চাঁদের নিচে শুক্রগ্রহের দেখা মিলেছে আজ।

in hive-120823 •  2 years ago 

Img_20230325-001232_Gallery.jpg
Source

আজ আকাশে এই বিশেষ দৃশ্য দেখা গিয়েছে। অর্ধচন্দ্রের নিচে একটি তারকা। তারাকা চিহ্নটি চাঁদের উপরে হলে এটাকে বলা হতো চন্দ্রবিন্দু৷ কিন্তু এখানে তারকাবিন্দুটি চাঁদের নিচে। এই দৃশ্য এই প্রথম না, মহাজাগতিক এই দৃশ্য বহু প্রাচীনকাল থেকে বহুবার পুনরাবৃত্তি হয়েছে।

মহাজাগতিক ব্যাখ্যাঃ আজকে ছিলো শুক্র গ্রহণ। আজ চাঁদ, শুক্র (Venus) ও পৃথিবী একই সরলরেখায় ছিলো। এই দিন পাতলা চাঁদের আভায় খুব কাছ থেকে ঢেকে দিয়েছে শুক্রকে। গ্রহণ শেষে শুক্র কে দেখা গেছে চাঁদের নিচে। এমনই এক বিরল ঘটনা ঘটেছিল ২০১৪ সালের ২৬শে ফেব্রুয়ারী।

illustration-lord-shiva-standing-top-rock-indian-god-hindu_24381-1480.webp
Source

আধ্যাত্মিক ব্যাখ্যাঃ মহাদেবের কপালেও এই চিহ্ন দেখা যায়। এটা মূলত শিব ও শক্তির মিলিত রূপ শিবশক্তির প্রতীক। মারাঠারাও কপালে এই চিহ্ন অংকিত রাখতেন শিবশক্তির প্রতীকরূপে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আরবি হরফ বা এর মতো দেখা যায়।
তবে আমি এই প্রথম দেখলাম এর আগে হয়তোবা লক্ষ্য করি নি ২০১৪ সালে। ঐরকম ভাবে তখন ভাইরাল অপশনটি ছিল না বা এতো সোশ্যাল মিডিয়া ছিল না যে কারণে সবার মাঝে হয়তো ছড়িয়ে পড়েনি।

যদিও আমি এ বিষয়টা আজকে লক্ষ্য করে দেখলাম। কিন্তু এটা ২০১৪ সালের হয়েছিল। তখন হয়তোবা আমরা এটাকে তেমন একটা গুরুত্ব দেইনি।অনেকেই গুরুত্ব দিয়েছে কিন্তু তখন বুঝতাম না এটা কি তাই এত গুরুত্ব দিতে পারিনি।

কিন্তু গতকালকে যেটা দেখা গিয়েছিল সেটা আসলেই সত্যি অসম্ভব সুন্দর।

কুরআনের আরবি অক্ষরের মতো এটা দেখতে। যাই হোক আপনি এই বিষয়ে আমাদের সাথে তুলে ধরেছেন। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে তুলে ধরার জন্য আপনার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।

হ্যালো,
@swagatoroy,

  • আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগত।

  • আমাদের কমিউনিটিতে আপনার লেখা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই। তবে আমাদের কমিউনিটিতে নিয়মিত পোস্ট করার জন্য,অ্যাচিভমেন্ট ওয়ান পোস্ট ক্লিয়ার করা বাধ্যতামূলক। কিন্তু আপনার অ্যাচিভমেন্ট পোস্ট ক্লিয়ার নেই, তাই আপনাকে অনুরোধ করব, প্রথমে নিউকামার্স কমিউনিটিতে অ্যাচিভমেন্ট ওয়ান পোস্টটি করুন। সেই পোস্ট ভেরিফায়েড হলে আপনি আমাদের কমিউনিটিতে নিয়মিত পোস্ট করতে পারবেন।

  • যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনি আমাদের ডিসকর্ডে যোগাযোগ করতে পারেন।

  • আমাদের ডিসকর্ড লিংকটি হলো:- https://discord.gg/GSEvxMAj

Discord invite link টি আরেকবার দেওয়ার জন্য অনুরোধ করছি। কারণ এটা link expire দেখাচ্ছে

আমি যতটুকু জানি, discord link টি মাঝেমধ্যে পরিবর্তন হয়। kindly আপডেট লিংকটি দিয়েন আপু

Screenshot_20230325-232825_Discord.jpg