প্রিয়,
বন্ধুরা,
আশাকরি আপনার সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন।আর আজকের দিনটা আপনাদের ভালো কেটেছে।
আজকের আমি গিয়েছিলাম সোমার ভাগ্নির জন্মদিনে। কাল থেকেই আমাদের প্ল্যান চলছে ওকে সারপ্রাইজ দেওয়ার। কারন ও আমাদের সকলের জন্মদিনে সারপ্রাইজ দিয়ে চমকে দিয়েছিল আগে।
আমি আজ একটা ছবি এঁকে ছিলাম দুপুর বেলাতেই। আর আমি ভেবেছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তারপর যখন জন্মদিনে গেলাম, ভাবলাম এই সুন্দর কাটানো মুহুর্তের কথা আপনাদের বলি।তাহলে আগামী কাল আপনাদের সাথে আমার আঁকা ছবি ভাগ করে নেবো।
আমি বিকেল বেলায় ৫টার সময় সোমার বাড়িতে যাই কারন ওখানেই জন্মদিনের আয়োজন করবো আমরা সকলের মিলে।
তারপর আমি আর সোমা দুজনের মিলে বাজারে গিয়েছিলাম। এবং বাজার থেকে কেক, জন্মদিনের বেলুন এবং কিছু খাবার রিঙ্কির জন্য কিনে আনলাম।
তারপর বাড়ি আসতে আমাদের প্রায় ৮টা বেজে যায় এবং বাড়িতে এসেই আমরা ঘরটা সাজাতে শুরু করে দিলাম।
অনেক সময় ছোটোদের খুশি করার জন্য এমনটা করতে হয়।এবং রিঙ্কিও আমাদের জন্মদিনের দিন ঐমনটাই করে থাকে।সত্যি ও ভাবতে পারে নি যে আমরা সকলে ওকে এই ভাবে সারপ্রাইজ দেবো।
তারপর আমি ঘরে একে একে বেলুন লাগিয়ে দিয়ে তার চারপাশে নীল রঙের টুনি লাইট লাগিয়ে দিয়েছি, যাতে আরও সুন্দর দেখতে লাগে।
এরপর সব কিছু ভালো করে সাজানো পর আমি রিঙ্কিকে ফোন করে বললাম সোমা খুব অসুস্থ ওকে নিয়ে আমাদের হসপিটালে যেতে হবে এখুনি তুই সোমাদের বাড়িতে আয়। সত্যি রিঙ্কি অনেক ভয় পেয়ে গিয়েছিল সোমার অসুস্থ শুনে।
যাইহোক তারপর রিঙ্কি ঘরে ঢুকতে আমরা সকলেই ওকে চিৎকার করে শুভ জন্মদিন জানালাম।আমি আর সোমা ছিলাম এবং তার সাথে ওর বন্ধু ও বান্ধবীরা ছিল, সেই দেখে ও অনেক আনন্দ পেয়েছি।
তারপর কেক কাটা এবং অনেক ছবি তোলআ হল। জন্মদিন পালন করতে প্রায় ১০টা বেজে যায়। এবং সকলেই এক এক করে বাড়ির দিকে চলে আসলাম।
আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
শুভ রাএি।
জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো রিঙ্কির জন্য।আশাকরি ওর আগামী দিন গুলো খুব ভালো কাটুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@sanchita96 অসংখ্য ধন্যবাদ আপনাকে রিঙ্কিকে শুভেচ্ছা জানানোর জন্য।
ভালো থাকবেন।🙏😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোই আনন্দ করেছ ছবি গুলো দেখেই বোঝা যাচ্ছে। এমন মুহুর্তগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@baishakhi88 আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপনিও ভালো থাকবেন।🙏😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit