকে মূল্যবান। যেকোনো কাজ করার ক্ষেত্রে মানুষ আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে থাকে। অথবা হুট করে সিদ্ধান্ত নেয়।
কিন্তু এর মাঝেই হুট করে কখন পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়, যেখানে মানুষের কোন হাত থাকে না। আর হ্যাঁ, আরেকটি কথা আছে, সব সিদ্ধান্ত'তেই সবাই সফল হবে এমনটাও নয়।
আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয়, সময় এবং পরিস্থিতি মানুষের জীবনে যতটা বিপদ ডেকে আনে। আবার ঠিক ততটাই সফলতা ডেকে আনে। ঐ যে শুরুতেই বললাম না, মানুষ সব কাজে সফলতা অর্জন করতে পারে না।
আবার আগে থেকে সিদ্ধান্ত নেওয়ার পরেও হুট করে পরিস্থিতির শিকার হয়ে ভিন্ন রকম হয়ে যায়। কিন্তু ভিন্ন রকম হওয়ার পরেও সেটাতে সফলতা খুঁজে পাওয়া যায়। এই পরিস্থিতিই মানুষকে উন্নতির দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। আবার মুহূর্তেই মানুষকে ধ্বংস করে দিতে পারে।
তার কারণ হচ্ছে কিছু কিছু সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কাজও পরিস্থিতির উপর ছেড়ে দিতে হয়। সেটাতে হয়তো সফলতা দেখা যায়, আবার দেখা যায় না। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরেও পরিস্থিতি শিকারের কারণে এখানে মানুষের কোন হাত থাকে না।
আমি আমার জীবনে অনেকবার এই পরিস্থিতির শিকার হয়েছি। অনেকবার নিজের জীবন থমকে যাওয়ার মত হয়ে গেছে। কিন্তু তারপরেও সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে এগিয়ে যাচ্ছি। নিজের মাঝে এতটুকু আশা রেখেছি, হয়তো সৃষ্টিকর্তা সামনে আমার জন্য ভালো কিছু রেখেছে।
পরিস্থিতি খারাপ হলেই যে মানুষের জীবন থমকে যাবে এমনটা নয়। আবার পরিস্থিতির মাঝেই অনেকের জীবন পরিবর্তন হয়ে যায়। তাই আমার কাছে মনে হয়, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। অনেকেই জীবনে বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হয়ে একদম থেমে যায়। তারা ভাবে আর জীবনে কিছু করা সম্ভব নয়। সব সময় মানুষের জীবনে খারাপ সময় যায় না।
আমি আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে এতোটুকু বলতে পারি। কারণ আমি আমার জীবনে অনেক বাজে পরিস্থিতির শিকার হয়েও আজকে এই পর্যন্ত এসেছি। ঐ সময় যদি আজেবাজে সিদ্ধান্ত নিতাম, তাহলে হয়তো আমার জীবনে ভিন্ন কিছু ঘটে যেত। তাই পরিস্থিতি যতই খারাপ আসুক না কেন, মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নেওয়াই উত্তম।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই ভাই। এত সুন্দর মোটিভেশন পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার কথা আমি ও একমত ভাই,পরিস্থিতি যেমনই হোক না কেন! তাকে সামলাতে হবে, সময়ের সাথে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো । ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বিশ্লেষণ সত্যিই অনুপ্রেরণাদায়ক। পরিস্থিতি যেমনই হোক, ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেওয়াই জীবনে সফলতার চাবিকাঠি। সুন্দরভাবে বিষয়টি তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit