আমার হাতে আঁকা টিউলিপ ফুলের তোড়া

in hive-120823 •  2 years ago  (edited)

IMG_20221102_231832.jpg

(আমার হাতে আঁকা টিউলিপ ফুল)

প্রিয়,
বন্ধুরা,

আশাকরি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আজকের দিনটা নিশ্চই খুব ভালো কাটিয়েছেন।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার হাতের একটি আঁকা ছবি। এটি হল টিউলিপ ফুলের তোড়া। একসাথে অনেক গুলি ফুল পাতার মাঝের থেকে উকি দিচ্ছে। আমার খুব পছন্দের একটি ফুল।আর ফুল তো সবারই অনেক পছন্দ।ফুল ভালো লাগে না এমন বাঙালি পাওয়া খুব মুশকিল।

আপনার সকলেই জানেন আমি ছবি আঁকতে খুব ভালোবাসি। অনেক দিন ধরেই ভাবছি কিছু একটা আঁকতে। বিগত কয়েক দিন ধরে আপনাদের সাথে আমি ধরনের রান্না এবং পূজোয় ঘুরতে যাওয়া কথা শেয়ার করছি। তাই ভাবলাম আজ আমি একটা ছবি আঁকি। তাই সন্ধ্যা বেলায় বসে পরলাম একটা ছবি আঁকতে। মাঝে মধ্যে একটু অন্য ধরনের ছবি আঁকতে বেশ ভালোই লাগে।আমি এই ছবিতে রং ব্যবহার করি নি। কারন জানিনা কিন্তু রং করা ছবির তুলনায় আমার পেনসিল দিয়ে শেড করা ছবি খুব বেশি ভালো লাগে।

তাহলে আসুন আপনাদের বলি কি কি ব্যবহার করে আমি ছবিটা আঁকলাম।

-:আঁকার সরঞ্জাম:-

১)এ ফোর সাইজের আঁকার আর্ট পেপার।
২)ফোর বি পেনসিল।
৩)রবার।

IMG_20221103_000303.jpg

-:পদ্ধতি:-

-:প্রথম ধাপ:-

IMG_20221103_012713.jpg

  • প্রথমে আমি টিউলিপ ফুলের পাতা গুলো হাল্কা ভাবে এঁকে নিলাম।

  • তারপর একে একে পর পর পাতা গুলো সমান ভাবে এঁকে নিতে হবে।

-:দ্বিতীয় ধাপ:-

IMG_20221103_012737.jpg

  • তারপর পাতা গুলো আঁকা হয়ে গেলে। তার ভেতর ভেতর থেকে ফুলের ডান্টি গুলো এঁকে নিলাম।

  • এরপর একে একে ফুল গুলো এঁকে নিলাম।

-:তৃতীয় ধাপ:-

IMG_20221103_012814.jpg

  • এরপর পাতা গুলো পেনসিল দিয়ে মোটা করে বর্ডার দিয়ে নিলাম।

  • তারপর একে একে ফুল গুলো পেনসিল দিয়ে শেড করে নিলাম।

-:চতুর্থ ধাপ:-

IMG_20221103_012842.jpg

  • তারপর পাতা গুলো শেড করে নিলাম।

IMG_20221103_001154.jpg

ব্যস হয়ে গেলো আমার টিউলিপ ফুল আঁকা।

-:টিউলিপ ফুলের বৈশিষ্ট্য:-

টিউলিপ ফুলের বৈজ্ঞানিক নাম হলো টুলিপা। সাধারণত এই ফুল বড় উজ্জ্বল এবং রঙিন যেমন লাল, হলুদ, নীল ও সাদা আর গোলাপি।লাল টিউলিপ ফুল: প্রেম ও আবেগ প্রতীক। এটির রং সম্পর্কের সাথে জড়িত।সাদা টিউলিপ ফুল: শান্তি,বিশুদ্ধতা এবং সম্প্রীতির প্রতীক,সেট সাথে মঙ্গলভাব। হলুদ টিউলিপ ফুল: এটি সূর্যের রঙ হিসেবে। হলুদ হিউলিপ ফুল জীবন, আনন্দ ও বন্ধুত্বের প্রতীক।গোলাপি টিউলিপ ফুল: প্রেমের সাথে যুক্ত, তবে এটি পরিবারের জন্য এক ধরনের ভালোবাসা,যেমন মা বাবা তাদের সন্তানের জন্য অনুভব করতে পারেন। নীল টিউলিপ ফুল: আন্তরিকতা এবং বিশ্বাসের প্রতিনিধিত্ব করেকরে, তাই আপনার প্রিয় মানুষের জন্য এটি দূর্দান্ত উপহার।

আমাদের সবারই ফুল ভালো লাগে। কেউবা আবার পছন্দ করে গোলাপ, কেউ রজনীগন্ধা।আমার গোলাপ ফুল খুব একটা ভালো লাগে না,কিন্তু প্রিয় ফুল হলো নীল রঙের অর্কিড।

আমার টিউলিপ ফুল আঁকাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনার সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

শুভ রাএি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

TEAM 3

Congratulations! This post has been upvoted through steemcurator06. We support quality posts, good comments anywhere, and any tags.
Curated by : @cryptogecko

Picsart_22-11-02_05-04-00-944.jpg

অসংখ্য ধন্যবাদ@steemcurator06 আর @cryptogecko আপনাকে। 🙏

আপনার টিউলিপ ফুল আঁকাটা সত্যিই খুব সুন্দর হয়েছে।এরকম ভালো ভালো আঁকা আমাদের একে একে দেখাবেন।

@sanchita96 ধন্যবাদ দিদি এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

বাহ্ চমৎকার এঁকেছ। আসলেই টিউলিপ ফুল ভীষন। সুন্দর, আমারও খুব পছন্দ।

@baishakhi88 ধন্যবাদ দিদি। ভালো থাকবেন।

আমি তোমার মত ভালো আঁকতে জানিনা তবে এরপর ফুলগুলো রঙিন আর বাকিটা পেন্সিল স্কেচ করে দেখো, মনে হয় সুন্দর লাগবে বেশি বিষয়টি দেখতে।

ম্যাডাম যখন টিউলিপ আঁকলেন তখন রং বেরংয়ের ফুল আঁকতে পারতেন, তাহলে আপনার ছবির সাহায্যে আরো একবার জম্মু ঘুরে আসতাম।

অনেক সুন্দর হয়েছে ফুলের ছবিটি ❤️❤️