আসসালামু আলাইকুম সবাইকে, আমি @sumon247
আছি 🇧🇩 #Bangladesh এর রাজধানী ঢাকা থেকে।
পছন্দের খাবার খেতে প্রতিটি মানুষ ভালবাসেন। সন্ধ্যার স্ন্যাকস কিংবা হালকা নাস্তা হিসেবে আমরা নানান ধরনের খাবার খেয়ে থাকি। আজকে আমি আমার পছন্দের একটি খাবার ফ্রাইড চিকেন নিয়ে সাজিয়েছি।
![]() |
---|
বাসায় এসে হালকা ক্ষুধা মেটানোর জন্য কখনো আমার প্রিয়তমা স্ত্রীকে পছন্দের খাবার তৈরি করতে বলি আবার কখনো আমরা চেষ্টা করি বাহিরের কোনো একটা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় গিয়ে হালকা খাবার খেতে। যাইহোক, অফিস থেকে ফিরে আমার প্রিয়তমা স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাহিরে খাবার খেতে বের হই।
![]() |
---|
আমার প্রিয়তমা স্ত্রী ফ্রাইড চিকেন অনেক পছন্দ করেন এবং আমিও। আমরা 'খাবার-দাবার রেস্টুরেন্ট' এ গিয়েছি। সেখানকার প্রতিটি খাবার মুখরোচক এবং সুস্বাদু। চিকেন শাশলিক কাবাব, চিকেন বটি কাবাব, ফ্রাইড চিকেন, চিকেন চাপ, বীফ চাপ, গ্রীল চিকেন সহ নানান ধরনের খাবার এখানে তৈরি করা হয়।
![]() |
---|
খাবারের নাম | দাম (বাংলাদেশি টাকা) | দাম (স্টিম) |
---|---|---|
ফ্রাইড চিকেন | ১২০ টাকা | ৬.৯৩ স্টিম |
স্পেশাল ফ্রাইড চিকেন | ১৬০ টাকা | ৯.২৫ স্টিম |
চিকেন চাপ | ১৮০ টাকা | ১০.৪০ স্টিম |
বীফ চাপ | ২২০ টাকা | ১২.৭১ স্টিম |
চিকেন শাশলিক কাবাব | ১৬০ টাকা | ৯.২৫ স্টিম |
গ্রীল চিকেন | ১২০ টাকা | ৬.৯৩ স্টিম |
![]() |
---|
পূর্বে আমি যখন ডায়েট করতাম তখন আমার খাবারের রুটিনে রেগুলার নানান ধরনের শাক-সবজি, মাছ এবং চিকেন থাকতো। রেগুলার চিকেন খাওয়ার কারণে চিকেনের প্রতি কিছুটা দূর্বলতা রয়েছে আমার।
![]() |
---|
যেহেতু পছন্দ তাই জানার কৌতুহল একটু বেশি। চিকেন ফ্রাই এটি এমন একটি মজার খাবার, যা ছোট-বড় সবাই পছন্দ করেন। চিকেন ফ্রাইয়ে প্রচুর ক্যালোরি, প্রোটিন ও চর্বি থাকে। ট্রান্সফ্যাট থাকার কারণে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মচমচে আবার ভিতরে নরম, ঝাল স্বাদের এই খাবারে থাকে প্রচুর তেল। তাই স্বাস্থ্য বিবেচনায় চিকেন ফ্রাইকে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। চিকেন ফ্রাই খেলে এসিডিটি, উচ্চরক্তচাপ, ওজন বেড়ে যাওয়া, রক্তের কোলেস্টেরল বেড়ে যাওয়া ইত্যাদি হতে পারে। অতিরিক্ত কোনো জিনিস খাওয়া ভালো নয়।
![]() |
---|
যাইহোক, সন্ধ্যায় ঘুরতে বের হয়ে আমরা ফ্রাইড চিকেন অর্ডার করেছি। ফ্রাইড চিকেনের সাথে স্পেশাল সস এবং ফ্রেঞ্চ ফ্রাই সহ একটি কম্বো, খাবারের স্বাদ অতুলনীয়। অর্ডার করার ১০-১৫ মিনিটের মধ্যে গরম খাবার হাজির করা হয় কাস্টমারের সামনে।
গরম গরম পরিবেশন করা হলো। আলহামদুলিল্লাহ, খাবার খুবই ভালো ছিলো। এই ছিলো আমার আজকের ছোট্ট পরিসরে আয়োজন।
ব্যক্তিগত মতামত খাবার খাওয়ার পরঃ
খাবারঃ ফ্রাইড চিকেন
খাবারের রেটিংঃ ৮.৯/১০
রেস্টুরেন্টঃ খাবার-দাবার রেস্টুরেন্ট
লোকেশনঃ ঢাকা, মহাখালী
ব্যক্তিগতভাবে আমিও ফ্রাই চিকেন খুব বেশি পছন্দ করি। আমার যখনই কোন কাজের প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ হয় তখন এটা আর মিস করি না
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চিকেন ফ্রাই কমবেশি সবাই পছন্দ করেন। আপনার কাছ থেকে শুনে ভালো লাগলো, ক্ষুধা নিবারনের জন্য আমিও প্রায় বাহিরে থাকলে এই খাবার খেয়ে থাকি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি খুবই চমৎকার একটি খাবার শেয়ার করেছেন যা অত্যন্ত সুস্বাদু সকলের কাছে। তার নাম হচ্ছে ফ্রাইড চিকেন।
আপনার স্ত্রীও যেমন পছন্দ করেন আপনিও ঠিক তেমনি পছন্দ করেন আরো নানান রকমের খাবার হয়েছে যে গুলোর নাম উল্লেখ করেছেন এখানে। প্রয়োজন হলে বাড়িতেও আপনারা এই খাবারগুলো আয়োজন করেন আবার মাঝে মাঝে রেস্টুরেন্টেও চলে যান।
খুবই ভালো আপনাদের মহব্বত আমি বৃদ্ধি হোক এবং এমন সুস্বাদু খাবার সম্পর্কে আমাদের মাঝে আরো নিয়ে আসুন। পরিশেষে বলবো এটাই এর দাম সম্পর্কে আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছি।
ধন্যবাদ জানাই আপনাকে এবং আপনার পরিবারকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ছেলের প্রিয় একটি খাবার ফ্রায়েড চিকেন। ও যদি আপনার পোস্টটা এখন দেখতো, তাহলে ও বলতো-'মা, আমাকেও একটা ফ্রায়েড চিকেন এনে দাও, আমি খাই, আর তুমি ছবি তুলে এই আঙ্কেলের মতো সবাইকে পাঠাও।'😊
ভালো লাগলো আপনার লেখা পড়ে। ভালো থাকবেন, আপনার দিনটি শুভ হোক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জেনে ভালো লাগলো, যেকোনো বয়সের মানুষ ফ্রাইড চিকেন পছন্দ করেন। বাসায় তৈরি করলে খুব একটা স্বাদ হয় না রেস্টুরেন্টের মতো। অনেক ধন্যবাদ বেন সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
We support quality posts anywhere and any tags.
Curated by : @sduttaskitchen
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে যে চিকেন ফ্রাইয়ের ভালো দিক ও খারাপ দিক তুলে ধরার জন্য কারণ আমি আগে জানতাম যে ফ্রাই চিকেন খেলে এরকম কিছু হতে পারে।
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit