শুধু আমার ক্ষেত্রে নয় ভাই। আমার মনে হয়, প্রতিটি ছেলেরাই এরকম অপরিচিত জায়গায় গিয়ে চুল কাটা একদম অস্বস্তিকর ব্যাপার।
ব্যাচেলর জীবনে এই রান্না বান্না এবং কাপড় পরিষ্কার করা একটা কষ্ট। কিন্তু কিছুই করার নাই। বাসায় থাকলে তো মা পরিষ্কার করে দেয় এখানে নিজেই করতে হয়।
আপনার মন্তব্য পরে খুব ভালো লাগলো ধন্যবাদ।