বাংলার কিছু ইতিহাস এর কথা

in hive-120823 •  last year 
আসসালামু আলাইকুম স্টিমিয়ানস

আমার ব্যবহারকারীর নাম @sinthiyadisha এবং আমি বাংলাদেশ থেকে এসেছি।

হ্যালো বন্ধুরা
বাংলাদেশ নামটির পিছনে অনেক এর অবদান আছে , এই নাম এর জন্য অনেক মানুষ নিজের জীবন ও দিয়ে দিয়েছে , কত ইতিহাস কত ত্যাগ আছে, আমরা তো শুধু গল্প ও ই শুনে গেলাম আর যারা এসব সময় পার করেছে তাদের কেমন অনুভুতি ছিল ভাবতে ই অবাক লাগে, তাই বাংলার কিছু ইতিহাস আজকে তুলে ধরলাম, দক্ষিন এশিয়ার মধ্যে বাংলাদেশ হল অনেক বড় এবং উন্নয়নশীল রাষ্ট্র, বাংলাদেশে হাজারো যোদ্ধার মৃত্যুর পর ১৯৭১ সালে দেশটি স্বাধীন হয়। পাকিস্তানিদের সাথে ১৯৭১ সালে যুদ্ধের পর বাংলাদেশ্টি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে অনেক ইতিহাস আছে , কিছুটা আমি আপনাদের সাথে শেয়ার করছি।
pexels-pixabay-54098.jpg

pexel

বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে , প্রথম শতকে আসলো, ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজি, তিনি বাংলার পশ্চিমে নদীয়া ও উত্তর বাংলার কিছু যায়গা দখল করে নেন এবং কিছু শতাব্দির পর তিনি বিহারের এক অভিজান এ মারা জান। বাংলাদেশের ইতিহাস সেই ক্যালকোলিথিক যুগ থেকে চলে আসছে, তখনকার প্রথম ইতিহাস হচ্ছে আঞ্চলিক আধিপত্যের জন্য হিন্দু ও বৌদ্ধ সাম্রাজ্যসমূহের মধ্যকার দ্বন্দ্ব ও প্রতিযোগিতার ইতিহাস। ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীতে এ অঞ্চলে ইসলামের আগমণ ঘটে।

pexels-pixabay-87772.jpg

pexel

প্রাচীন ইতিহাসের যুগে এক এর পর এক এক শতাব্দি আ্সতে থাকে, মুঘল সম্রাজ্জের শতাব্দী শেষ হওয়ার পর নবাবাদের অধিনে দেশটি চলে যায়, তারপর নবাব সিরাজুউদ্দওলার হাতে শেষ হয়। তারপর আবার শুরু হয় পলাশের যুদ্ধ, সেই যুদ্ধে জয়ী হওয়ার পর ইন্ডিয়ান একটি কম্পানি একটি অঞ্চল দখল করে নেন,কিছু সাল পরে বাংলাদেশের সীমানা প্রতিষ্ঠিত হয় বাংলা ও ভারত এর পৃথকীকরনের মাধ্যমে। তখন এই অঞ্চল টি পূর্ব পাকিস্তান নামে পরিচিতি হয়, তারপর আবার কিছু বছর পর সাধিনতার জন্য ঘোষণা করা হল, দীর্ঘ নয় মাস বাংলার স্বাধীনতার জন্য অনেক এ জীবন দিয়ে রক্ত ক্ষরণ করে দেশকে স্বাধীন করেছে।

pexels-ahmed-akacha-6643386 (1).jpg
পেক্সেল

দেশটি তো স্বাধীন হয়ে যায় কিন্তু দেশে এসে পরে প্রাতিক দুর্যোগ, অভাব, দারিদ্রতা, রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক অভ্যুত্থানের মত অসংখ্য সমস্যার মুখোখুখি হতে হয়। এতে অনেক মানুষ অভাবে মারা যায়, দুর্যোগের কারনে কোথাও অবস্থান নিতে পারেনি, অনেক কষ্টের সম্মুখীন হতে হয় । ১৯৯১ সালের পর থেকে দেশের মধ্যে শান্তি আসে অর্থনৈতিক এর পরিবর্তন ঘটে।

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuzoDze6w8k1L7JFSvaLfKW5UELWgsskDEiZ41EVU3YTYeAQe2a1fze9uuBo151gAQ6CtsyD2JhZ6bvsxn5jGDxjacN3JN2bfFD3Kmh2FqrsqGVZCkPuutaXqqWMA59MVzDcfGD4KMrwbDLkW1sHDhTL7qgmmMMH8YSGLoxdBK.png

আশা করি আমার পোস্ট টি আপনাদের পরে অনেক ভালো লাগবে.

শুভ লেখা

🍁ধন্যবাদ🍁

My 1st Achievement

শুভেচ্ছান্তে
@sinthiyadisha

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

যখনই স্বাধীনতার কথা মনে পড়ে তখনই চোখে পানি চলে আসে। তখন না জানি কত মানুষ নিজের জীবন দিয়ে দিয়েছে, কত মা বোনের ইজ্জত চলে গেছে বলে শেষ করা যাবে না। আসলে সেই সময়টা ছিল অনেক বেদনাদায়ক।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টপিক আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ইতিহাসের কথা বলেছেন খুবই ভালো লাগলো।

ধন্যবাদ আপনাকে সময় দিয়ে আমার পোস্ট টি পড়ার জন্য, বাংলাদশের এখন কিছু শিল্প বর্তমান যুগে হারিয়ে যাচ্ছে , এখনকার যুগের এমন শিল্প আর দেখা যায় না।আমাদের ইতিহাস আর শিল্প আমাদের বাংলার গর্ব।