আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে 'মায়া' কথাটা নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক :
"মায়া" হলো এক অদৃশ্য জাল, যা হৃদয়কে বন্দী করে রাখে। 'মায়া' কথাটি যেমন সুন্দর, তেমনি ভীষণ জটিল। আমরা প্রত্যেককে কোন না কোন ভাবে মায়া'র জালে বন্দি। কিন্তু আমরা কেউ সেটা প্রকাশ করি, আর কেউ প্রকাশ করতে পারি না। এই পৃথিবীতে মায়া মহব্বত কথাটি আছে বলেই আমরা এখনো চলাফেরা করতে পারি।
সত্যি কথা বলতে কি, মায়া জিনিসটি খুবই ভয়ংকর। কেননা এই কথাটার সাথে আমার বাস্তব জীবনের অনেক বড় একটি অংশ জড়িত। তবে হ্যাঁ! সহজে কেউ অন্য কারো প্রতি মায়ায় আসক্ত হতে পারে না। আবার যদি একবার কারো প্রতি মায়ায় আসক্ত হয়ে যায়। সারা জীবন চলে গেলেও সেই মায়া কাটিয়ে উঠা সম্ভব হয় না।
আমার নিজের কাছে তো মনে হয়, মায়া হচ্ছে একটা আত্মার বন্ধন। পৃথিবীর সব কিছুর নিয়ম পরিবর্তন হলেও এই মায়ার বন্ধনকে আলাদা করা সম্ভব হয় না।
মায়া বিভিন্ন রকম জিনিসের উপর হতে পারে। নিজের পরিবার, মা-বাবা, ভাই-বোন, প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, পশু পাখি। এক কথায় যেকোন কিছুর উপরেই মায়া জন্মাতে পারে। ঐ যে শুরুতে একটু কথা বললাম না, মায়া মহব্বত আছে বলেই এখনও পৃথিবীতে মানুষ বলে একটি জাতি বেচে আছে।
আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই মায়া কথাটি একজন মানুষের জীবন শেষ করে দিতে পারে। আবার এই মায়া শব্দটি একজন মানুষের জীবন বা ভবিষ্যৎ সুন্দর করে দিতে পারে। এই কথাটি বলার পিছনে আমার অবশ্যই একটি কারণ আছে। কিন্তু কারণটি বললাম না।
প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছুর উপর মায়া ঠিকই আছে। কিন্তু কিছু কিছু সময় সেই মায়া থাকা সত্বেও পরিস্থিতির উপর নির্ভর করে পথ চলতে হয়। ঐ যে একটা কথা আছে না, মানুষ অভ্যাসের দাস। কিন্তু তারপরেও দিনশেষে ঐ মায়ার পিছুটান'টা থেকেই যায়।
একজন মানুষের প্রতি যখন মায়া তৈরি হয়। তখন দুনিয়ার বাকি সব কিছু তার সামনে এনে দিলেও ঐ মায়া জিনিসটাকে কখনো ভুলা যায় না। তবে হ্যাঁ! মানুষ পরিবর্তনশীল, কিন্তু সেটা সময় সাপেক্ষ অনুযায়ী। কিন্তু দিনশেষে একবার হলেও সেই মায়ার'র পিছুটান থেকেই যায়।
সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককেই আলাদা করে তৈরি করেছেন। তারপরও আমাদের একজনের সাথে আরেকজনের একটা সম্পর্ক তৈরি হয়। মায়া শব্দটি সত্যিই খুব অদ্ভুত। কারো নির্দিষ্ট কোন কিছুর প্রতি একবার মায়া জন্মে গেলে। সেই মানুষটি সবথেকে বড় অসহায়।
মানুষ অপমান ভুলে যায়, মানুষ অধিক অত্যাচার ভুলে যায়, এমনকি অধিক ভালবাসাও ভুলে যায়। কিন্তু কারো প্রতি মায়া জন্মে গেলে সেই মায়া কখনো ভুলা যায় না। দোয়া করি, প্রতিটি মানুষের জীবন অনেক ভালো ভাবে কাটুক। সব সময় দোয়া রইল।
সত্যি বলেছেন ভাই মায়া হল একটা অদৃশ্য জাল,বা শক্তি, মায়া জিনিসটা সবার প্রতি কাজ করে না, আবার যার প্রতি মায়া জিনিস কাজ করবে তার প্রতি আপনি অনেক দুর্বল হয়ে থাকবেন। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো এত সুন্দর ভাবে গুছিয়ে লেখার জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি পড়ে খুবই গভীর অনুভূতি হলো। মায়া সত্যিই একটি অদৃশ্য বন্ধন, যা আমাদের জীবনকে এক অদ্ভুত ভাবে আচ্ছন্ন করে রাখে। আপনি খুবই সুন্দরভাবে মায়ার প্রকৃতি এবং এর গুরুত্ব বোঝাতে পেরেছেন।
জীবনে মায়া যখন জন্ম নেয়, তখন তা একদম হৃদয়ের গভীরে ঢুকে যায় এবং সহজে মুছে যায় না। এটি একদিকে যেমন আনন্দ দেয়, তেমনি অন্যদিকে দুঃখও জন্মাতে পারে। তবে, আপনার এই লেখায় যে দোয়া ও শুভ কামনা প্রকাশ পেয়েছে, তা খুবই প্রেরণাদায়ক।
সত্যিই, আমাদের জীবনে মায়া কখনো কখনো সুন্দর ভবিষ্যতের পথও তৈরি করে দেয়। আশা করি, আপনার জীবনও সুন্দরভাবে কাটুক। আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit