"সময়"

in hive-120823 •  4 months ago 

আসসালামু আলাইকুম

আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। তিনি আমাকে আরও একদিন সকালের সূর্য দেখার তৌফিক দান করেছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব "সময়"কথাটি নিয়ে। তাহলে বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক :

clocks-6664622_1280.jpg
Source

আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই সময় কথাটির সঙ্গে পরিচিত। সময় এমন একটি শব্দ কখনো কারোর জন্য থেমে থাকে না। শুধু এখন নয়, সেই প্রাচীনকাল থেকেই শুনে এসেছি সময় কাউকে ভয় করে চলে না। মানব জীবনের সকল অনুষঙ্গ সময় দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত।

আমার কাছে মনে হয়, এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী যদি কোন জিনিস থাকে, সেটা হলো সময়। মানে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে সময়। প্রতিটি মানুষের কাছে সময় খুব মূল্যবান একটি জিনিস। তবে হ্যাঁ! এই সময়ের কেউ মূল্য দিতে পারে আবার কেউ পারেনা।

paris-846873_1280.jpg
Source

যে মানুষ কোন কাজের ক্ষেত্রে সময়কে বেশি প্রাধান্য দিয়ে সৎ পথে পরিশ্রম করবে। সেই সফলতার মুখ দেখতে পারবে। কারণ মহাকালের হিসেব অনুযায়ী মানব জীবন অতি ক্ষুদ্র। তাই মহাকালের বিচারে মানুষ যে সময় পায় তা অতি নগণ্য। এক কথায় আমরা বলতে পারি, আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে সময়ের গুরুত্ব অপরিসীম।

জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়কে কাজে লাগানোর জন্য সর্বপ্রথম নিজের ভিতর অলসতা দূর করতে হবে। যে মানুষের মাঝে অলসতা আছে, সে কখনোই সময়ের মূল্য দিতে জানে না। পৃথিবীর প্রতিটি মানুষ যদি সময়ের মূল্য বুঝতে পারত। তাহলে এই পৃথিবীতে বেকার বলতে কোন মানুষই থাকতো না।

indoor-5235953_1280.jpg
Source

"সময়"এমন একটি শব্দ, সব সময় তার নিজ গতিতেই চলতে থাকে। সময়কে যথাযথভাবে ব্যবহার করতে চাইলে, অবশ্যই সময়কে কাজে লাগাতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে তারা কাজ করে ঠিকই। কিন্তু সেই কাজটি সময় মত করতে চায় না। বলতে গেলে যেকোনো কাজের ক্ষেত্রে তারা অলসতা দেখায়।

ছোটবেলা থেকেই আমার যেকোন কাজের প্রতি একটা অন্যরকম আগ্রহ ছিল। তবে আমার নিজের জীবনের কথা না বলি। শুধু এই স্টিমিট প্ল্যাটফর্ম নিয়ে যদি বলতে চাই, তাহলে সারাদিনে কয়েকবার যদি এই স্টিমিট প্ল্যাটফর্মে না আসি। কেন জানি মনে হয় কিছু একটা অসম্পূর্ণ থেকে গেছে।

waiting-410328_1280.jpg
Source

বিশেষ করে আমার, নিয়মের কাজ নিয়মে করতে খুব বেশি ভালো লাগে। আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটিতে সবসময় সাপ্তাহিক এনগেজমেন্ট চলে। সে ক্ষেত্রে আমাদের এনগেজমেন্ট বহাল রাখতে হয়। প্রতিদিন আমাদের প্রত্যেককে অনেকগুলো কমেন্ট করতে হয়। দেখা যায়, সাত দিনে কিছু কমেন্টের একটা টার্গেট রেখে কাজ করতে হয়।

কিন্তু অনেকেই আছে, তারা সাত দিনের কাজ একদিনে সম্পন্ন করতে চায়। বাকি দিনগুলো অলসতার মাঝেই দিন পার করে। কিন্তু আমার ক্ষেত্রে আমি এমন করি না। প্রতিদিনই নিজের ভিতর একটা টার্গেট রাখি যে, দিনশেষে আমাকে এতগুলো কমেন্ট করতে হবে। তাহলে সাতদিনে আমার এতগুলো কমেন্ট হবে।

train-station-1868256_1280.jpg
Source

দেখা যায়, কাজ করার মাঝে একদিন গ্যাপ পড়ে গেলে, সেই গ্যাপ টি সব সময় থেকে যায়। এজন্য আমি সময়ের কাজ সময় অনুযায়ী করার চেষ্টা করি।

