প্রিয় বন্ধুরা
তবে আমরা যখন রান্না করার জন্য সামনের দিকে যাচ্ছিলাম তখন আমাদের কিছু কাজ ছিল। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে মুরগি কিনে নিয়ে আসা। যদি আমাদের খাবার আয়োজন করায় টাকার পরিমাণ কম ছিল তবুও আমাদের রান্না করা খাবার খুবই ভালো হয়েছিল। তবে আমরা সকলের সাথে খাবার খেয়েছি।
মাংস আনার পর মাংসগুলোকে কেটে সুন্দরভাবে রান্নার উপযোগী করি।সুন্দরভাবে ধুয়ে আমরা রান্নার কাজ শুরু করি। আমরা আমাদের রান্নার কাজ শেষ করি। তোদের মতো মাংস রান্না করিনি খিচুড়ি রান্নার জন্য অন্য একটা পাত্র সংগ্রহ করি এরপর ওই পাত্রে খিচুড়ি রান্না করতে শুরু করি।
খিচুড়ি রান্না শেষ করে বিয়ের শেষের দিকে আমরা সেই মাংসগুলো খিচুড়ির ভিতরে দিয়ে দেই। তৈরি হয়ে সুন্দর কিছু। রান্না করতে আমাদের তেমন কষ্ট হয়নি কষ্ট হয়েছে শুধু এক জায়গায় আমরা যখন রান্না করতেছিলাম তখন আগুন ভালোভাবে জ্বল ছিল না।এরপর আমরা রান্নার কাছে শেষ করি।
রান্নার কাজ শেষ করে আমরা আমাদের মত করে খাওয়ার প্রস্তুতি গ্রহণ। প্রথমে আমরা কিছু বড় প্লেটের ব্যবস্থা করে এবং সেই প্লেটে আমরা একসাথে তিন থেকে চারজন মানুষকে খেয়েছি। খাবার খেয়েছি আমরা সবাই একসাথে খাবারগুলো খেয়েছি। খাবার খুবই মজা হয়েছিল। যার কারণে সবাই প্রচুর খেয়েছি।
তবে আল্লাহ যখন রান্নার কাজ শেষ করি তখন আমাদের একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি হচ্ছে আমাদেরকে পাত্র ছিল সেই রুটিন আমাদের সময় আমাদের হাত থেকে ছুটে গিয়েছিল। এখন আমাদের মধ্যে একজনের একটা ক্ষতি হয়েছিল। ক্ষতিটা খুবই সামান্য ক্ষতি ছিল।
তবে আমরা যে দিনটি উদযাপন করেছি সেই দিনটি আমার কাছে ভোলার নয়। আমার কাছে এই দিনটি স্মৃতি হয়ে রয়ে যাবে। আশা করি আপনাদের আমাদের এই দিনটি খুবই ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানে শেষ করছি।
খোদা হাফেজ
Device | Name |
---|---|
Android | OPPOA16 |
Camera | camera 13MP 2MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @sohag10 |
X promotion
https://x.com/abirisl92793299/status/1817741335270736185
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা। একসঙ্গে সবাই মিলে মজা করে খিচুড়ি খেয়েছেন। এই সুন্দর মুহূর্তটি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খিচুড়ি নামটি শুনেই কেমন জানি মুখে পানি চলে আসলো। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি যেন আমাদের সঙ্গে সাথি।বৃষ্টি আসলে বিশেষ করে আমি বাড়িতে খিচুড়ি রান্না করতে বলি। আর খিচুড়ির সঙ্গে ডিম মামলেট হলে তো কোন কথাই নেই। খিচুড়ির সঙ্গে ডিম মামলেট সবাই পছন্দ করে। আর বৃষ্টির মধ্যে খিচুড়ি আর ডিম মামলেট আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে সহকারে আমার লেখাটি পরে সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit