আমার হাতের আঁকা গ্ৰামের প্রাকৃতিক দৃশ্য

in hive-120823 •  2 years ago  (edited)

IMG_20221023_002326.jpg

( আমার হাতের আঁকা গ্ৰামের প্রাকৃতিক দৃশ্য)

প্রিয়,
পাঠকগণ,

আপনাদের সকলকে শুভ ধনতেরস এবং রবিবারের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের লেখা শুরু করছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার হাতে আঁকা প্রাকৃতিক দৃশ্য। অনেক দিন গ্ৰাম বা প্রাকৃতিক দৃশ্য আঁকা হয় নি। তাই ভাবলাম আজ একটু অন্য ধরনের কিছু আঁকা যাক। রঙের দিয়ে সকলেই ছবি এঁকে থাকে তাই আজ আমি কালো বর্ডার পেনসিল দিয়ে সেড করে ছবিটি আঁকবো।

আমাদের মধ্যে অনেকেই আছে যাদের গ্ৰাম খুব পছন্দ। আমার ও খুব পছন্দ। গ্ৰামের পরিবেশ আমার খুব ভালো লাগে। গ্ৰামের পরিবেশ একদম শান্ত এবং মনোরম হয়। তাই আমাদের ব্যস্ততম জীবন ছেড়ে অনেকেই এমন গ্ৰামে বেড়াতে যায়।

আমাদের সকলেই কর্মজীবনে ব্যস্ততার জন্য নিজেদের জন্য সময় না, কিন্তু কিছু সময় এমন একটি গ্ৰামে ঘুরতে গিয়ে দেখবেন মন কতোটা ভালো হয়ে যায়।

আশা করছি আপনাদের আমার আঁকা ছবিটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন।তাহলে আসুন আপনাদের বলি আমি কিভাবে এই ছবিটি আঁকলাম।

-:আঁকার সরঞ্জাম:-

১) একটি সাদা বডো আর্ট পেপার।
২) কালো রঙের বর্ডার পেনসিল।
৩) একটি ফোর বি পেনসিল।
৪) একটি পেনসিল কাটার।
৫) রবার।

IMG_20221022_151317.jpg

পদ্বতি:-

-:প্রথম ধাপ:-

Polish_20221023_010054238.jpg



  • প্রথমে আমি একটি বড়ো আর্ট পেপারের চারদিকে দাগ কেটে নিলাম। তার ভিতরে ছবিটা আমি আঁকবো।
  • এরপর গাছ আঁকার জন্য প্রথমে একটি দাগ কেটে নিলাম।

  • তারপর গাছটি এঁকে নিলাম। এরপর দুটি বাড়ি এঁকে নিলাম।

-: দ্বিতীয় ধাপ:-

Polish_20221023_010121813.jpg



  • তারপর ঘর এবং জঙ্গল এঁকে নিলাম। জঙ্গলের উপর দুটি নৌকা আছে সে গুলি ও এঁকে ফেললাম।

  • এরপর বাড়ি গুলির সামনের দিকে নদীর পাড় এঁকে নিলাম।

  • তারপর নদীর পাড়ে দুটি নৌকা এঁকে নিলাম। নৌকা আঁকা হয়ে গেলে। ছবিটি আঁকা হয় গেলো।

-: তৃতীয় ধাপ:-

IMG_20221023_010613.jpg



  • এরপর সব কিছু আঁকা হয়ে গেলে এরপর কালো বর্ডার পেনসিল দিয়ে সেড করা শুরু করলাম।

  • প্রথমে গাছটি সেড করলাম। এরপর বাড়ি এবং নৌকা ও জঙ্গল সেড করে নিলাম।

  • সব কিছু পর আকাশে পাখি এঁকে নিলাম।

IMG_20221023_010000.jpg

ব্যস হয়ে গেলো আমার গ্ৰামের প্রাকৃতিক দৃশ্য আঁকা।

আমাদের সকলেই এমন ধরনের গ্ৰামের পরিবেশে থাকতে পছন্দ করে। গ্ৰামের পরিবেশ এবং আবহাওয়া সব কিছুই খুব সুষ্ঠু। যারা শহরের থেকে বড়ো হয়েছে তারা তাদের ছুটি কাটাতে ঠিক এমন জায়গায় যেয়ে থাকে। যাতে তাদের মন এবং মস্তিষ্ককে একটু শান্ত করতে। কারন প্রতিদিনের জীবন থেকে নিজেদের জন্য সময় বার হয়ে ওঠে না তাই সকলেই ছুটিতে গ্ৰামে ঘুরতে যায়।

আমার আঁকাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনার সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

শুভ রাএি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার আঁকাটা দারুন হয়েছে।কিন্তু ধাপ গুলো আরো ভালো করে ব্যাক্ষা করলে বুঝতে সুবিধা হতো।

অসংখ্য ধন্যবাদ @sanchita96 দিদি আপনাকে। চেষ্টা করবো আরও ভালো করে লেখার যাতে আপনি বুঝতে পারেন। ভালো থাকবেন।

Loading...

খুব সুন্দর এঁকেছো। আঁকার প্রতি এমনই যত্নশীল থেকো।

বাহ্! ভারী চমৎকার হয়েছে তোমার আঁকা দৃশ্যটি, এইভাবে সমান আগ্রহ নিয়ে কাজ করে যাও আগামী দিনেও।

অসংখ্য ধন্যবাদ আপনাকে @pulook স্যার। আশীর্বাদ করবেন আগামী দিনে এই ভাবেই কাজ করে যেতে পারি।

তোমার আঁকার প্রমাণ করে তোমার আঁকার হাত কত সুন্দর, আমার অনেক শুভেচ্ছা রইলো তোমার আগামীদিনের জন্যে।

অসংখ্য ধন্যবাদ @sduttaskitchen ম্যাম আপনাকে। আশীর্বাদ করবেন আগামী দিনে এমনভাবে কাজ করে যেতে পারি।

TEAM 4 CURATORS

Congratulations!
This post has been upvoted through steemcurator07.
We support quality posts anywhere and any tags.
Curated by : @deepak94

amazing.gif