সর্বশেষ এতোটুকু বলতে পারি, আমাদের এই ছোট্ট জীবনে কাজের কোন শেষ নেই। তাই, এই কম সময়ে নিজের জীবনকে সফলতার শীর্ষে পৌঁছাতে সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তবেই জীবন সার্থক।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

সময় মানুষের জীবনে অনেক মূল্যবান এই মূল্যবান সময়ে যে মানুষ কাজে লাগাতে পারে সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারে। আপনি ঠিক কথাই বলেছেন অলসতা যে মানুষগুলো আছে তারা সময়ের মূল্য দিতে পারে না তারা জীবনে সফলতা অর্জন করতে পারে না। অলসতা না করে সৎ পথে পরিশ্রম করে ঠিক সময় কাজে লাগাতে পারলে জীবন অনেক সুন্দর হয়।

আপনি একদম ঠিক বলেছেন সব থেকে পৃথিবীর শক্তিশালী জিনিস হল সময়। যে সময়ের সঠিকভাবে যথাযথ ব্যবহার করতে পারবে। সেই জীবনের সফলতা লাভ করবে। মানুষের জীবনের সবথেকে বড় শত্রু হলো অলসতা। যে এই অলসতা কাটিয়ে সঠিক সময়ে পরিশ্রম করতে হবে সেই জীবনে কিছু করতে পারবে।

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনি সময় নিয়ে খুব সুন্দর একটা আলোচনা আমাদের সামনে তুলে ধরেছেন।আসলে সময় কারো জন্য থেকে থাকে না।যারা সঠিক কাজের পিছনে সময় ব্যায় করে পার্থিব জীবনে তারাই সফলকাম। আরেকটা বিষয় ভালো বলেছেন যে অনেকেই একদিনে অনেক কাজ করে,বাকি দিন অলসতায় কাটায়।আসলে এমনটা করলে জীবনে সফলতা ধরা দিবে না।ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান ব্যাখ্যাটির জন্য

পৃথিবীর সবথেকে শক্তিশালী জিনিস মনে হয় সময়। সময় হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। যে মানুষ সময়ের ব্যবহার যথাযথভাবে কাজে লাগাতে পারবে সেই ভবিষ্যতে সফলতার মুখ দেখতে পারবে। সময় এমন একটি জিনিস কখনো কারো জন্য থেমে থাকে না। আমার কাছে তাই মনে হয়েছে, অনেকে সাত দিনের কাজ এক দিনে করতে চায় বাকি দিনগুলো অলসতার মাঝেই পার করে।

আমার পোস্টে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

খুবই মূল্যবান একটা বিষয় নিয়ে লিখেছেন আমাদের জীবনের সময় যে কতটুকু গুরুত্বপূর্ণ এটা বড় হওয়ার সাথে সাথে বুঝতে পেরেছি।
যখন ছোট ছিলাম পরীক্ষার আগে মা বলতো একটু মন দিয়ে পড়ালেখা কর যখন রেজাল্ট দিত তখন কোন সাবজেক্ট একটু খারাপ হলে বলতাম যদি তখন মন দিয়ে পড়ালেখাটা করতাম তাহলে এখন ভালো হতো।
ঠিক এভাবেই, সময় থাকতে সময়ের গুরুত্ব দেওয়া উচিত ধন্যবাদ খুব সুন্দর কিছু লেখা শেয়ার করেছেন।

সময় হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। আমার কাছে মনে হয় সময় হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী একটি জিনিস। সময় তার নিজ গতিতেই চলতে থাকে। যে মানুষ সময়ের সঠিকভাবে যথাযথ ব্যবহার করতে পারবে সেই জীবনে সফলতার মুখ দেখতে পারবে। তাই আমাদের প্রত্যেকেই অলসতা কাটিয়ে সঠিক সময়ে সৎ পথে পরিশ্রম করতে হবে।

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

আমাদের জীবন থেকে কোন জিনিস হারিয়ে গেলে আমরা সেটা নিয়ে আফসোস করি। কিন্তু আমাদের জীবনের সবচাইতে মূল্যবান যে জিনিস সেটা হচ্ছে সময়। সেটা হারিয়ে গেলে আমরা আফসোস করেও সেটা ফিরে পাই না। কোন একটা জিনিস ধরেন একটা কলম হারিয়ে গেছে। হয়তোবা কয়েকদিন পরে আমরা সেই কলমটা কিনতে পারি। কিন্তু সময় হারিয়ে গেলে সেটা কিনতে পাওয়া যায় না, বা কোথাও বিক্রি হয় না।

সময়ের কাজ সময়ে এবং সঠিকভাবে সম্পূর্ণ করাটা কতটা গুরুত্বপূর্ণ। সেটা আমরা একটু হলেও অনুধাবন করতে পারি। গত সপ্তাহে আমার এনগেজমেন্ট একেবারেই জিরো। যা আমি কখনো কল্পনাও করিনি, কিন্তু যখন সময়টা চলে গেছে এখন বুঝতে পারছি, কেন আমি সময়ের কাজ সময়ে করিনি।

জীবনের সফল হওয়ার জন্য যেমন পরিশ্রম আমাদের প্রয়োজন। ঠিক তেমনি পরিশ্রমের সাথে সময়ের কাজ সময়ে শেষ করাটাও প্রয়োজন। তাহলেই জীবনে সফল হওয়া যায়। আপনি একদম ঠিক বলেছেন স্টিমিট প্ল্যাটফর্মে এনগেজমেন্ট বৃদ্ধি করা, আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমি গত সপ্তাহে সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। এখন আফসোস হচ্ছে কিন্তু আফসোস করে কোন লাভ নেই। ধন্যবাদ সময় সম্পর্কে আপনার উপরোক্ত বিষয় আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী জিনিস হল সময়। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে সময়। যে মানুষ সময়ের সঠিকভাবে যথাযথ ব্যবহার করতে পারবে সেই মানুষই সফলতার মুখ দেখতে পারবে। একদমই তাই, জীবনে সফল হওয়ার জন্য সৎ পথে পরিশ্রম করতে হবে। আমাদের এই ছোট্ট জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম।

আপনার মন্তব্য পরে ভালো লাগলো। ভালো থাকবেন।

আমাদের জীবনটা কতটা ছোট সেটা আমরা হয়তোবা বুঝেও না, বোঝার ভান করি। কিন্তু সময় তার গতি অনুযায়ী চলে যায় একটা কাজ আমরা করবো করবো বলে, অনেকদিন পার করে ফেলি। কিন্তু যখন সেই কাজ আমরা করতে পারি না। দিনশেষে আফসোস করা ছাড়া আর কিছুই আমাদের মাঝে থাকে না।

আমরা যদি একেবারে দুইজন মানুষ থাকি একজন কখন পরিশ্রম করে। আরেকজন দিনরাত শুধু ঘুমায় তাহলে দেখবেন যে, মানুষটার কথা পরিশ্রম করে সে কিন্তু জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারে। আর যে মানুষটা শুধুমাত্র ঘুমিয়ে অলসতার মধ্যে নিজের সময়টা পার করে। সেদিন শেষে বলে আমাদের যদি এরকম সময় আসতো আমিও অনেক কিছু করে দেখাতে পারতাম। এই ধারণা গুলো একেবারেই ভুল। তাই সময়ের সাথে গুরুত্ব দিয়ে নিজের পরিশ্রম টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

সময় কখনো কারো জন্য থেমে থাকে না সময় তো সময়ের গতিতেই চলে, যদি সময় থেমে থাকত তাহলে সবকিছুই থেমে যেত এই সময়ের কারণেই তো আজকে মানুষ এত ব্যস্ততা দেখায়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি সময় নিয়ে যে বিষয়টি আমাদের মাঝে শেয়ার করছেন সেটা আসলে অনেক সুন্দর ছিল।

মহাকালের হিসাব অনুযায়ী আমাদের জীবন খুবই ছোট্ট। সেই মহাকালের সময় অনুযায়ী আমরা জীবনে যেটুকু সময় পাই তা অতি নগণ্য। কারণ আমাদের এই ছোট্ট জীবনে কাজের কোন শেষ নেই। এজন্য আমাদের জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম।
সময় থাকতেই সময়ের মূল্য দিতে হবে। যে মানুষ সময়ের মূল্য দিতে জানে এবং সময়কে সৎ কাজে ব্যবহার করে তারাই জীবনে সফলতা পাবে।
আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ।