আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকাল বেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়নি। সবার সাথে খাওয়া দাওয়া করতে চলে যাই। অনেক তাড়াতাড়ি ম্যাচে খাবার খেতে হয় তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করি। তো সবার সাথে খুব সুন্দর ভাবে অল্প কিছুক্ষণের মধ্যেই খাওয়া-দাওয়া করা শেষ হয়। তারপর সেখান থেকে আমরা সবাই উঠি।
আজকে আমার অফ ডে ছিল তাই আর আমি ডিউটিতে যাই না। তারপর রুমে এসে কিছুক্ষণ শুয়ে থাকি। বেশ অনেকটা সময় শুয়ে থাকার পরে বিছানা থেকে উঠে একটু বাইরে বের হই। তারপর একটা দোকানে গিয়ে এক কাপ রং চা পান করি। চা পান করতে করতে অল্প কিছুক্ষণ ফোনও দেখি। তারপর সেই দোকানের বিল পরিশোধ করে বাহিরে বের হই।
বাইরে বেরিয়ে চলে যাই একটা বিকাশের দোকানে। সে দোকান থেকে কিছু টাকা তুলে একটা সেলুনের মধ্যে এসে বসি। চুল গুলো অনেক বড় হয়ে গেছে সেগুলো কাটাতে হবে। তার জন্য কিছুক্ষণ সেখানে বসে থাকি। বেশ অনেকটা সময় লাগে চুল কাটাতে আমার। তারপর সেই দোকানের টাকা পরিশোধ করে রুমের দিকে চলে আসি।
তারপর রুমে এসে লুঙ্গি গামছা নিয়ে গোসল করতে চলে আসি। অল্প কিছুক্ষণ এর মধ্যেই গোসল করা শেষ হয়। তারপর সোজা রুমে চলে যাই। রুমে গিয়ে কিছুক্ষণ বসে আমার সহপাঠী জন্য অপেক্ষা করি তারপর তারা আসে সবাই মিলে খাওয়া দাওয়া করতে চলে যাই। খাওয়া দাওয়া করে এসে বিছানায় শুয়ে শুয়ে বেশ অনেকটা সময় ফোন দেখতে থাকি।
ফোন দেখি দেখতে কখন যে ঘুমিয়ে পড়ি আমি নিজেও বুঝতে পারিনি। শরীর প্রচন্ড ক্লান্ত থাকে তাই অনেক ঘুম আসে এখন। আরো সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয় খাওয়া দাওয়া করতে হয় তার জন্য বেশি ঘুম পায়। তো ঘুম থেকে উঠি একদম সন্ধ্যার কিছুক্ষণ আগে আগে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ অনলাইনে ভিডিও দেখি।
সন্ধ্যার পর বেশ অনেকটা সময় সবাই মিলে রুমের মধ্যে বসে আড্ডা দেই। বেশ ভালোই লাগে এভাবে সবাই মিলে রুমের মধ্যে বসে হাসি ঠাট্টা করতে। আমরা বেশ অনেকটা সময় গেমস ও খেলি বসে বসে। এভাবে কেটে যায় আমাদের অনেকটা সময় খুব সুন্দর একটা সময় কেটে যায় এভাবে।
তারপর আমরা চলে যাই খাওয়া-দাওয়া করতে। খাওয়া দাওয়া করতে একটু তাড়াতাড়ি যাই তার কারণে আমরা একটু ক্রাম বোর্ড খেলা দেখতে পাই। অল্প কিছুক্ষণ এভাবে আমরা ক্রাম বোর্ড খেলা দেখি। তারপর সবাই মিলে যে যার মত খাবার নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেই। খাওয়া-দাওয়া শেষ করে রুমে এসে বিছানা গুছিয়ে শুয়ে পরি।
TEAM 2
Congratulations! Your post has been upvoted through @steemcurator04. Good post here should be..Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit