আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয় নাই। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিছানায় বসে থাকি। তারপর খাওয়া দাওয়া করতে চলে যাই। খাওয়া-দাওয়া শেষ করে ক্লাসে চলে যাই। আজ তিনদিন পর ক্লাসে লেখাপড়ার জন্য আবার আসলাম। তো আমাদের সাথে সাথে অন্য নিয়মিত যারা আসা-যাওয়া করে ক্লাস করে তারাও ছিল। তো তারা একপাশে আমরা অন্য পাশে বসে লেখাপড়া করতে থাকি।
১১ টার দিকে আমাদের ছুটি দেয় তো আমি রুমে না গিয়ে বাইরে চলে আসি। বাইরে এসে একটা দোকানে চলে যাই। সেখানে গিয়ে এক কাপ কফি ও এক পিস কেক নেই খেতে। সেগুলো খুব মজা করে সেখানে বসে খাই আমি। তারপর খাওয়া শেষ হওয়ার পরে দোকানের বিল পরিশোধ করে রুমের দিকে চলে আসি। রুমে আইসেন কিছুক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি।
তারপর ১২ টার দিকে চলে যায় ক্লাসে। ক্লাসে গিয়ে আমাদের সিটের পড়া পড়তে থাকি। দেশ অনেকটা সময় এভাবে লেখাপড়ার মধ্য দিয়ে সময়টা ভালোই কাটে। তারপর সাড়ে আমাদের কাছে আসে আমাদের পড়া জিজ্ঞেস করে। মোটামুটি সবাই ভালোভাবেই পড়া দিতে পারি তাকে। তারপর যার যার পড়া হয়েছে শেষে রুমে চলে যায়। আমি তৃতীয়তে পারা দেয় তাই তাড়াতাড়ি রুমে চলে আসতে পারি।
তো রুমে গিয়ে অল্প কিছুক্ষণ ফোন নিয়ে বসে থাকি আমি। তার অল্প কিছুক্ষণ পরেই সবাই রুমে চলে আসে। সবাই রুমে আসার সাথে সাথে আমি গোসল করতে চলে যাই। সবাই একসাথে গোসল করতে আসায় অনেক ঝামেলা ও ডাকাডাকি হয় তাই আমি আগেই গোসল করতে চলে আসি। গোসল করে কিছুক্ষণ রুমে বসে থাকি। তারপর খাওয়া দাওয়া করতে চলে যাই। খাওয়া দাওয়া করে এসে রুমে কিছুক্ষণ রেস্ট নেই।
বিকাল তিনটায় ক্লাসের সময় আমাদের সবাই ক্লাসে যায় আমিও আমার এক বড় ভাই ক্লাসে যাইনি তখন। আমরা দুজনে বাইরে বেরিয়ে দুজনে দু কাপ কফি নেই পান করার জন্য। তো বেশ অনেকটা সময় সেখানে বসে বসে দুজনে কথা বলিও কফি পান করি। তারপর সেখান থেকে দুজনে চলে আসি ক্লাস রুমের দিকে।
তারপর ক্লাসে গিয়ে দেখতে পারি স্যারে সবাইকে এক এক করে প্রাকটিক্যাল দেখাছে। তবে এখানে একটা সময় সেখানে অপেক্ষা করা লাগে আমার। বেশ অনেকটা সময় পরে আমার প্র্যাকটিক্যাল দেখানোর সুযোগ হয়। মোটামুটি ভাবে ভালোই তাকে বুঝিয়ে দিতে পারি সব কিছু। তো ভালো করার জন্য আমাকে তাড়াতাড়ি অন্য জায়গায় বসতে বলা হয়।
আমাদের ছুটি দেয় সন্ধ্যারও বেশ অনেকটা সময় পরে। সেখানে বসে থাকতে থাকতে প্রায় ক্লান্ত হয়ে গেছিলাম। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে বেশ বিরক্ত লাগে আমার। ছুটি দেওয়ার পরে তাড়াতাড়ি করে সেখান থেকে রুমে চলে আসি। রুমে এসে অল্প কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে তারপর বের হই বাইরে। আমি ও আমার এক বড় ভাই চলে যাই একটা হোটেলে। সেখানে গিয়ে কিছু পুরি নেই আমরা খাওয়ার জন্য।
খুব মজা করে দুজনে মিলে সেখানে বসে পুরি খেলাম। তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসি সোজা হোস্টেলের দিকে। হোস্টেলে ঢুকে সাথে সাথে রুমে চলে যাই। রুমে গিয়ে কিছুক্ষণ শুয়ে শুয়ে গান শুনতে থাকি। এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময়। তারপর খাওয়া দাওয়া করতে চলে যাই। খাওয়া দাওয়া শেষ করে আমিও আমার সহপাঠীরা মিলে কিছুক্ষণ দুষ্টামি করি রুমের মধ্যে বসেই। তারপর যে যার মত বিছানা গুছিয়ে শুয়ে পড়ি।
ভাই আমি ততটা কফি খেতে পেরে পারিনা কফি খেলে শরীর অতিরিক্ত গরম হয়ে যায়। তবে মাঝেমধ্যে কফি খাওয়া খুবই ভালো সেটা আমি জানি। আপনাদের দুজনের কফির কাজ এক জায়গায় করে ছবি তোলাটা দারুণ হয়েছে।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে উপস্থাপনা করার জন্য। আপনার পরবর্তী দিনলিপি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সেটা জানি যে অতিরিক্ত কফি খেলে শরীর খারাপ করে। তবে আমার কাছে কফি খেতে বেশ ভালো লাগে। ভালোলাগার জিনিস ক্ষতিকর হলেও মানুষ সেটাকে বহন করে তার মধ্যে আমি একজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমার পোস্টটি পড়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দিনলিপির ভিতরে আমি প্রায় দেখি কফি খাওয়ার সুন্দর মুহূর্ত গুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট পড়ে খুব সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit