আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে দশটার দিকে । ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি। অল্প কিছুক্ষণ পর হালকা কিছু নাস্তা করি তারপর বাড়ি থেকে বের হই। বাড়ি থেকে বেরিয়ে নানা বাড়ি চলে আসি। সেখানে এসে অল্প কিছুক্ষণ সবার সাথে কথাবার্তা বলে খালাতো ভাই আর আমি বাহিরে বের হই।
আমরা দুজনে চলে যাই দোকানের দিকে। দোকানে গিয়ে অল্প কিছুক্ষণ বসে থাকি তারপর দুজনে দোকান থেকে অন্যরকম একটা খাবার খাই। চাপাতি না দিয়ে দুধ জ্বাল দিয়ে দেয়। তো আমরা দুজনেই সেখানে বসে খুব মজা করে সেই পানীয় পান করি। বেশ অনেকটা সময় সেখানে বসে থাকি। তারপর সেখান থেকে বেরিয়ে রাস্তার দিকে আসি।
এলাকার মধ্যে এসে আমাদের আরেকটা বন্ধুকে পেয়ে যায়। তারপর আমরা তিনজনে বেশ অনেকটা সময় এলাকার মধ্যে হাঁটাহাঁটি করি। তারপর একটু স্থানে গিয়ে বসেই আমরা। বেশ অনেকটা সময় সেখানে বসে বসে যে যার মত ফোন দেখতে থাকি। তো সেখানে বসে কথাবার্তা বলতে বলতে আমাদের বেশ ভালো লাগে। তারপর সেখান থেকে উঠে যে যার বাড়ির দিকে চলে আসি।
আজকে শুক্রবার ছিল তাই তাড়াতাড়ি আজান দিয়ে দেয়। আগান শুনে সাথে সাথেই গোসল করতে চলে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই গোসল ছেড়ে ঘরে চলে আসি। ঘরে এসে নামাজ পড়ার জন্য পাঞ্জাবি টুপি পড়ে তৈরি হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে মসজিদের উদ্দেশ্যে চলে আসি। মসজিদে গিয়ে ইমাম হুজুরের ওয়াজ নসিহত শুনতে থাকি বেশ অনেকটা সময়।
তারপর সবার সাথে সালাত আদায় করে বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে জামা কাপড় গুছিয়ে নেই। তারপর কিছুক্ষণ বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নিতে থাকি। ৩:৩০ এর দিকে বাড়ি থেকে বের হই। আমি যেখানে ট্রেনিং করেছিলাম সেই জায়গা থেকে একটা চাকরির খোঁজ পেয়েছি। তার জন্য বাড়ি থেকে রওনা হই ঢাকার উদ্দেশ্যে।
সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসি পটুয়াখালী। এখান থেকে লঞ্চে করে চলে যাব ঢাকা। তো আমরা খুব সুন্দর ভাবে লঞ্চে উঠে পড়ি। আমার সাথে আমার এক সহপাঠী ও আছে দুজনে মিলে যাচ্ছি সেই চাকরির খোঁজে। তারপর এখানে এসে লঞ্চে উঠে পড়ি।
লঞ্চে উঠে আমরা লঞ্চের ভিতরে দেওয়া তোষক ভাড়া করে নেই। তারপর সেখানে ব্যাক রেখে বসে পড়ি। বেশ অনেকটা সময় সেখানেই শুয়ে বসে কাটিয়ে দেই। তারপর লঞ্চের মধ্যে এদিক-ওদিক একটু হাটাহাটি করি। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায়। হাটাহাটি করে আবারো এসে সেই বিছানার উপর বসে পড়ি।
রাত যখন গভীর হয়ে যায় তখন সেই বিছানার উপরে শুয়ে পড়ি। শুয়ে শুয়ে বেশ অনেকটা সময় ফোন দেখতে থাকি। অনলাইনে সবার সাথে কথাবার্তা বলি। বেশ ভালই লাগে সবার সাথে এভাবে কথাবার্তা বলতে। জীবনের প্রথম কোথাও এরকম ভাবে যাচ্ছি আমি। বলতে গেলে একপ্রকার জীবন যুদ্ধে নেমে পড়েছি আমি। এভাবেই কেটে যায় আমার আজকের রাতটা লঞ্চে করে।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit