আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকের রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্সের বিপিএল খেলার রিভিউ শেয়ার করব। তাহলে বন্ধুরা শুরু করা যাক:
আজকে আমার সাপ্তাহিক ছুটির দিন ছিল। ছুটির দিন মানেই একটা অন্যরকম শান্তি। এক সপ্তাহ একটানা ডিউটি করার পর, একদিন ছুটি পেলে রেস্ট করার মত সময় পাওয়া যায়। আর এই ছুটির দিনে যদি আবার নিজের জেলার খেলা হয়। তাহলে তো কোন কথাই নেই।
আপনারা হয়তো জানেন, রংপুর একটানা ৮টি ম্যাচ জেতার পর বাকি তিনটি ম্যাচ পরপর হেরেছে। এদিকে খুলনা টাইগার্সের দুইটি খেলা বাকি আছে। তাদেরও দুইটি খেলায় দুটোতেই জিততে হবে। আমি তো আজকে আগে থেকেই বুঝতে পারছিলাম ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হবে।
টস করার মাধ্যমে খুলনা টাইগার্স ব্যাটিং নিয়েছিল। কিন্তু রংপুর রাইডার্সের প্রথম দুই ওভারে যে রান দিয়েছিল আমি তো হতাশ হয়ে গেছিলাম। কারণ খেলার শুরুতেই যদি এরকম রান হয় তাহলে বাকি ওভারগুলোতে কি হবে।
প্রথম দুই ওভারে ২৯ রান যাওয়ার পর আকিব জাভেদ পরপর তুই অভার করে অনেকটা রান কমিয়ে এনেছিল। কিন্তু তারপরেও আজকের বোলিং তেমন একটা ভালো হয়নি। বিশেষ করে, খুলনা টাইগার্সের তেমন উইকেট পড়েনি। কিন্তু নাঈম সেক আজকে এরকমভাবে ব্যাটিং করবে সবারই ধারণার বাইরে ছিল।
দেখতে দেখতে খুলনা ১৬ ওভারে ১৬৫ রান নিয়েছিল। ১৬৫ রান হিসেবে আমি ভেবেছিলাম বাকি চার ওভারে হয়তো সব মিলিয়ে ২০০ রান পর্যন্ত টার্গেট হতে পারে। কিন্তু সবার শেষে সাইফুদ্দিন এভাবে নো-বল করে খুলনা টাইগার্স একদম ২২০ রান করেছে। যেটা রংপুর রাইডার্সের পক্ষে পরিবর্তন করা অনেকটা চ্যালেঞ্জিং।
এখন পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ ২১১ রান পর্যন্ত হয়েছে। আজকে সেই জায়গায় ২২১ রান টার্গেট দিয়েছিল। আমি তো একদম আশা ছেড়ে দিয়েছিলাম। কারণ রংপুরের পক্ষে এই রান পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু রংপুর রাইডার্স ব্যাটিং শুরু করার পর শুরুতে একটু আশা পেয়েছিলাম। কারণ সৌম্য সরকার মোটামুটি ভালই রান করতেছিল।
আবার সৌম্য সরকারের পাশাপাশি মেহেদিও ভালোই রান করছিল। কিন্তু হঠাৎ করেই মেহেদী বল উপরে তুলে ক্যাচ আউট হয়ে যায়। এরপর মোটামুটি সৌম্য সরকার একা হয়ে গেছিল। তবে তুলনামূলকভাবে ইফতেখার উপর অনেকটা আশা করছিলাম। কিন্তু ইফতেখারও তেমন একটা রান করতে পারেনি।
শেষের দিকে পরপর উইকেট যাওয়ার পর আমি খেলা দেখাই বাদ দিয়েছি।তখন এক বলে করে দুই রানেরও বেশি করে লাগে। যেটা রংপুর রাইডার্স এর পক্ষে সম্ভব ছিল না। কিন্তু মন তো আর মানে না।
কিন্তু একটা কথা না বললে নয়, সৌম্য সরকার আজকে ওপেনিং ব্যাটিং থেকে শেষ পর্যন্ত খেলেছে। শেষ ওভারে সৌম্য সরকার ইওর কার্ট বলে আউট হয়ে যায়। শেষ পর্যন্ত খুলনা টাইগার্স ৪৬ রানে জয়লাভ করে। নিজের জেলা হেরে যাওয়ার পর মনটা অনেক খারাপ হয়ে গেছিল। কিন্তু খেলার মাঝে হার-জিত থাকবেই এটা স্বাভাবিক।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বিপিএল খেলার রিভিউটি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্সের খেলা বিশ্লেষণ করে আপনি যে বর্ণনা দিয়েছেন, তা খুবই ভালো লাগলো। বিশেষ করে, সৌম্য সরকারের পারফরম্যান্স এবং শেষের দিকে রংপুর রাইডার্সের আশা নিয়ে আপনার মন্তব্যগুলো মনোজ্ঞ ছিল। হারের পরও খেলা দেখার আগ্রহ এবং খেলার প্রতি আপনার ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। আশা করি ভবিষ্যতে আরো অনেক সুন্দর রিভিউ পাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খেলা দেখা ছোটবেলা থেকে অভ্যাস ছিল কিন্তু বর্তমান সময়ে সময়ের অভাবে তেমন আর দেখা হয় না আজকে আপনি আমাদের সাথে রংপুর এবং খুলনা riders এর খেলার বিষয়টা শেয়ার করেছেন তবে শেষ পর্যন্ত রংপুর হেরে গেছে বিশেষ করে নও বল করার কারণে তারা অনেক বেশি রান করতে পেরেছে আসলে বিশ ওভারে এত রান করা কারো পক্ষে সম্ভব না কিন্তু তারা করতে পেরেছে জানতে পেরে ভালো লাগলো ধন্যবাদ ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বিপিএল খেলার ম্যাচ রিভিউটি সত্যিই অনেক অসাধারণ ছিল। বিপিএলে এখন আর আগের মতো জৌলুস নেই। এই সিজনে বিপিএল খেলাতে এমন একটা দেখা না হলেও খেলা হলে কিছুটা দেখা হয়। কালকে আমি আপনার মত খুলনা আর রংপুরের ম্যাচটি দেখেছিলেন। অসাধারণ একটি ম্যাচ ছিল। নাঈমের প্রথম সেঞ্চুরি দেখে খুব ভালো লাগলো। অন্যদিকে সোম্য এর খেলাও দেশ আকর্ষণীয় ছিল।
ভালো থাকবেন দাদা আপনি। ভালো লাগলো পোস্টি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit