প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলের আজকের দিনটা খুব ভালো কেটেছে।
আজকে আমি আপনাদের সাথে আমার একটা নতুন কাজের অভিজ্ঞতার গল্প করতে চলেছি। আমি গত এক সপ্তাহের বেশি সময় এই প্ল্যাটফর্মে কাজ করছি। অনেক অভিজ্ঞতা ইতিমধ্যেই আমার হয়েছে। কমবেশি কিছু কাজ শিখেছি। যার মধ্যে আজ আরেকটা কাজ শিখলাম, সেটা হলো কিভাবে নিজের ওয়ালেটের স্টিম পাওয়ার আপ করতে হয়।
কয়েকদিন আগে আমরা সকলে যখন @sduttaskitchen ম্যামের বাড়িতে স্টিম প্ল্যাটফর্ম সম্পর্কিত কাজের জন্য একত্রিত হয়েছিলাম। ম্যাম তখন আমাদের সকলকে বুঝিয়ে বলেছিলেন যে নতুন প্রোফাইল খোলার সময় আমরা যে সকল key পেয়েছি, সেগুলো কিভাবে কাজে লাগাতে হয়। আর ঔ key গুলো কতটা গুরুত্বপূর্ণ। তাই সেগুলো যে খুব যত্ন করে রাখতে হবে, সেটাও ম্যাম বারবার বলে দিয়েছিলেন।
সেই দিনের কথা গুলো মনে থাকলেও আমি যেহেতু প্রথমবার করছিলাম, আমার ভয় করছিলো, তাই আমি আমার দিদি @sampabiswas কে ফোন করলাম। আমি আমার মায়ের ফোন থেকে দিদিকে ফোন করলাম। কারন আমি আমার মোবাইল থেকে পোস্ট করি, তাই মায়ের ফোনে শুনে শুনে আমি আমার ফোনে কাজটি করলাম।
প্রথমে আমি Active key দিয়ে আমার ওয়ালেট এ log in করলাম। আমার দিদি আমাকে বললো যে স্টিমটা আছে সেটা "গো টু ওয়ালেট" এ করে নিতে। সেটা করার পরে সর্বপ্রথম ঘরে আমার স্টিমটা জমা হলো, এবং ওখানে শূন্য গুলো একটা সংখ্যায় পরিনত হলো।
তারপরে দিদি আমাকে ঔ বক্সের পাশে একটা ড্রপ ডাউন বক্স ছিলো, সেখানে গিয়ে পাওয়ার আপ এ ক্লিক করতে বললো। পাওয়ার আপে ক্লিক করার সাথে সাথে সংখ্যা গুলো বক্সে চলে গেলো। এই কয়েকদিনের লেখাতে আমি যতটা earn করেছিলাম, দিদি বললো সেই সংখ্যাটার উপরে আঙুল রাখলে পুরো সংখ্যাটাই নীচের বাক্সটা নিয়ে নেবে।
পুরো সংখ্যাটা নিয়ে নেওয়ার পর দিদি আমাকে আবার পাওয়ার আপে ক্লিক করতে বললো। তারপর ok বলে একটা অপশন আসলে সেটাতে ক্লিক করতে বললো। সেটা করার পরে আমার দিদি আমাকে আবার ওয়ালেটে ফিরে আসতে বললো।
তাই আমি দিদির কথা মতো ব্যাক স্পস দিয়ে আবার ওয়ালেটে ফিরে এলাম। এসে দেখলাম, উপরের ঘরে যেখানে সংখ্যা গুলো ছিলো, সেখানে সব শূন্য হয়ে গেছে। তার নীচে যেখানে পাওয়ার জমা হয় বলে সেদিন আমাদের দেখানো হয়েছিল, সেখানে শূন্যর পরিবর্তে সংখ্যা হয়েছে।
এইভাবে দিদির সাহায্যে আমার প্রথমবার পাওয়ার আপ করার অভিজ্ঞতা হলো। আশাকরি ভবিষ্যতে আমার আর অসুবিধা হবে না। আসলে আমাদের সুনীতা ম্যাম আগের দিন বলে দিয়েছেন আমাদের সকলকে অন্ততপক্ষে club5050 তে যোগ দিতে হবে। তাই এখন যতটা earn হবে সবটা এই রকম ভাবে পাওয়ার আপ করে যেতে হবে।
যেহেতু আজকে প্রথম বার আমি দিদির সাহায্যে পাওয়ার আপ করলাম। তাই ভাবলাম প্রথম দিনের প্রথম অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। যাতে আমার পরে নতুন যারা এই প্ল্যাটফর্মে যোগ দিয়েছে তাদের হয়তো কিছুটা সাহায্য করা সম্ভব হবে।
এইছিলো আমার আজকের পোস্ট। যার মাধ্যমে আমি কি ভাবে পাওয়ার আপ করেছি, সেটাই আপনাদের জানালাম।
সকলে ভালো থাকবেন। শুভ রাত্রি।
খুব ভালো কাজ করছ তুমি, এগিয়ে যাও, তোমার উদ্যোগ এবং উদ্দীপনার সাধুবাদ জানাই। অনেক আশীর্বাদ রইলো। চালিয়ে যাও, কারণ লক্ষ্যে তারাই পৌঁছতে পারে যারা যেকোনো কাজ গুরুত্ব দিয়ে করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম সঠিক পথে এগোচ্ছ, ঠিক এইরকম ভাবেই কাজ করে যাও। কারণ পরিশ্রম, একাগ্রতার এবং সততার কোনো বিকল্প হয় না। আমি তোমার সফলতা কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ @sduttaskitchen ম্যাম। আমি সত্যিই চেষ্টা করবো ভালো ভাবে কাজ করার। ভালো থাকবেন ম্যাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit