আসলে দিদি আমাদের এদিকেও বিদ্যুৎ না থাকলে আগের দিন রাতেই বা দিনের বেলা মাইকিং করে বলে দেওয়া হয়। আপনি ঠিক বলেছেন, হয়তোবা সেটা আমাদের কান অব্দি পৌঁছায়নি। কারণ আমরা বেশিরভাগ সময় ডিউটিতে থাকি।
আমরাও ল্যাবে যারা কর্মরত থাকি, তারা কখনোই কাউন্টারের ঝামেলায় বা ক্যাশ কাউন্টারে যাই না। শীতের রাতে ঝাল ঝাল করে ঝাল মুড়ি খেতে আমার ভালই লাগে।
ঝাল মুড়ি খাওয়ার জন্য আপনার দাওয়াত রইলো দিদি।
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।
ধন্যবাদ।