আমার ব্যবহারকারীর নাম @sinthiyadisha এবং আমি বাংলাদেশ থেকে এসেছি। |
---|
আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি , কয়েকদিন ধরে শুধু খারাপ খবর শুনছি আমার আত্মীয় স্বজনদের মাঝে অনেকেই শুধু অসুস্থ হচ্ছে , গতকাল আমার খুব কাছের বান্ধবী , আমরা স্কুল এর বান্ধবী, তার নাম মুনমুন , কয়েকদিন যাবৎ ওর সাথে কথা হচ্ছেনা আমাদের আমাদের স্কুল এর একটি গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া তে আমরা কথা বলি, কয়েকদিন ধরে তাকে অনলাইন এ দেখা যাচ্ছেনা , আমরা সব বান্ধুবীরা একটু চিন্তায় পরে গিয়েছিলাম , পরে ওর পরিবার এর একজন এর সাথে কথা বলে জানতে পারলাম আমার বান্ধবী মুনমুন, তার হাসবেন্ড নাকি হাসপাতাল এর আইসিইউ তে ভর্তি অনেক অবস্থা খারাপ, শুনে তো অবাক হয়ে গেলাম কি হলো , দেরি না করে পরদিন ই আমার বান্ধবীকে দেখতে চলে গেলাম হাসপাতাল এ , ওর হাসবেন্ড অনেক অসুস্থ উনার কিডনী, লিভার, লাঞ্ছ এ প্রবলেম ধরা পড়েছে , ডাক্তার বলেছে খুব সিরিয়াস কন্ডিশন .
আমার বান্ধবী আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো , আমিও নিজেকে থামাতে পারলাম না খুব খারাপ লাগছিলো তার অবস্থার কথা শুনে ,আমি তাকে শান্ত করলাম পরে আমি দেখলাম মুনমুন এর সাথে তার পরিবার এর কেউ নেই , আমি মুনমুন কে জিজ্ঞাসা করলাম যে তুই একা কেন, সে আবার কান্না করতে বললো কেউ নাই আমার পাশে, আমি খুব এক হয়ে গিয়েছি, পরে জানতে পারলাম বাস্তবতা , মুনমুন এর দুই ছেলে তার মা অসুস্থ এর কাছে , ওর বাবা মারা গিয়েছে এক বছর হয়েছে , ওর নিজের কোনো আপন ভাই বা বোন নেই .
তার হাসবেন্ড আর তার বড়ভাই ছাড়া তেমন কেউ নেই , মুনমুন এর হাসবেন্ড এর বড় ভাই ও তাকে দেখতে আসেনি , মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন হয়, যে ছেলেটার কেউ নেই বড় ভাই একজন মাথার ছায়া হিসেবে থাকা দরকার কিন্তু আজকে ছোট ভাই অসুস্থ দেখে বড় ভাই এভাবে সরে যাবে আমার বান্ধবী কোনোদিন সেটা ভাবতে পারেনি, তাই আমার বান্ধবী খুব হতাশ হয়ে গিয়েছে তারপর ও মুনমুন অনেক চেষ্টা করছে তার হাসবেন্ড কে সুস্থ করার। আমি তাকে অনেক সাহস দিলাম বুঝলাম , বাস্তবতা মানুষ এর জীবন অনেক কঠিন,এখনকার বাস্তব জীবনে মানবতা হারিয়ে গেছে বলা যায় , একটা মানুষ যখন বিপদে থাকে তখন তার আসে পাশের মানুষ কে চেনা যায় ,যেমনটা আমার বান্ধবীর সাথে হয়েছে।
আজকে খুব বেশি আমার মন খারাপ হয়ে গিয়েছিল , খুব ভাবাচ্ছে আমাকে যে বাস্তবতা কতটা কঠিন , আমাদের জীবনটা কতটা অনিশ্চিত কখন কি জীবনের সাথে ঘটে যাবে আমরা কেউ কিছু বলতে পারবোনা, তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে, আমাদের যেন কখনো কারো মুখাপেক্ষী হতে না হয় , নিজের জীবনের যুদ্ধে যেন এক লড়তে পারি সেটার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আমার বান্ধবীর সাথে যা হয়েছে সেটা যেন আর কারো সাথে না হয় ,আজকে হাসপাতাল থেকে আসার প আমার খুব খারাপ লাগছিলো তাই সবার সাথে আমার খারাপ লাগা টা শেয়ার করলাম , আশা করি আমার পোস্ট টি পরে সবার ভালো লাগবে আর সবাই আমার বান্ধবীর জন্য দোআ করবেন।
কথায় আছে,"আপনের চেয়ে পর ভালো,পরের চেয়ে জঙ্গল ভালো"... কথাটি পুরোপুরি সত্য না হলেও জীবনের বেশীর ভাগ সময় কথাটির সত্যতা মিলে।
source
🍁ধন্যবাদ🍁
@sinthiyadisha
বর্তমান সময়ে মানুষ অসুস্থ বেশি হয়ে যাচ্ছে। আপনি আপনার বান্ধবীর কথা বললেন তার হাজবেন্ড অনেক অসুস্থ এবং তার পাশে কেহ নাই। তার ভাই আছে সে ও তার ছোট ভাইকে দেখতে আসেনা। এটা সত্যি অনেক দুঃখজনক। বিপদের সময় যদি আপন মানুষগুলো না আসে তাহলে মানুষ আরো ভেঙে পড়ে। শুধুমাত্র বড় ভাই আপন আছে তাও সে ছোট ভাইয়ের খোঁজখবর রাখে না এ কেমন বড় ভাই।
খুবই মর্মান্তিক একটি অবস্থায় আছে আপনার বান্ধবী। সৃষ্টিকর্তা যেন তাকে সবকিছু সামলানোর শক্তি দান করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে অসুস্থতার হার দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে আমি একজন ওষুধ বিক্রেতা আমি এ বিষয়গুলো অনেক লক্ষ্য করছি এরমধ্যে ছোট শিশু বৃদ্ধ বয়সী মানুষ বেশি সমস্যাই আছে
আপনি আপনার বান্ধবীর হাজবেন্ডের সমস্যার কথা এখানে উল্লেখ করেছেন এ কঠিন বিপদের সময় তাকে সান্ত্বনা দেওয়ার মত পাশে কেউ নেই
এটা খুবই দুঃখের বিষয় আসলে বাস্তবে একটা প্রবাদ আছে আপনার চেয়ে বড় ভালো। মহান প্রভু আপনার বান্ধবীর হাজবেন্ডকে দ্রুত সুস্থ করে দিন। সম্পূর্ণ বিষয়টি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চরম সত্য , বাস্তবতা বড়ই কঠিন। যে বাস্তবতার মুখোমুখি হয়েছে সেই বুঝতে পারে বাস্তবতা কতটা কঠিন ।বাস্তবে মানুষ সময়ে এবং পরিস্থিতিতে কতটা কঠিন হয়ে যায়, এটা বাস্তবতার সম্মুখীন না হলে জানা যায় না। যে বাস্তবতার সম্মুখীন হয়েছে একমাত্র সেই জানে। এই চরম সত্যটা আমার সাথে অহরহ ঘটছে ,তাই আমি জানি বাস্তব কথাটা কঠিন। বর্তমান সময়ের অধিকাংশ মানুষই অকৃতজ্ঞ, নিষ্ঠুর ,স্বার্থপর। আপু ,দোয়া করি আপনার বান্ধবীর স্বামী যেন সুস্থ হয়ে ওঠে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit