আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। কিছুক্ষণ বসে থাকি বিছানার উপরে। কিছুক্ষণ পরে সকালবেলার খাওয়া-দাওয়া করতে চলে যাই। দুইদিন ঘরে খাওয়া দাওয়া করে আজকের সকালের খাবারটা কেমন আমার মুখে যাচ্ছিল না। মায়ের হাতের খাবার আর বাহিরের খাবারের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য হয় সেটা ঘর থেকে বাইরে গেলে বোঝা যায়।
খুব সুন্দর ভাবে খাওয়া দাওয়া শেষ করে চলে যাই ক্লাসে। ক্লাসে গিয়ে কিছুক্ষণ বসে থাকি তারপরে স্যার আমাকে ডাক দেয়। দিয়ে বলে সবাইকে কম্পিউটার দিয়ে ফোন ফ্লাশ দেওয়া শিখিয়েছি। আপনি তো বাড়িতে গেছিলেন আপনি তো পারেন না। আমি বললাম সমস্যা নেই স্যার আপনি একবার দেখিয়ে দেন আমি পুরোটা একবারই পারবো। আগে থেকে কম্পিউটারের বিষয় একটু জানা আছে আমার।
তো স্যার আমাদের সেখানে বসে বেশ অনেক জনকে এভাবে কম্পিউটারের মাধ্যমে ফোন ফ্লাস দেওয়া শিখায়। প্রথম একজনকে দেখানোর পরে দ্বিতীয় নাম্বারে আমি বসি কম্পিউটারের সামনে। প্রথম দিন আগে দেখিয়ে দেওয়ার পরেই আমি সবকিছু দেখে নিয়েই হোক শিখে যাই। আমিও সুন্দরভাবে বুঝিয়ে দেই সবকিছু স্যারকে। সুন্দরভাবে ফোন ফ্লাস দিয়ে দেখিয়ে দেই। তারপর আমাকে ছাড়ে বসতে বলেন। বলে পরে আবার আপনাকে দেখাতে হবে।
তো এভাবেই ক্লাসে বসে কেটে যায় সময়টা। ঠিক ১২:০০ টায় আমাদের ছুটি দিয়ে দেয়। আর বলে বিকাল তিনটায় আবার ক্লাসে আসতে। আমরা সবাই রুমে চলে আসি। রুমে এসে একটু বাইরে বের হই। বাইরে বের হয়ে সোজা একটা দোকানে চলে যাও। তারপর সেই দোকানে গিয়ে এক কাপ কফি পান করি আমি। কফি পান করে সেখান থেকে বের হয়ে চলে আসি রুমের মধ্যে।
রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে গোসল করতে চলে যাই। গোসল করে বিছানার উপরে কিছুক্ষণ বসে থাকি। তারপর দুপুরে খাওয়া-দাওয়া করতে ডাক দেওয়া হয় চলে যায় খাওয়া দাওয়া করতে। খাওয়া-দাওয়া শেষ করে দেন রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নেই। ঠিক তিনটায় ক্লাসে চলে যাই। ক্লাস এ গিয়ে প্র্যাকটিক্যাল আমাদের কিছু সেগুলো দেখতে থাকি। এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময়।
তারপর আমাদের ছুটি দিয়ে দেওয়া হয় আমরা সবাই যে যার মত রুমে চলে আসি। রুমে এসে আমিও আমার দুইজন সহপাঠী মিলে বাহিরে বের হই। তাদের কিছু কেনাকাটা করার ছিল তার জন্য তাদের সাথে মার্কেটে চলে যায়। সেখানে গিয়ে বেশ কিছু দোকান ঘোরাঘুরি করে তারপর তারা যাবে কেনাকাটা শেষ করে। কেনাকাটা শেষ করতে করতে একদম সন্ধ্যা হয়ে যাবে।
তারপর সেই মার্কেট থেকে বেরিয়ে চলে আসি মেলার সামনে। মেলার সামনে এসে কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাই মেলার মধ্যে। অল্প কিছুক্ষণ মেলার মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করে কাটায়। বেশ ভালোই লাগলো দুই তিন দিন পর আবার মেলায় আসলাম ঘুরতে। অল্প কিছুক্ষণ সেখানে সময় কাটাই তারপর বের হই মেলা থেকে। চলে আসি হোস্টেলের দিকে।
হোস্টেলে ঢোকার আগে একটা দোকানে বসি আমি। সেখানে বসে একটা কফি নিয়েই পান করার জন্য। খুব মজা করে কফি পান করি এখানে বসে। তারপর আস্তে আস্তে করে চলে যাই হোস্টেলের মধ্যে। সেখান থেকে সোজা রুমের মধ্যে চলে যাই। রুমে গিয়ে বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। তারপর খাওয়া দাওয়া করতে ডাক দেওয়া হয় খাওয়া-দাওয়া করতে চলে যাই। খাওয়া-দাওয়া শেষ করে রুমে এসে বিছানা বিছিয়ে শুয়ে পরি।
Manual Curation of "Seven Network Project".
#artonsteemit
ᴀʀᴛ & ᴀʀᴛɪꜱᴛꜱ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুদের কিছু জিনিসের প্রয়োজন ছিলো। তাই আপনারা একটি মার্কেটে গিয়েছিলেন। সেখানে গিয়ে কিছু কেনাকাটা করেন। আসলে বাহিরে গেলে কেনাকাটা করতে করতে কখন যে সময় পার হয়ে যায় আমরা কেউ বলতে পারি না। কেনাকাটা শেষ করে আপনারা মেলায় গিয়েছিলেন ঘুরতে এটা দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্লাস্টিকের পরিবর্তে কাগজের কাপে চা খাওয়াটা পরিবেশবান্ধব প্লাস্টিক পরিবেশের জন্য অনেক ক্ষতিকর এবং এটা আমাদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়াই।
কাগজের কাপে কপি দেখে মনটা ভরে গেল কিছুদিন আগেও ডক্টর ইউনুস প্লাস্টিক বর্জন করতে বলেছে। অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিদিন আপনার কার্যক্রম গুলো আপনি তুলে ধরেন এটা পড়তে বেশ ভালই লাগে ভালো লাগা থেকেই কাজগুলো করে থাকি আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার কমেন্টি মনোযোগ সহকারে পড়ার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit