
প্রিয়,
বন্ধুরা,
আশা করছি আপনারা সকলেই কুশল এবং মঙ্গলেই আছেন। আর আজকের দিনটা স্বচ্ছন্দে কাটিয়েছেন।
আজ আমি আপনাদের সাথে আমার আঁকা কোনো ছবি শেয়ার করবো না।আজ সন্ধ্যায় আমি আর সোমা একটু ঘুরতে বেড়িয়ে ছিলাম। তাই হঠাৎ আসামে বিকেলের ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে গেলো। এবং সেই সব কথাই আজ সোমার সাথে সামনাসামনি বসে শেয়ার করছিলাম।

কারন এতদিন যখন আসাম ছিলাম, শুধু ফোনে কথা বলে সভ কিছু শেয়ার করেছি। আর বাড়িতে আসার পর সোমার সাথে সে ভাবে কথা বলা হয় নি। শুধু একদিন পরশুদিন মায়ের হাতের রান্না শুটকি মা খেতে এসছিল। তখন আর কথা হয় নি।
তাই আজ ভাবলাম একটু কোথাও যাওয়া যাক, বাড়ির পাশেই একটা নতুন ক্যাফে হয়েছে,তাই হাটতে হাটতে দুজনে সেখানেই গিয়েছিলাম।

আমরা যখন আসাম গিয়েছিলাম, বৌভাতের দিন ঠিক এমনই ঘুরতে গিয়েছিলাম। আমি, দিদি, দিয়া, রং, পিউ। আমার শরীরটা ভালো ছিল না, তাই তেমন ভাবে ঘুরতে পারি নি। তাও আসে পাশে এবং আসার আগের দিন চা বাগান দেখতে গিয়েছিলাম। আর দিদি যদি না যেত তাহলে হয় তো এতটুকুও যাওয়া হত না।
বাড়িতে আসার পর থেকেই আমার মনটা খুব একটা ভালো লাগছে না। সত্যি এতটা শান্তি পাহাড়ে আমি আগে জানতাম না। কাকিদের বাড়ির চারি পাশে পাহাড় আছে। আর বাড়ির কাছেই একটা পাহাড় আছে সেখানে যেতে মাএ ১৫মিনিট লাগে। কিন্তু শরীরটা খারাপের জন্য যাওয়া হয়ে উঠে নি।

আসামের আবহাওয়া খুব সুন্দর আর নরম। সত্যি বলতে আবহাওয়া যেমন নরম আর ভালো তেমন মানুষজন ও।আমার সব থেকে ভালো লেগেছে দিয়াকে। ওখানে যতদিন ছিলাম দিয়া সারাদিন আমার সাথেই থাকতো।
একসাথে হাটতে যাওয়া, খাওয়া দাওয়া সব এক সাথে। আমার শরীর খারাপ হয়েছিল, তখন আমাদের ঘরে এসে বসে থাকতো। মেয়েটি খুব ভালো আর সরল মনের।

দিয়ার ছোটোবেলায় মা মারা যায় আর এক বছর হয়েছে বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে। দিয়া এখন ওর ঠাকুমার সাথে ওদের বাড়িতেই থাকে। ওর আর ঠাকুমার খরচ ওর পিসিরা চালায়। দিয়ে ১১ ক্লাসে পড়ছে। খুবই ভালো মেয়েটি।
হঠাৎ আমার দিয়ার কথা মনে পড়ছে। আসার সময় দিয়ার নাম্বার নিয়ে এসছি। ফোনে কথা হয় আমাদের। আমি দিয়াকে সব সময় বলেছি কিছু দরকার হলে আমাকে বলবি আমি দেবো।কোনো সময় টাকা পয়সা দরকার হলে আমাকে বলবি।এটা না যে দয়া করছি বা কিছু ও যদি আমার কাছে চায় তাহলে সেটা আমার কাছে আবদার হবে।

বৌভাতের দিন বিকেলে পাশে একটা নদী দেখতে যাই আমরা, সাথে দিয়া ছিল। খুব মজা করেছি আমারা সকলেই। আসার সময় মনটা খারাপ হয়ে গেছিল।খুব মনে পড়ছে তাই এই কথা গুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
তবে আজ এখানেই শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
শুভ রাএি।
We support quality posts anywhere and any tags.
Curated by : @steemdoctor1
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@steemcurator07 এবং @steemdoctor1 আমার পোস্টে সমর্থন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইস্ মেয়েটির মানে দিয়ার কথা জেনে খারাপ লাগলো। কতো ছোটো বয়সে মা বাবা দুজনকেই হারিয়েছে। কতো মিষ্টি দেখতে ওকে। আর তোমার লেখা পড়ে জানতে পারলাম কয়েকদিনের মধ্যে তোমরা অনেক ভালো ভাবে একে অপরের সাথে মিশে গেছো। এই ভাবেই যোগাযোগ রেখো ওর সাথে। আর তোমাদের ঘুরতে যাওয়ার গল্প পড়ে ভালো লাগলো। ছবিগুলোও খুব সুন্দর তুলেছো। বিশেষ করে যে ছবিটায় দূরের পাহাড় দেখা যাচ্ছে। ভালো থেকো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@baishakhi88 সত্যি অনেক খারাপ লাগে দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit